পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांगाणा •ी bዖ› কিন্তু ডিম পাড়ার সময়ে পুরুষ-পাখীদের লেজের মাঝের দুটাে পালক হঠাৎ লম্বা হইয়া পড়ে। তাই সেই সময়ে পুরুষ-পাখীদের লেজ, লম্বা দেখা যায়। বৈশাখ-জ্যৈষ্ঠ হইতে আরম্ভ করিয়া শ্ৰীবৰ্ণ-ভাত্ৰ পৰ্যন্ত “টুইজ টুইজ” শব্দ रुब्रिश हेशद्र ঝোপ-জঙ্গলের উপরে ক্ৰমাগত লাফালাফি করে। পাখীগুলি টুনটুনি ছােটো-কিন্তু তাহাঁদের গলার স্বর নিতান্ত 6छitछे नम्न। যখন টুনটুনির গাছের ডালে লাফালাফি করিয়া एछiकिgङ থাকে, তখন তাহা অনেক দূর হইতে শুনা যায়। টুনটুনি পাখীদের তোমরা যদি কেহ আজও না দেখিয়া থাকি,-খোঁজ করিয়া দেখিয়া লইয়ো। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে তোমাদের বাগানে খোঁজ করিলেই ইহাদের দেখিতে পাইবে। ইহারা বড় চঞ্চল পাখী একটু দূরে দাড়াইয়া দেখিলে ইহাদের চাল-চলন জানিতে পরিবে। সেই পাতার ঠোঙার মতো বাসায় তুলা বিহাইয়া টুনটুনির তিন-চারিটি করিয়া ডিম পড়ে। ডিমগুলি হঠাৎ দেখিতে সাদা, কিন্তু ভালো করিয়া দেখিলে বুঝা যায়, সাদার উপরে লালের ছিটাফোটা আছে। -elerate