পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&& বাংলার পাখী। জঙ্গলের বা বাগানের গাছের ডালে বাসা বাঁধে না । দেশের DgDBDBB S gi DB BB u DDBB BBS DDDDuD ফঁাকে বা কাৰ্ণিশে জমা করে। কিন্তু যাহা কষ্ট করিয়া বহিয়া আনে, তাহার প্রায় সবই মাটিতে পড়িয়া যায়। তাই দিনে, তিনবার করিয়া ঝাঁটু না দিলে ঘর পরিষ্কার রাখা যায় না। যদি চুপ করিয়া এক মনে বাসা বাঁধে তাহা হইলে কোনো হাঙ্গামা থাকে না। কিন্তু চড়ুইদের প্রায়ই চুপ করিয়া BDDL DDDSS DBB DS BDBD BB GD DDBB আনিয়াই স্ত্রী-পুরুষে মিলিয়া ভয়ানক “চৰু চবু” শব্দ করিতে করিতে বাসার চারিদিকে লাফাইতে আরম্ভ করে। এত আনন্দ যে কেন হয়, তাহা বুঝাই যায় না। তায় পরে ७4कछे घाद्ध श िछ्छ्रे 6ञ्चाएछ। চড়ুই যাসা করিতে লাগে, তাহা হাঙ্গলে সৰ্ব্বনাশ হয়। দিনের মধ্যে দশ যার দুই দলে ঝগড়া KK | চড়ুইরা হিংসুটেও কম নয়। যে ঘরে এক জোড়া চড়াই বাসা করিয়াছে, সেখানে পায়রা, শালিক বা অন্য পাখী উকি মারিলেই চড়ুইরা ভয়ানক রাগিয়া যায়। ves পরে “চড়-চড় কড়-কড়” শব্দে লাফাইতে লাফাইতে এমন গালাগালি জুড়িয়া দেয় যে, সেখানে আর কোনো পাখীই আসে না। চড়াইদের ডিমের রঙ, কতকটা যেন ধূসয় । ইহারা বড় অসাবধান পাখী, তাই বাসা श्tठ ७िभ भारिष्ठ পড়িয়া প্রায়ই ভাঙ্গিয়া যায়।