*○レ ও উপরে এক ব্যক্তি বসিয়া আছেন । যিনি বসিয়া আছেন, তিনি দেখিতে হুযাকান্তের ও সাদীয় মণির তুলা ; আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তাহ। ৪ দেখিতে মরকত মণির তুলা। আর সেই সিংহাসনের চারি দকে চব্বিশটা সি হাসন আছে, সেই সকল সিংহাসনে চব্বিশ জন প্রাচীন বসিয়া আছেন, তাহার। শুক্লবস্ত্রপরিহিত এবং তাহাদের মস্তকের উপরে ও সুবর্ণ মুকুট । সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘগর্জন বাহির হইতেছে ; এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে, তাহা ঈশ্বরের ও সপ্ত আত্মা । আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাচময় এক সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে চারি প্রাণী আছেন : ৭ তাহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরি ,ণ। প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুলা, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডলবিশিষ্ট, এবং চতুর্থ ৮ প্রাণী উড়ডীয়মান ঈগল পক্ষীর তুলা । সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়ট পক্ষ, এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ ; আর তাহার দিবারাত্র অবিশ্রামে এই কথা কহিতেছেন, * পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, ও যিনি আছেন, ও যিনি আসিতেছেন।” ৯ আর যিনি সি হাসনে বসিয়া আছেন, যিনি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত, সেই প্রাণিবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীৰ্ত্তন কfরবেন, তখন যিনি ১• সিংহাসনে বসিয়া আছেন, তাহার সম্মুখে ঐ চব্বিশ জন প্রাচীন প্ৰণিপাত করবেন, এবং যিনি যুগপয্যায়ের যুগে যুগে জীবন্ত, তাহার ভজন কfরবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, ‘হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমিই প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য ; কেননা তুমিই সকলের স্বষ্টি করিয়াছ, এবং তোমার ইচ্ছা হতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও স্বই হইয়াছে।’ ঈশ্বরের মেষশাবকের স্বগীয় মহিমা । (C আর, যিনি সিংহাসনে বসিয়া আছেন, আমি তাহার দক্ষিণ হস্তে এক পুস্তক দেখিলাম , তাহ। ২ ভিতরে ও বাহিরে লিখিত ও সপ্ত মুদ্রায় মুদ্রাঙ্কিত। পরে আমি দেখিলাম, এক শক্তিমান দূত মহারবে এই কথা ঘোষণা করিতেছেন, ঐ পুস্তক খুলিবার ও তাহার মুদ্র। ৩ সকল খুলিবার যোগ্য কে ? কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পুথিবীর নীচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার ৪ প্রতি দৃষ্টি করিতে কাহারও সাধ্য হইল না। তখন আমি বিস্তর রোদন করিতে লাগিলাম কারণ সেই পুস্তক খুলিবার ও তাহার প্রতি দৃষ্টি করিবার যোগ্য I » د-ه : د fqfscss ، م-د ; ه f T٦fRw * .N. Y. প্রকাশিত বাক্য । ۱د و ن --نی : 8 ] • কাহাকেও পাওয়া গেল না। তাহাতে সেই প্রাচীনবগের মধ্যে এক জন আমাকে কহিলেন, রোদন করিও না দেখ, যিনি যিহূদাবংশীয় সি হ, দায়ুদের মূলস্বরূপ,* তিনি ঐ পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত ৬ বিজয়ী হইয়াছেন । পরে আমি দেখিলাম, ঐ সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীনবগের মধ্যে এক মেষশাবক দাড়াইয়া আছেন, তাহাকে যেন বধ করা হইয়াছিল ; তাহার সপ্ত শৃঙ্গ ও সপ্ত চক্ষু ; সেই চক্ষু ৭ সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা + পরে তিনি আ সয়, যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাহার ৮ দক্ষিণ হস্ত হইতে সেই পুস্তক গ্রহণ করিলেন। তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ঐ চারি প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্ৰণিপাত করিলেন ; তাহদের প্রতোকের কাছে একটী বীণা ও হগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল ; সেই ধূপ * পবিত্ৰগণের প্রার্থনাস্বরূপ । আর তাহার এক নুতন গীত গান করেন, বলেন, ‘তুমি ঐ পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য ; কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হং তে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ ; এবং আমাদের ঈশ্বরের উদ্দেশে তাহাদিগকে রাজা ও যাজক করিয়াছ ; আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে ? পরে আমি দৃষ্টি করিলাম, এবং সেই সিংহাসনের ও প্রাণিবর্গের ও প্রাচীনবগের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম ঃ তাহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্ৰ । তাহারা উচ্চৈঃস্বরে কহিলেন,
- মেষশাবক, যিনি হত হইয়া ছলেন, তিনিই পরাক্রম ওধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ, এই সকল গ্রহণ করিবার যোগ্য ।” পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নীচে ও সমুদ্রের উপরে যে সকল স্বাক্ট বস্তু, এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম,
- যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপৰ্য্যায়ের যুগে যুগে বর্ভুক।” আর সেই চারি প্রাণী কহিলেন, আমেন। আর সেই প্রাচীনের। প্ৰণিপাত করিয়া ভজনা করিলেন।
একখানি পুস্তকের সপ্ত মুদ্রা খুলিবার দর্শন। ○ পরে আমি দেখিলাম, যখন সেই মেষশাবক সেই সণ্ডের মধ্যে প্রথম মুদ্র খুলিলেন, আর আমি সেই চারি প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘগর্জনের
- অগৰি e৯ - ৯, ১০ । যিপাইয় ১১ ঃ ১ । + ফিশাইয় e৩ ; ৭ । যোছৰ ১ ; ২৯ । সধৰিয় s ; ১• ।
> y > R 33 Y 8 288