পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিকরা W শিকুরা পাখীর নাম বোধ করি তোমরা শুনিয়ছে। ইহাদের প্রায়ই বাংলা দেশে দেখা যায়। বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জেলায় এই শিকারী পাখীদের যত বেশী দেখিয়াছি, অন্যত্র সেরকম দেখি নাই। শিকুরা পাখীরা আকারে পায়রার চেয়ে বড় হয় না। ইহাদের গায়ের পালকের রঙ, ছেয়ে এবং বুক পেয়ালা, কিন্তু ডানা ও লেজে কালো ডোরা থাকে। আবার পেয়ালা রঙের यूकब्र ऐoाल गांता (७ानाफू१ि७ (ाथ शाश। किद्ध ईशमल বঁকানো ঠোঁট হলদে চোখ এবং ধারালো নখ দেখিলে যেন ভয় লাগে। শিক্রাদের চান্থনিও বড় কটমট্রে। শরীরের তুলনায় ইহাদের লেজগুলিকে যেন বেশি লম্বা বলিয়া বোধ হয়। শিকুরােরা কোন কোন জন্তু শিকার করে, তাহা বোধ করি তোমরা জানো না। চড়াই ভুকুইয়ের মতো ছোটো পাখী। হইতে আরম্ভ করিয়া টিকটিকি, গিরগিটি, বিছে, ব্যাঙ এমন কি ফড়িং পৰ্য্যন্ত সকল প্ৰাণীকেই ইহারা সুবিধা পাইলে ধরিয়া খায়। আমরা ইহাদিগকে ঘুঘু ও শালিক ধরিয়া