এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
(' বাংলার পাখী। छादे मिखान्द्र दांना रुष्छ्शे (काँक्रिश्नात शॉन গাহিতে শুনিয়া তাহারা আর স্থির থাকিতে পারে না-বাসার বাহিরে DBBBD SuYSiS S D BBDBDD BDD DDS কিন্তু কোকিল চালাক পাখী; কাকের তাড়ায় ভুলে না। “কিক-কিক-কুক্-কুকু” শব্দ করিতে করিতে তাহারা পালাইবার ভাণ করে, এবং কাকের বাসা ছাড়িয়া পিছনে পিছনে ছুটয়া চলে। এই রকমে কাকেরা যখন বাসা ছাড়িয়া কোকিল। তাড়াইবার জন্য খুব দূরে যায়, তখন স্ত্রী-কোকিল পাতার আড়াল হইতে বাহির হইয়া কাকের বাসায় ডিম পাড়ে। কেবল ইহাই নয়,-যদি বাসা কাকের ডিমে ভরা থাকে, তবে স্ত্রী-কোকিলরা দুই-চারিট ডিম মাটিতে ফেলিয়া দিয়া সেই শূন্য জায়গায় নিজেদের ডিম পাড়ে। দেখ কোকিলরা কত দুষ্ট। কাকেরা বোধ হয় মনে ভাবে, তাহারাই পাখীদের মধ্যে বুদ্ধিমান। কিন্তু কোকিলদের কাছে তাহদের প্রায়ই হার মানিতে হয়।