পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ঃ ১০–৪ , ১৮ ।] কারণ র্তাহার বীর্য্য তাহার অন্তরে থাকে ; এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে জাত । ১• ইহাতে ঈশ্বরের সস্তানগণ এবং দিয়াবলের সস্তানগণ প্রকাশ হইয় পড়ে ; যে কেহ ধৰ্ম্মাচরণ না করে, এবং বে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের ১১ লোক নয়। কেননা তোমরা আদি হইতে যে বাৰ্ত্তা শুনিয়াছ, তাহা এই, আমাদের পরস্পর প্রেম করা ১২ কৰ্ত্তব্য ; কয়িন যেমন সেই পাপাত্মার লোক, এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন ন হই । আর সে কেন তাহাকে বধ করিয়াছিল ? কারণ এই যে, তাহার নিজের কায্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কায্য ধৰ্ম্মানুযায়ী ছিল। ঈশ্বরের সন্তান ভ্রাতুপ্রেম দেধায় । ১৩ ভাতৃগণ, জগৎ বাদ তোমাদিগকে ঘুণ করে, তবে ১৪ আশ্চৰ্য্য জ্ঞান করিও না । আমরা জানি যে, মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভ্রাতৃগণকে প্রেম করি ; যে কেহ প্রেম না করে, স মৃত্যু মধ্যে ১৫ থাকে । যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে, স লরঘাতক ; এবং তোমরা জান, অনন্ত জীবন কোন ১ণ্ড নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না । তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি ; এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত ১৭ আপন আপন প্রাণ দিতে বাধা । কিন্তু বাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণ। রোধ করে তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার ১৮ অন্তরে থাকে বৎসেরা, আইস, আমরা বাক্যে কিম্ব। জিহাতে নয়, কিন্তু কায্যে ও সত্যে প্রেম ১৯ করি। ইহাতে জানিব যে আমরা সত্যের, এবং তাহার ২• সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব, কারণ আমাদের হৃদয় য দ আমাদিগকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষ মহানু, এবং সকলই জানেন । ২১ প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী ন৷ করে, তবে ঈশ্বরের উদ্দেশে আমাদের সাহস লাভ হয় ; ২২ এবং যে কিছু যাদ্ধা করি, তাহ তাহার নিকটে পাই , কেনন। আমরা উপহার আজ্ঞ সকল পালন করি, এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক, তাহ। ২৩ করি। আর র্তাহার আজ্ঞ এই, যেন আমরা তাহার পুত্র যীশু খ্রষ্টের নামে বিশ্বাস করি, এবং পরস্পর প্রেম ২৪ করি, যেমন তিন আমাদিগকে আজ্ঞা দিয়াছেন। আর যে ব ক্তি তাহার আজ্ঞ সকল পালন করে, সে তাহাতে থাকে, ও তিনি তাহাতে থাকেন ; আর ইহা দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগেতে থাকেন, তিনি আমাদিগকে যে আত্ম দিয়াছেন, তাহার দ্বারা । BBB L BB DBB BBGDDD DCCG BBBBBB S 8 প্রিয়তমের, তোমর সকল আত্মাকে বিশ্বাস কড়িও না, বরং আস্থা সকলের পরীক্ষা করিয়া দেখ, তাহার। ঈশ্বর হইতে কি না ; কারণ অনেক ভাক্ত ১ ফোইন । ९ ७ * ই ভাববাদী জগতে বাহির হইয়াছে । ইহাতে তোমরা ঈশ্বরের আঞ্জাকে জানিতে পার : যে কোন আত্ম যীশু খ্ৰীষ্টকে মাংসে আগত বলিয়। স্বীকার করে, সে ঈশ্বর ৩ হইতে। আর যে কোন আত্ম যীশুকে স্বীকার না করে, সে ঈশ্বর হইতে নয় ; আর তাহাই খ্ৰীঃারির আস্থা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহ আসিতেছে, ৪ এবং সম্প্রতি তাহা জগতে আছে । বৎসেঃ1, তোমরা ঈশ্বর হইতে, এবং ডহাদিগকে জয় করিয়াছ ; কারণ ধিনি তোমাদের মধ্যবৰ্ত্তী, তিনি ভগতের মধ্যবৰ্ত্তী ব্যক্তি ৪ অপেক্ষ মহান । উহার জগৎ হইতে, এই কারণ জগতের ও কথা কহে, এবং জগৎ উহাদের কথা শুনে । আমরা ঈশ্বর হইতে ; ঈশ্বরকে যে জানে, সে আমাদের কথা শুনে ; যে ঈশ্বর হইতে নয়, সে আমাদের কথা শুনে ন। । ইহাতেই আমরা সত্যের আত্মাকে ও ভ্রাস্তির আস্থাকে জানিতে পারি। ঈশ্বর প্রেম, প্রেমে থাকা আবশ্যক। ৭ প্রিয়তমের, আইস, আমরা পরস্পর প্রেম করি . কারণ প্ৰেম ঈশ্বরের ; এবং যে কেহ প্রেম করে, সে ৮ ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে । যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্ৰেম । ৯ আমাদিগেতে ঈশ্বরের প্রেম হহাতেই প্রকাশিত হইয়াছে যে, ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহ দ্বারা জীবন লাভ ১• করিতে পারি। ইহাতেই প্রেম আছে ; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহ নয় ; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্ত প্রেরণ ১১ করিলেন । প্রিয়তমের ঈশ্বর যখন আমাদিগকে এমন - প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে ১২ বাধা । ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই ; যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগেতে থাকেন, ১০ এবং তাহার প্রেম আমাদিগেতে সিদ্ধ হয় । ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি, এবং তিনি আমাদগেতে থাকেন, কারণ তিনি আপন আত্মা ১৪ আমাদিগকে দান করিয়াছেন । আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে, পিতা পুত্রকে জগতের ত্রাণকৰ্ত্তা ১৫ করিয়৷ প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে, যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন, এবং সে ১৬ ঈশ্বরে থাকে। আর ঈশ্বরের বে প্রেম আমাদিগেতে আছে, তাহা আমরা জানি, ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম ; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে, এবং ঈশ্বর তাহাতে থাকেন। ১৭ ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার-দিনে আমাদের সাহস লাভ হয় ; কেননা তিনি যেমন আছেন, আমরাও এই জগতে তেমনি আছি । ১৮ প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেনন। ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে, সে 231