5a জ্যাস্তি ধনেশ পাখী বোধ হয় তোমরা সকলে দেখ নাই। ইহারা থাকে আমাদের দেশের চট্টগ্রাম জেলার জঙ্গলে। বাৰ্ম্মাতেও নাকি অনেক ধনেশ পাখী দেখা যায়। আলিপুরের চিড়িয়াখানায় তোমরা ইহাদের দেখিতে পাইবে। আমাদের দেশে যাহারা ভেলকি বাজী দেখাইতে আসে, তাহাদের সঙ্গে কখনো কখনো ধনেশের ঠোঁট থাকে তোমরা ইহা দেখা নাই কি ? ভয়ানক লম্বা ঠোঁট! পাখাটা যত লম্বা, ঠোঁট প্রায় সেই পরিমাণে লম্বা হইতে দেখা যায়। এত বড় লম্বা ঠোঁট লইয়া পাখীগুলা যেন সৰ্ব্বদা শশব্যস্ত থাকে। ইহা ছাড়া ঠোঁটের উপরে আবার খাড়ার মতো আর একটা অংশ লাগানো থাকে। যাহা হউক, ধনেশ পাখীদের বাসা তৈয়ারি ও সন্তানপালন বড় মজার ব্যাপার। আমরা সেই কথাটিই তোমাদের এখানে বলিব। খড়কুটা দিয়া ইহারা বাসা বানায় না। ডিমা-পাড়ার সময় হইলে ইহারা গাছের পোকা-ধরা পচা ডালে গৰ্ত্ত করিয়া কোটির তৈয়ারি করে। তার পরে স্ত্রী-পাখী। সেই কোটরে বসিয়া কৈাটরের মুখ নিজের বিষ্ঠা দিয়া বন্ধ করিয়া দেয়। তোমরা বোধ হয় ভাবিতেছ, সে কোটিরে DD DDB D EBBB Bt DBBD S DDD DBD BYS
পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।