পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেচা তোমরা কত রকম পেঁচা দেখিয়াছ জানি না। আমরা কিন্তু লক্ষ্মী পেঁচা, কোটরে পেঁচা, কাল পেচা প্ৰভৃতি অনেক ‘রকম পেচা দেখিয়াছি । পোচারা শিকারী পাখী। রাত্ৰিতে শিকারে বাহির হইয়া ইদুর ব্যাঙ, পাখীদের ছানা ও ডিম। চুরি করিয়া খাইয়া পেট ভরায়। পোকামাকড়ও ইহারা পছন্দ করে। যখন বড় শিকার না জোটে, তখন ছোটো-বড় পোকা খাইয়াই তাহাদের পেট ভরাইতে হয়। পেঁচাদের দিনের বেলায় প্রায়ই দেখা যায়না । কেহ গাছের কোটরে, কেহ পোড়ো ভাঙা বাড়ীর ভিতরে, কেহ বা বাড়ীর বারান্দার কাৰ্ণিশের উপরে লুকাইয়া দিন কাটায়। তারপরে সন্ধ্যা হইলে সেই সব জায়গা হইতে বাহির হইয়া শিকারের সন্ধানে ঘুরিতে আরম্ভ করে। পায়রারা যখন উড়িয়া বেড়ায় তখন তাহাদের ডানায় কি-রকম চট-পটু শব্দ হয়, তাহা তোমরা নিশ্চয়ই শুনিয়াছ। তা’ ছাড়া অন্য পাখীরাও উড়িবার সময়ে শব্দ করে। কিন্তু পেচারা যখন