- अश्i७ নদীর ধারের • গাছে খালে বিলে ও পুষ্করিণীতে লম্বা ঠোঁটওয়ালা মাছরাঙা পাখী তোমরা নিশ্চয়ই দেখিয়াছ। ইহাদের ঠোঁটু যেমন লম্বা, লেজ তেমনি ছোটো। তোমরা কত রকমের মাছরাঙা দেখিয়াছ জানি না; কিন্তু আমরা তিন রকমের দেখিয়াছি। খাল বা বিলের ধারে বেড়াইতে গিয়া একটু খোঁজ করিলে তোমরা দুই-এক রকমের भाछ्द्राg|6ाशिऊ °छेद । DDDLS EzDBBS BDB S KD O L ইহাদের মাথা পিঠ ডানা লেজ সবই নীল। লেজের রঙ, যত গাঢ়, পিঠের সে রকম নয়। আবার ডানায় নীলের সঙ্গে যেন সবুজের আমেজও আছে। পা দুখানি লাল, কিন্তু লম্বা ঠোঁট জোড়াটা কালো। ইহারা পুকুর বা বিলের ধারের গাছে ভালো মানুষের মতো চুপ করিয়া বসিয়া থাকে। তার পরে জলের কোনো জায়গায় মাছ দেখিতে পাইলে ঠিক সেই জায়গার উপরে ঘন ঘন ডানা নাড়িয়া স্থির হইয়া উড়িতে আরম্ভ করে । তোমরা যদি লক্ষ্য কর, তবে দেখিবে, এই সময়ে মাছরাঙাদের মাথা থাকে। নীচের দিকে
পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।