পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার পাখী উড়িবার ভঙ্গী, গানের তান দেখিলে শুনিলে মনে হয়, যেন পাখীগুলি আনন্দে ভৱপূর হইয়া আছে। আনন্দ হইলে তোমরা যেমন অনাবশ্যক ঘুরপাক দাও, চীৎকার কর, ইহারাও যেন তাহাই করে। ● দোয়েলরা কাক-শালিকদের মতো গাছের ডালে বাসা বঁধে না। ইহারা গাছের কোটরে, দেওয়ালের ফাটালে, বা নালার মুখে খড়-কুটা বিছাইয়া ডিম পাড়ে। ডিমগুলির রঙ ফিকে সবুজ, কিন্তু তাহারি উপরে আবার খয়েরি রঙের পোচ থাকে। তোমরা শ্যামা পাখীর নাম বোধ করি শুনিয়াছ। কলিকাতার বাজারে শ্যামা পাখী বিক্রয় হয়, লোকে সখ, করিয়া ইহাদের খাচায় রাখিয়া পোষে । ইহাদের গান दछु সুমিষ্ট। শ্যামারা দােয়েল জাতিরই পাখী। কিন্তু ইহারা গ্রামের কাছে বাসা করে না ; বনে-জঙ্গলে আনন্দে 6त्रफु: ९३ গান করে। লোকে সেখান হইতে ইহাদের ধরিয়া আনিয়া थींbग्र cottद्ध।