পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার পাখী yà ডিমগুলি দেখিতে সাদা, কিন্তু সেই সাদার উপরে যে খয়েরি ছোপ থাকে, তাহাই দেখিতে সুন্দর। আমরা ছেলেবেলােয় গল্প শুনিতাম, চিলের নাকি বর্ষাকালে বাংলাদেশ ছাড়িয়া পালায়। আমাদের এক বুড়ী দাসী বলিত, বর্ষাকালে তাহারা লঙ্কা দ্বীপে যায় এবং সেখানে রাবণের যে চিতা, আজো জ্বলিতেছে, তাহাতে খড়কুটা জোগায়। কিন্তু এ সব কথা ঠিক্‌ নয়। বর্ষাকালে চিলের দেশ ছাড়িয়া পালায় না। বোধ করি, ঐ সময়ে বাসা ৰাধা ওঁ ডিমে তা দেওয়ার জন্য খুব ব্যস্ত থাকে বলিয়া উহাদের বেশি দেখা যায় না।