পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলায় পাখী 8S 馨 বৈশাখ-জৈষ্ঠ্য মাসের শেষ রাত্ৰিতে ফিঙের বাসায় থাকিয়া যে শব্দ করে, তাহা বড় সুন্দর। বোধ করি, কালোয়াত দের মতো উহারা সে-সময়ে গান অভ্যাস করে। তখন রাত্রি দুইটা “বাজিলেই উহাদের ঘুম ভাঙিয়া যায়। তার পরে কাছাকাছি যত ফিঙে থাকে, তাহদের মধ্যে গানের পাল্লা লাগিয়া যায়। একটা পাখী এক গাছ হইতে গান সুরু করে, অন্য গাছের BD BDB BB BDD yD LDDDD DDD YSS L ব্লকমে বাগান যেন ফিঙেদের গানের আসর হইয়া দাঁড়ায়। বিছানায় শুইয়া এই গানের পাল্লা শুনিতে বেশ ভাল লাগে। তোমরা ইহা শুনা নাই কি ? DBDB BO KDDS gBBD y DBDB DBB DDBDS তখন তাহদের খুব শাস্ত বলিয়াই মনে হয়। কিন্তু তাহারা মোটেই শান্ত নয়। এমন দুষ্ট ও ঝগড়াটে পাখী বোধ করি দুনিয়াতে খুজিয়া মেলে না। দুষ্টামিতে ইহারা কখনো কখনো কাকদেরও হারাইয়া দেয় । ফিঙেদের বাসা বােধ করি তোমরা দেখ --ར༽নাই। শুকনা ঘাস ও শুক্‌না ঘাসের শিকড় এই রকম নানা জিনিস দিয়া ফিঙে ইহার পেয়ালার আকারে ছোটাে বাসা বানায়। পাহে বাসার ঘাসগুলি এলেমেলে। ই ইয়া খসিয়া পড়ে, এই জন্য ইহাৱা মাকড়সার জাল ঠোঁটে করিয়া আনিয়া বাসার খড়কুটায় জড়াইয়া রাখে। ফিঙেদের লেজ কত লম্বা, তাহা তোমরা