পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R R 8 ১৭ আমি পবিত্র” । * আর যিনি বিন মুখাপেক্ষায় প্রত্যেক বাত্তির ক্রিয়াকুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়৷ ডাক, তবে সভয়ে আপন আপন প্রবাস১৮ কাল যাপন কর । তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমপিত অলীক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণায় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত ১৯ হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেধশাবক স্বরূপ ২• খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ । তিনি জগৎপত্তনের অগ্ৰে পুৰ্ব্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিণামে তোমাদের নিমত্ত প্রকাশিত হইলেন ; ২১ তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ, যিনি তাহকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন ; এইরূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রাহয়াছে। তোমরা সাতার আজ্ঞাবহতায় আকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া ২৩ অন্তঃকরণে পরস্পর একাগ্র ভাবে প্রেম কর ; কারণ তোমরা ক্ষয়ণীয় বীর্যা হইতে নয় কিন্তু অক্ষয় বীর্যা হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য + দ্বারা ২৪ পুনর্জাত হইয়াছ । কেননা “ মাংসমাত্র তৃণের তুল্য, ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য ; তৃণ শুষ্ক হই য়। গেল, এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে।” : আর এ সেই মুসমাচারের বাক্য, যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে । २ অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কাপট্য ও মাৎসর্য ও সমস্ত পরীবাদ ত৷াগ করিয়৷ ২ নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালস কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য ৩ বৃদ্ধি পাও, যদি তোমরা এমন আস্বাদ পাইয়া থাক ৪ যে, প্রভু মঙ্গলময় $ । তোমরা তাহারই নিকটে,— মনুধাকর্তৃক অগ্রাহ, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও ৫ মহামূল্য | জীবন্ত প্রস্তরের নিকটে—আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাথিয়া তোল যাহতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্ৰীষ্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পার । ৬ কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, “দেখ, আমি সিয়োনে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি ; তাহার উপরে যে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না।” ৭া ৭ অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ঐ মহা و ة هه ، هة هة د و s a ة د د ت قة CRT *

C: + ( বা জীবন্ত ও চিরস্থায়ী ঈশ্বরের স্বাক্য । # যিশা ছয় ৪০ - ৬-৮ । $ গীত ৩৪ ; ৮ । i ( বা ) সমাদরণীয় । اند و یا ffig s آ۹ ১ পিতর । [* ; >१ - ९ ; २० * মূল্যতা + তোমাদেরই জষ্ঠ ; কিন্তু যাহার। বিশ্বাস করে না, তাহীদের জষ্ঠ্য “যে প্রস্তর গাখকের অগ্রাহ করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল ” ৮ আবার তাহ হইয়া উঠিল, “ ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ ” + বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায়, এবং ৯ তাহার জষ্ঠ্যই নিযুক্ত হইয়াছিল। কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ পবিত্র জাতি, [ ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ ; যেন তাহারই গুণকীৰ্ত্তন কর,” যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার ১• আশ্চৰ্য্য জ্যোতির মধ্যে আহবান করিয়াছেন । পূৰ্ব্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ ; দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ।” { নানাবিধ আশ্বাস-বাক্য । ১১ প্রিয়তমেরা, আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে ১২ নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে । আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ ; তাহা হইলে তাহারা যে বিষয়ে দুধৰ্ম্মকারী বলিয়া তোমাদের পরীবাদ করে, স্বচক্ষে তোমাদের সংক্রিয় দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে । শাসনকর্তাদের প্রতি কর্তব্য বাবহার । তোমরা প্রভুর নিমিত্ত মানব-স্বল্প সমস্ত নিয়োগের বশীভূত হও ; রাজার বশীভুত হও, তিনি প্রধান ; ১৪ দেশাধক্ষদের বশীভূত হও, তাহারা দুরাচারদের প্রতিফল দিবার নিমিত্ত ও সদাচারদের প্রশংসার ১৫ নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত । কেননা ঈশ্বরের ইচ্ছ। এই, যেন এইরূপে তোমরা সদাচরণ করিতে করিতে নিৰ্ব্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর কর । ১৬ আপনাদিগকে স্বাধীন জান ; আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের ১৭ দাস জান । সকলকে সমাদর কর, ভ্রাতৃসমাজকে প্রেম কর, ঈশ্বরকে ভয় কর, রাজাকে সমাদর কর । দাসদের এবং স্ত্রী পুরুষদের উপযুক্ত ব্যবহার । হে দাসগণ, তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন স্বামিগণের বশীভূত হও ; কেবল সজ্জন ও শান্ত স্বামীদের নয়, কিন্তু কুটিল স্বামীদেরও বশীভূত ১৯ হও । কেননা কেহ যদি ঈশ্বরের উদেষ্ঠ সংশেদ প্রযুক্ত অদ্যায় ভোগ করিয়া দুঃখ সহ করে, তবে তাহাই ২• সাধুবাদের বিষয় । বস্তুতঃ পাপ কারয় চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য কর, তবে তাহাতে 3vు) >bア - মুখ্যাত কি ? কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে -

  • (বা) সমাদর ৷ + গীত ১১৮ - ২২ - যিশ ৮ x ১৪ । যাত্র। ১৯ ; ৫,৬ । যিশ ৪৩ ; ২১ । ছোশেয় ২ ; ২৩ ৷

224