পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै ७ 8 সত্য । లి ১৪ ও লেখনী দ্বারা লিখিতে ইচ্ছা হয় না। আশা করি, ৩ যোহন—যিহদার পত্র । সাক্ষ্য দিতেছি ; আর তুমি জান, আমাদের সাক্ষ্য তোমাকে লিখিবার অনেক কথা ছিল, কিন্তু কালী [ ১ ; ১৩–১ ; ২১ ৷ অবিলম্বে তোমাকে দেখিব, তখন আমরা সম্মুখাসম্মুৰি ১৫ হইয়া কথাবাৰ্ত্তা করিব । তোমার প্রতি শাস্তি বর্তৃক । বন্ধুগণ তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। তুমি প্রত্যেকের নাম করিয়া বন্ধুদিগকে মঙ্গলবাদ কর । যিহুদার পত্র। বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিবার জন্য উপদেশ । ১ যিহুদা, যীশু খ্ৰীষ্ট্রের দাস, এবং যাকোবের ভ্রাতা— র্যাহারা পিতা ঈশ্বরে প্রেমপত্র ও যীশু খ্রষ্টের নিমিত্ত ২ রক্ষিত, সেই শহতগণের সমীপে । দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তৃক। ৩ fঃ য়তমের, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্ৰগণের কাছে একবারে সমপিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস ৪ দিয়া লেখা আপশুক । যেহেতুক এমন কএক জন গোপনে ও বিষ্ট হইয়াছে, যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূৰ্ব্বে লিখিত হইয়াছিল ; তাহারা ভক্তিহীন, আমাদের ঈশ্বরের অনুগ্রহ স্বৈরিতায় পরিণত করে, এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভূ যীশু খ্ৰীষ্টকে * অস্বীকার করে । ভাক্ত শিক্ষকদেৱ হইতে সাবধান । ৫ কিন্তু যদিও তোমরা সকলই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসন এই যেন তোমাদিগকে স্মরণ করাইয় দিই যে, প্রভু মিসর দেশ হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসীদিগকে বিনষ্ট ৬ করিয়াছিলেন। আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান তাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীর শুঙ্খলে বদ্ধ ৭ রাথিয়াছেন । সেই প্রকারে সদোম ও ঘমোরা এবং তন্নিকটস্থ নগর সকল ইহাদের স্থায় নিতান্ত বেঙ্গাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপথগামী হইয়া, অনন্ত অগ্নির দণ্ড ভোগ করতঃ দৃষ্টান্তরূপে প্রত্যক্ষ ৮ রহিয়াছে । তথাপি ইহারাও সেইরূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অশুচি করে, প্রভুত্ব অগ্রাহ করে, এবং যাহার গৌরবের পাত্র, তাহদের নিন্দ করে । ৯ কিন্তু প্রধান স্বর্গদূত মাখায়েল যখন মোfশর দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদামুবাদ করিলেন, তখন নিন্দাযুক্ত নিম্পত্তি করিতে সাহস করিলেন না, কিন্তু

  • ( ৰ। ) এৰং একমাত্র অধিপতিকে ও আমাদেৱ প্ৰভু ীিশু গ্রীষ্টৰে ।

১• কহিলেন, প্ৰভু তোমাকে ভৎসন করুন। কিন্তু ইহারা যাহা যাহা না বুঝে, তাহারই নিন্দ করে : এবং বুদ্ধিবিহীন পশুদের স্থায় যাহা বাহা স্বভাবতঃ ১১ জ্ঞাত হয়, সেই সকলেতে নষ্ট হয়। ধিক্ তাহাদিগকে । কারণ তাহার কfয়নের পথে চলিয়া গিয়াছে, এবং বেতনের লোভে বিলিয়মের ভ্রান্তি-পথে গিয়া প ডুয়াছে, ১২ এবং কোরহের প্রতিবাদে বিনষ্ট হইয়াছে । তাহার। তোমাদের সহিত ভোজন পান করিবার সময়ে তোমাদের প্রেম-ভোজে জলাচ্ছন্ন শৈল, তাহারা এমন পালক যে নিৰ্ভয়ে আপনাদিগকেই চরায় : তাহারা বায়ু-চালিত নির্জল মেঘ ; হেমন্তকালের ফলহীন, দুই ১৩ বার মৃত ও উন্মুলিত বৃক্ষ ; নিজ লজ্জারূপ ফেন। উৎক্ষেপকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ : ভ্রমণকারী তারা, যাহাদের নিমিত্ত অনন্তকালের জম্ভ ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে । ১৪ আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনোক, তিনিও এই লোকদের উদেশে এই ভাববাণী বলিয়াছেন, “দেখ, প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত ১৫ আসিলেন, যেন সকলের বিচার করেন ; আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তিবিরুদ্ধ কাষা দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে, এবং ভক্তিহীন পাপিগণ তাহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, ১৬ তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভৎসনা করেন।” ইহারা বচসাকারী, স্বভাগ্যনিন্দক, আপন আপন অভিলাষের অনুগামী ; আর তাহদের মুখ মহাগৰ্ব্বের কথা বলে, এবং তাহারা লাভাথে মনুষ্যদের তোষামোদ করে । সম্পর্ণ ও অনন্ত পরিত্রাপ যীশুক্তে প্রাপ্য। কিন্তু, প্রিয়তমেরা, ইতিপূর্বে আমাদের প্রভূ যীশু খ্রষ্টের প্রেরিতগণ যে সকল কথা বলিয়াছেন, তোমরা সে ১৮ সকল স্মরণ কর । তাহার। ত তোমাদিগকে বলিতেন, শেষকালে উপহাসকের উপস্থিত হইবে তাহার। আপন ১৯ আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে । উহার দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন । ২• কিন্তু, প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্ৰ বিশ্বাসের উপরে আপনাদিগকে গাথিয়া তুলিতে তুলিতে, ২১ পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে, ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর, এবং অনন্ত জীবনের জঙ্গ yo 234