পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 বাংলার পাখী। 象 খড়কুটা দিয়া বাসগুলি তৈয়ারি করে। এই বাসার উপরেই ইহারা গোলাপির উপরে লালের দাগ দেওয়া কয়েকটা ডিম পাড়ে। অত বড় লেজ লইয়া বাসায় বসিতে */977 হয় না। তাই ডিমে তা দিবার সময়ে বুলবুলুরু লোজ উঁচু করিয়া বাসায় বসে, তখন তাহদের মুখগুলি থাকে বাসার বাহিরে। ডিম হইতে • অতি অল্পই বাচ্চা হয়। নীচু , ঝোপে বাসা থাকে বলিয়া বেজি, সাপ ও গিরিগিটির প্রায়ই ডিমগুলিকে নষ্ট করিয়া ফেলে। গৃহস্থের বাড়ীর কাছে বুলবুলার যে-সব বাসা করে, সেখানকার ডিম বিড়ালে চুরি করিয়া খাইয়াছে, ইহা আমরা দেখিয়াছি। এই রকমে বার বার ডিম নষ্ট হইলে তাহারা কিন্তু একটুও হতাশ হয় না-আবার இஷ்ட নূতন করিয়া ডিম পাড়ে। প্রতি বৎসরে る。 একই বুলবুলে তিন-চারি বার ডিম বুলবুল পাড়িতেছে, ইহা প্রায়ই দেখা যায়। বোধ করি ডিম বেশী নষ্ট হয় বলিয়াই, ইহারা ডিম পাড়ে বেশী। বুলবুলদের পুরুষ স্ত্রী দুইয়ে মিলিয়া ডিমে তা দেয় ও বাচ্চাদের যত্ন করে । পুরুষ বুলবুল ঠোঁটে করিয়া ফড়িং ও পোক-মাকড় ধরিয়া আনিয়া বাচ্চাদের খাওয়াইতেছে, ইহা তোমরা লক্ষ্য করিলেই দেখিতে পাইবে। সিপাহী বুলবুলদের চেহারা বড় সুন্দর। ইহাদের পেটের তলার রঙ, সাদা। মাথার কুটি মিশ মিশে কালো। ডানার