পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R বাংলার গান্ধী গিয়া উৎপাত করিত। খাৰায় হাতে করিয়া ধরিলে হাত হাইপ্তে তাহা লইয়া খাইত। দিনে এই রকম দুষ্টামি করিয়া সে রান্ত্ৰিতে ডালে বসিয়া ঘুমাইত। তোমরা বোধ করি ময়ূরের বাসা ও ডিম দেখ নাই, আমরা এই পোৱা ময়ূৰীটির ডিম ও • বাসা দেখিয়াছিলাম। বাগানের বাহিরে ঝোপের তলায় শুকুনা পাতা ও কুটোকাটা এক জায়গায় ’জমা করিয়া সে তাহার উপরে গোটা চার-প্লাচ সাদা ডিম প্রসব করিয়াছিল। কিন্তু এই ডিম পাড়াতেই তাহার সর্বনাশ হইল। এক দিন, সকালে দেখিলাম, একটা প্ৰকাণ্ড মরা গোখুরা সাপ ময়ুরের বাসার কাছে পড়িয়া আছে। সাপটা রাত্ৰিতে ময়ূরের ডিম DEBBDBD SYKSBBBBDBYSiDD SBDDD DDDD মারিয়াছে। ইহার দুই-তিন দিন পরে প্রাতে দেখা গেল, ময়ুর বাস্যায় নাই ; ডিমগুলি চারিদিকে ভাঙ্গিয়াচুরিয়া পড়িয়া আছে। বড় ভয় হইল -খোঁজ করিয়া দেখিতে পাইলাম, একটু দূরে এক গাছের তলায় ময়ুরের পালক হড়াইয়া পড়িয়া আছে। বোধকরি, শিয়ালেরা ময়ুরের সন্ধান পাইয়া রাত্রির অন্ধকারে তাহাকে মারিয়া ফেলিয়াছিল। সেই পোষা ময়ুৱেয় কথা আজো আমাদের মমে পড়ে। : তাহা হইলে দেখ, ময়ূরেরা গাছে গাছে বেড়াইলেণ্ড, তাহারা বাসা বঁধে এবং ডিম পাড়ে মাটির উপরে’, ‘ময়ূরেয়া কি খায়, “উহা বোধ হয় তোমরা জানি না। ৮ আমাদের মই পোষা ময়ুটিকে "kধান, চীণ, গম, পোকামাকড়, লরাম ബ്