পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বাংলার পাখী। ডুবুরি, পানকৌড়ি,-ইহারা জলের পোক-মাকড় ও কেহ কেহ মাছও খায়, কিন্তু জলের ধারে চরিয়া বেড়ায় না ; সীতার ও ডুব দিয়া জলের তলা হইতে শামুক-গুগলি ধরিয়া খায়। তাই এই রকম পাখীদের নাম দেওয়া হইল। गछ्द्रंको !