বাংলার পাখী। রাখিয়া আসিবে, এমন বুদ্ধি কিন্তু প্রায়ই কাহারো DD BDBB t DBDBDD BBB DB ygD DBDBD BDg BBS SBDD DDBD D BD DBBDD K D DD ভাঙ্গিয়া যায়, অমনি পাড়ার সমস্ত কাক তাহার কাছে জমা হইয়া চীৎকারে আকাশ ফাটাইতে থাকে। কিন্তু পা-ভাঙ্গা কাকটাকে একটুও যত্ন করে না। বোধ হয়, পরস্পর মুখচাওয়া-চাহি করিয়া বলে,-“হায় হায়! একি হ’ল।” আমাদের মধ্যে একদল লোক ভয়ানক ভূতের ভয় করে, —তাই তাহারা রাত্রিতে ভয়ে ঘরের বাহির হইতে চায় না। মরা কাকের ডানা ও শরীরকে কাকেরা ঠিক ভূতের মতোই ভয় করে। কোনো জায়গায় একটা কাকের ডানা ঝুলাইয়া রাখিলে, কাকেরা ভয়ে তাহার ত্ৰিসীমানাতেও আসে না। ফসলের ক্ষেতে কড়াই, গম ইত্যাদির অন্ধুর বাহির হইলে, কাকের দল আসিয়া সেগুলিকে খুটিয়া খায়। তাই কাকদের ভয় দেখাইবার জন্য চাষীরা কখনো কখনো বঁাশ পুতিয়া তাহাতে কাকের ডানা বুলাইয়া রাখে, ইহা তোমরা দেখ ब्ााट्ने कि ? বাড়ীতে একটা নূতন কুকুর আসিলে পোষা কুকুরগুলি তাহাকে কি রকমে তাড়া করে, তোমরা সকলেই দেখিয়াছ । তখন বোধ করি পোষা কুকুরগুলি মনে করে,-“এ বাড়ী আমাদের, এখানে অন্য কুকুরকে আসিতে দিব না।” কাকদের মধ্যেও এই রকম দেখা যায়। এক-এক দল কাক
পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।