এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ঘুঘুৱা পায়রা-জাতের পাখী । তাই তাহদের কথা এখানে বলিব। পূর্ববঙ্গের লোকে ঘুঘুদের "চুপি” পাখী বলিয়া ডাকে। ভারতবর্ষে চার-পাঁচ রকমের ঘুঘু আছে। কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর দুই রকমের বেশি ঘুঘু দেখি নাই। তোমরা কত রকমের ঘুঘু দেখিয়াছ ? তিলে ঘুঘু তোমরা দেখিয়াছ কি ? এই ঘুঘুই কিন্তু আমরা বাগানে ঘাট-মাঠে বেশি বেখিতে পাই। ইহাদের BBDD BgS B SBDD BDD SS DBSDD BuBD D গলায় সাদা ফোটা আছে। লেজের পালক। কতকটা কালে কিন্তু সেগুলির শেষে সাদা ছোপ লাগানো। গায়ে সাদা সাদা ফেঁটা আছে বলিয়াই বোধ করি। ইহাদিগকে তিলে ঘুঘুনাম দেওয়া হইয়াছে। डिाण घूग्रूझ ऊांक २७ भञ् । 'फू-यू- फूফু” এই রকম শব্দ করিয়া ইহাৱা সকালে দুপুরে ক্ৰমাগত ডাকে। শুনিয়া বুঝিয়াছি, “ফু-ফু” এই শব্দটা কখনো