পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলকণ্ঠ "নীলকণ্ঠ পাখীরা বসন্ত বউরিদেরই জাত-ভাই। বৰ্দ্ধমান, বঁকুড়া, বীরভূম প্রভৃতি জেলায় এই পাখীদের খুব দেখা যায়। কলিকাতা অঞ্চলে এবং উত্তর ও পূর্ববঙ্গে তোমরা ইহাদের কদাচিৎ দেখিতে পাইবে। যাহা হউক, নীলকণ্ঠ পাখী। দেখিতে অতি সুন্দর। ইহাদের মাথা, গলা, ঘাড় যেন কতকটা খয়েরি রঙের। কিন্তু ডানা ও লেজের পালকে যে নীল রঙ থাকে, তাহা দেখিলে যেন চোখ জুড়াইয়া যায়। যখন ইহার এক গাছ হইতে ধীরে ধীরে উড়িয়া আর এক গাছে বায়, তখন মনে হয় যেন কেহ নানা রঙের কাগজের পাখী বানাইয়া ছাড়িয়া দিয়াছে। পাখীগুলা নিতান্ত ছোট নয়,--আকারে সাধারণ শালিকদের চেয়ে অনেক বড়। যাহা হউক, নীলকণ্ঠ পাখীরা ভয়ানক ঝগড়াটে। কখনো কখনো নিজেদেরি মধ্যে মারামারি করিয়া মরে এবং সঙ্গে সঙ্গে ভয়ানক চীৎকার করে। চেহারা ভালো হইলেও গলার স্বর কিন্তু ভয়ানক বিশ্ৰী। BDBDDBDD BgggBD DDK KDS DBB DDD