* 8 o ১০ তাহদের হস্তে খর্জুর-পত্র ; এবং তাহারা উচ্চ রবে চীৎকার করিয়া কহিতেছে,
- পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে
বসিয়া আছেন, এবং মেষশাবকের দান।” ১১ আর, সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীনবর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাড়াইয়া ছিলেন ; তাহার সিংহাসনের সম্মুখে অধোমুখে প্ৰণিপাত করিয়া ঈশ্বরের ১২ ভজনা করিয়া কহিলেন, "আমেন : ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগপৰ্য্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্ভুক। আমেন । পরে প্রাচীনবর্গের মধ্যে এক জন আমাকে কহিলেন, শুক্লবস্ত্রপরিহিত এই লোকেরা কে, ও ১৪ কোথা হইতে আসিল । আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহ আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহার সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন ১৫ আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবৰ্ণ করিয়াছে। এই জন্য ইহার ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে ; এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধন। করে, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ১৬ ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন । “ ইহার আর কখনও ক্ষুধিত হইবে না, আর কখনও তৃষ্ণাৰ্ত্তও হইবে না, এবং ইহাদিগেতে রৌদ্র বা কোন উত্তাপ ১৭ লাগিবে না ; কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।” * 3 তুরীবাদক সপ্ত দূতের দর্শন । Ե- আর তিনি যখন সপ্তম মুদ্র খুলিলেন, তখন স্বর্গে অদ্ধ ঘটিকা পয্যন্ত নিঃশব্দত হইল। ২ পরে আমি সেই সপ্ত দূতকে দেখিলাম, যাহারা ঈশ্বরের সম্মুখে দাড়াইয়া থাকেন; তাহাদিগকে সপ্ত তুরী দত্ত হইল । ৩ পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাড়াইলেন, তাহার হস্তে স্বর্ণধূপধানী ছিল ; এবং তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহ সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদির উপরে সকল পবিত্র লোকের ৪ প্রার্থনায় যোগ করেন। তাহাতে পবিত্ৰগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে e উঠিল। পরে ঐ দূত ধূপধানী লইয়া বেদির অগ্নিতে পুর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন ; তাহাতে মেঘ-গর্জন, রব, বিদ্যুৎ ও ভূমিকম্প হইল। ও পরে সপ্ত তুরীধারী সেই সপ্ত দূত তুরী বাজাইতে প্রস্তুত হইলেন ।
- যিশ ২৫ ৮ ৷৷ ৪৯ ঃ ১৬ । যিছি ৩৪ ; ২৩ ৷
প্রকাশিত বাক্য । [* ; > 0–2 : * I ৭ প্রথম দূত তুরী বাজাইলেন, আর রক্তমিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, তাহাতে পৃথিবীর তৃতীয় অংশ পুড়িয়া গেল, ও বৃক্ষসমুহের তৃতীয় অংশ পুড়িয়া গেল, এবং সমুদয় হরিদ্বর্ণ তৃণ পুড়িয়া গেল । ৮ পরে দ্বিতীয় দূত তুরী বাজাইলেন, আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্র মধ্যে নিক্ষিপ্ত ৯ হইল ; তাহাতে সমুদ্রের তৃতীয় অংশ রক্ত হইয়৷ গেল, ও সমুদ্র-মধ্যস্থ তৃতীয় অংশ জীবনবিশিষ্ট স্বঃ জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের তৃতীয় অংশ নষ্ট হইল । ১• পরে তৃতীয় দূত তুরী বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়৷ গেল, নদ নদীর তৃতীয় অংশের ও জলের উনুই সকলের ১১ উপরে পড়িল। সেই তারার নাম নাগদানা, তাহাতে তৃতীয় অংশ জল নাগদান হইয়। উঠিল, এবং জল তিক্ত হওয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল। ১২ পরে চতুর্থ দূত তুরী বাজাইলেন, আর হুর্যের তৃতীয় অংশ ও চন্দ্রের তৃতীয় অংশ ও তারাগণের তৃতীয় অংশ আহত হইল, যেন প্রত্যেকের তৃতীয় অংশ অন্ধকারময় হয়, এব' দিবসের তৃতীয় ভাগ আলোকরহিত হয়, আর রাত্রিও তদ্রুপ হয়। পরে আমি দৃষ্টি করিলাম, আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে, এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম, সে উচ্চ রবে বলিল, অবশিষ্ট যে তিন দূত তুরী বাজাইবেন, তাহাদের তুরীধ্বনি হেতু পৃথিবীনিবাসীদের সন্তাপ, সন্তাপ, সন্তাপ হইবে । S পরে পঞ্চম দূত তুরী বাজাইলেন, আর আমি স্বৰ্গ হইতে পৃথিবীতে পতিত একটা তারা দেখিলাম : তাহাকে অগাধলোকের কুপের চাবি দত্ত ২ হইল। তাহাতে সে অগাধলোকের কুপ খুলিল, আর ঐ কুপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধুম উঠিল ; কুপ হইতে উত্থিত সেই ধূমে স্বৰ্য্য ও আকাশ অন্ধকারাবৃত ৩ হইল। পরে ঐ ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়। পৃথিবীতে আসিল, আর তাহাদিগকে পৃথিবীন্থ ৪ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় ক্ষমতা দত্ত হইল। আর তাহাদিগকে বলা হইল, পৃথিবীস্থ তৃণের কি হরিদ্বর্ণ শাকের কি কোন বৃক্ষের হানি করিও না, কেবল সেই মনুষ্যদেরই হানি কর, যাহাদের ললাটে ঈশ্বরের ৫ মুদ্রাঙ্ক নাই। উহাদিগকে বধ করিবার অনুমতি নয়, কেবল পাচ মাস পর্যান্ত যাতনা দিবার অনুমতি তাহাদিগকে দত্ত হইল ; তাহাদের আঘাতে বৃশ্চিকাহত ৬ মনুষ্যের যাতনাতুল্য যাতন হয়। তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে, কিন্তু কোন মতে তাহার উদ্দেশ পাইবে না , তাহারা মরিবার আকাঙ্ক্ষা করিবে, কিন্তু ৭ মৃত্যু তাহাদের হইতে পলায়ন করিবে। ঐ পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সজ্জীভূত অশ্বগণের ন্যায়, ও তাহাদের মস্তকে যেন স্ববর্ণের তুল্য মুকুট ছিল, এবং তাহাদের రి 240