(ricoi ছোটো পাখীদের মধ্যে দোয়েলদের দেখিতে যেমন সুন্দর, বোধ করি কোনো পাখী সে রকম নয়। গায়ে কতকগুলা রভীন পালক থাকিলেই পাখীরা সুন্দর হয় না। চাল-চলন উড়িবার ভঙ্গী পাখীদের সুন্দর করে। দোয়েলের সবই সুন্দর। ইহাদের গলার স্বর সুন্দর, গায়ের সাদা ও কালো পালক গুলা সুন্দর এবং চাল-চলনও সুন্দর। পুরুষ-দোয়েল ও স্ত্রী-দোয়েলদের চেহারায় অনেক তফাৎ আছে । ইহা তোমরা লক্ষ্য করিয়াছ কি? পুরুষ-দোয়েলের গায়ের রঙ, চকচকে কালো কিন্তু তলপেটের পালকের রঙ সাদা। আরার লেজের পালকও সাদা। স্ত্রী দােয়েলের গায়ে ঠিক কালো পালক দেখা যায় না। কালোর বদলে কতকটা ধূসর রঙের পালক থাকে। কিন্তু ইহারা নিতান্ত অকৰ্ম্ম । পুরুষ-দোয়েলের মতো ইহাদের গলার স্বর মিষ্ট নয়, তা ছাড়া সে-রকম চটপটেও নয়। বাগানে খোজ করিলেই হয় ত তোমরা দুই-এক জোড়া দোয়েল দেখিতে পাইবে । দোয়েলরা ভারতবর্ষেরই পাখী । হিমালয়ের খুব শীতের জায়গাতেও দোয়েল দেখা যায়।
পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।