পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br& তবে শর্ত থাকে যে, কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তা নথিতে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক, প্রতিটি ক্ষেত্রে, সুপারিনটেনডেন্ট পদ মর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে পূর্ব নোটিশ ব্যতিরেকে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উৎপাদনস্থল, সরবরাহস্থল বা সেবা প্রদানস্থলে প্রবেশ করিয়া মজুদপণ্য, সেবা এবং উপকরণ পরিদর্শন ও হিসাব পরীক্ষা করিবার লিখিত অনুমতি প্রদান করিতে পরিবেন, এবং অনুরূপভাবে অনুমতিপ্রাপ্ত কোন কর্মকর্তা পরিদর্শন সম্পন্ন হইবার আটচল্লিশ ঘণ্টার মধ্যে উক্ত পরিদর্শন সম্পর্কে কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তার বরাবরে একটি লিখিত প্রতিবেদন দাখিল করিবেন এবং উহার একটি অনুলিপি উক্ত সময়ের মধ্যে উক্ত নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির নিকট প্রেরণ করিবেন।” । অর্থ আইন, ২০০১ ৭৮। মূল্য সংযোজন কর আইনের ধারা ২৭ এর উপ-ধারা (১) ు శాఖగా কর্মকর্তার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। ് ৭৯। মূল্য সংযোজন কর আইনের ধারা ৩১ এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শতাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:- ത് “তবে শর্ত থাকে যে, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিবন্ধিত কোন ব্যক্তি কোন পদ্ধতিতে এবং কি ধরনের পুস্তক ও নথিপত্র সংরক্ষণ করিবেন উহা নির্ধারণ করিতে পারিবে।” । ৮০। মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৫ এর (ক) উপ-ধারা (১) હકે পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা - “(১) যে ক্ষেত্রে কোন ব্যক্তির পণ্য সরবরাহ বা প্রদত্ত সেবার উপর o o o Q o N ് - প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কোন কারণবশতঃ ধার্য বা পরিশোধ করা হয় নাই বা কম ধার্য বা কম পরিশোধ করা হইয়াছে অথবা ভুলবশতঃ ফেরত প্রদান করা হইয়াছে বা ধারা ১৩ এর অধীন মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক, অন্যান্য শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত), ভুলবশতঃ প্রত্যপণ করা হইয়াছে বা বাংলাদেশে সরবরাহকৃত কোন পণ্য বা সেবার উপর প্রদেয় কর বা শুল্কের বিপরীতে ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে সমন্বয় করা হইয়াছে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে তাহার উপর যে তারিখে উক্ত শুল্ক ও মূল্য সংযোজন কর প্রদেয় হইয়াছিল বা কম পরিশোধিত হইয়াছিল বা ফেরত প্রদান করা হইয়াছিল বা প্রত্যপণ করা হইয়াছিল বা সমন্বয় আইনের ধারা ২৭ এর সংশোধন ১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৩১ এর সংশোধন ১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৫৫ এর সংশোধন