পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার পাখী BDDBDB BDBD BDBDDB gB D DD DBBBD DDBD চলাফেরা ও ব্যস্ততা দেখিয়াই বুঝিয়া লয়, সেখানে একটা কিছু ব্যাপার আছে। তখন তাহারা বিনা নিমন্ত্রণেই সারি বঁধিয়া প্রাচীরের বা ছাদের উপরে বসিয়া যায় এবং কোনো জায়গায় খাবারের জিনিস অসাবধানে থাকিলে, তাহা ঠোঁটে লইয়া পালায় । গায়ে খুব জোর না থাকিলেও কাকদের সাহস অত্যন্ত cवभि । दाङ दा भिकद्भा &धड्काठि भागाभे •ाशैएक উড়িয়া আসিতে দেখিলেই, ইহারা চীৎকার সুরু করিয়া দেয় এবং সেই চীৎকারে এ-পাড়া ও-পাড়া হইতে কাকেরা দলে দলে আসিয়া এক জায়গায় হয় এবং ভয়ানক গোলযোগ আরম্ভ করে। তাহারা কি বলে জানি না। বোধ করি বলে,-“ভারি অন্যায় ! BDDDB DDS DB KD DBDBB SBDBBD S S DDDDS Y আমাদেরি ” যাহা হউক, শিকারী পাখীরা কাকদের এই চৎকারে এক দণ্ডও সেখানে থাকিতে পারে না। বাড়ীতে একটা নূতন বিড়াল বা কুকুর আসিলে, বাড়ীর কাকের দল চীৎকার আরম্ভ করে, ইহাও আমরা দেখিয়াছি। কলিকাতা, ঢাকা প্রভৃতি বড় সহরের রাস্তায় যদি একটা লোক গাড়ি চাপা পড়িয়া পা ভাঙে, তবে সে-জায়গায় একে একে হাজার লোক জড় হইয়া যায়। কেহ হা-হুতাশ করিয়া দুঃখ প্ৰকাশ করে, কেহ বা উকি মারিয়া লোকটার চেহারা দেখে। পা-ভাঙা লোকটাকে যে কোলে তুলিয়া হাসপাতালে