পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন এই ছোটো পুস্তকথানিতে বাংলাদেশের সাধারণ পাখীদের পরিচয় দিয়াছি। আমাদের চােখের সম্মুখে সূৰ্ব্বদাই নানা ঘটনা ঘটে। চােখ খুলিয়া সেগুলিকে দেখা এবং দেখিয়া কারণ অনুসন্ধান করা, একটা বড় শিক্ষা। এই শিক্ষার অভাব আমরা পদে পদে অনুভব করি । এই পুস্তকে পার্থীদের যে সামান্য পরিচয় দিলাম, তাহা পড়িয়া যদি আমাদের বালক-বালিকাদের কৌতুহল জাগিয়া ওঠে, তবেই পুস্তক-রচনার স্বার্থক হইবে। পুস্তকেরু ভাষা যতদূর সম্ভব সরস ও সরল করিবার চেষ্টা করিয়াছি। পুস্তকখানির প্রচ্ছদ-পট এবং ভিতরকার অধিকাংশ চিত্ৰই স্বনামধন্য চিত্রকলাবিদ শ্রদ্ধেয় শ্ৰীযুক্ত নন্দলাল বসু মহাশয়ের অঙ্কিত। রঙিন ছবিখানি বিশ্বভারতীর ছাত্র শ্ৰীমান মণীন্দ্রভূষণ গুপ্ত অঙ্কন করিয়াছেন। শিল্পী মহাশয়দ্বিগের সাহায্য না পাইলে পুস্তক-প্রকাশে বিঘ্ন ঘটিত । তাই এই সুযোগে তঁহাদের ও প্ৰকাশক মহাশয়দিগের সমীপে আন্তৱিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। শান্তিনিকেতন, শ্ৰীজগদানন্দ রায় অশ্বিন, ১৩৩১ ।