> ; アー> > ; 8 l ] ৮ মুখ মনুষ্য-মুখের ন্যায় ; আর তাহদের কেশ স্ত্রীলোকের কেশের ন্যায়, ও তাহদের দন্ত সিংহ-দন্তের ন্যায়। * আর তাহদের বুকপাট৷ লৌহ-বুকপাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের, যুদ্ধে ধাবমান বহু অশ্বের ১• শৰভুল্য। আর বৃশ্চিকের ন্যায় তাহদের লাঙ্গুল ও হুল আছে ; এবং পাচ মাস মনুষ্যদের হানি করিতে ১১ তাহদের ক্ষমতা ঐ লাস্কুলে রহিয়াছে। ঐ পঙ্গপালের রাজা অগাধলোকের দূত, তাহার নাম ইত্ৰীয় ভাষায় আবদোন, ও গ্রীক ভাষায় তাহার নাম আপলুয়োন [ বিনাশক । প্রথম সন্তাপ গত হইল ; দেখ, ইহার পরে আরও দুই সন্তাপ আসিতেছে । পরে ষষ্ঠ দূত তুরী বাজাইলেন, আর আমি ঈশ্বরের সম্মুখস্থ স্বর্ণবেদির চারি শৃঙ্গ হইতে এক বাণী শুনিতে ১৪ পাইলাম ; উহ। সেই যন্ত তুরীধারী দূতকে কহিল, ইউফ্রেটস মহানদীর সমীপে ষে চারি দূত বদ্ধ ১৫ আছে, তাহাদিগকে মুক্ত কর। তখন মনুষ্যজাতির তৃতীয় অংশকে বধ করিবার জন্য যে চারি দুতকে সেই দণ্ড ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা ১৬ হইয়াছিল, তাহারা মুক্ত হইল। ঐ অশ্বারোহী সৈন্যের সংখ্যা দুই সহস্ৰ লক্ষ ; আমি তাহদের সেই সংখ্যা ১৭ শুনিলাম। আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যক্তিদিগকে এইরূপ দেখিতে পাইলাম, তাহাদের বুকপাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক সিংহ-মস্তকের ন্যায়, ও তাহদের মুখ ১৮ হইতে অগ্নি, ধুম ও গন্ধক বাহির হইতেছে। ঐ তিন আঘাত দ্বারা, তাহদের মুখ হইতে নির্গত অগ্নি, ধূম ও ১৯ গন্ধক দ্বারা, তৃতীয় অংশ মনুষ্য হত হইল। কেননা সেই অশ্বদের শক্তি তাহদের মুখে ও তাহাদের লাঙ্গুলে ; কারণ তাহাদের লাঙ্গুল সর্গের তুল্য এবং ২০ মস্তকবিশিষ্ট : তদ্বারাই তাহার। হানি করে। এই সকল আঘাতে যাহারা হত হইল না, সেই অবশিষ্ট মনুষ্যেরা আপন আপন হস্তকৃত কৰ্ম্ম হইতে মন ফিরাইল না, অর্থাৎ ভূতগণের ভজন হইতে, এবং “যে প্রতিমাগণ দেখিতে ব৷ শুনিতে বা চলিতে পারে না, সেই সকল স্বর্ণ রৌপ্য, পিত্তল, প্রস্তর ও কান্তময় ২১ প্রতিমাগণের ” ভজন। হইতে নিবৃত্ত হইল না । * আর তাহার। আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্য্য হইতেও মন ফিরাইল না। এক জন দূতের ও ঈশ্বরের দুই সাক্ষীর দর্শন । So পরে আমি আর এক শক্তিমান দূতকে স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিলাম । তাহার পরিচ্ছদ মেঘ, তাহার মস্তকের উপরে মেঘধনুক,
- জানিয়েল ৫ : ২৩ ৷ в. г. в. s. l
Y R vరి 16 প্রকাশিত বাক্য।
- 、8°
২ তাহার মুখ স্বৰ্য্যতুল্য, তাহার চরণ , এবং র্তাহার হন্তে খোলা একখানি ক্ষুদ্র পুস্তক ছিল। তিনি ৩ সমুদ্রে দক্ষিণ চরণ ও স্থলে বাম চরণ রাখিলেন ; এবং সিংহগর্জনের ন্যায় হুঙ্কারশব্দে চীৎকার করিলেন = আর তিনি চীৎকার করিলে সপ্ত মেঘধ্বনি আপন ৪ আপন রব শুনাইল । সেই সপ্ত মেঘধ্বনি কথা কহিলে আমি লিখিতে উদ্যত হইলাম ; আর স্বৰ্গ হইতে এই বাণী শুনিলাম, ঐ সপ্ত মেঘধ্বনি যাহা কহিল, তাহ ৫ মুদ্রাঙ্কিত কর, লিখিও না। পরে সেই দূত, র্যাহাকে আমি সমুদ্রের উপরে ও স্থলের উপরে দাড়াইতে দেখিয়াছিলাম, তিনি স্বর্গের প্রতি “ আপন দক্ষিণ হস্ত ৬ উঠাইলেন, আর যিনি যুগপৰ্য্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি স্বর্গ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের স্বষ্টি করিয়াছিলেন, তাহার নামে এই শপথ করিলেন”*, আর ৭ বিলম্ব হইবে না ; কিন্তু সপ্তম দূতের ধ্বনির দিনসমূহে, যখন তিনি তুরী বাজাইতে উদ্যত হইবেন, তখন ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব সমাপ্ত হইবে, যেমন তিনি আপন দাস ভাববাদিগণকে এই মঙ্গলবাৰ্ত্ত জানাইয়াছিলেন। ৮ পরে, স্বৰ্গ হইতে যে বাণী শুনিয়াছিলাম, তাহা আমার সহিত আবার আলাপ করিয়া কহিল, যাও, সমুদ্রের ও স্থলের উপরে দণ্ডায়মান ঐ দূতের হস্ত হইতে ৯ সেই খোলা পুস্তকখানি লও। তখন আমি সেই দূতের নিকটে গিয় তাহাকে কহিলাম, ঐ ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন । তিনি আমাকে কহিলেন, লও, থাইয়। ফেল ; ইহা তোমার উদরকে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু ১০ তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে । * তখন আমি দূতের হস্ত হইতে সেই ক্ষুদ্র পুস্তক গ্রহণ করিয়া খাইয়া ফেলিলাম ; তাহ মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল, কিন্তু খাইয়া ফেলিলে পর আমার উদর তিক্ত বোধ হইল। ১১ পরে তাহারা আমাকে কহিলেন, অনেক প্রজাবৃন্দের ও জাতির ও ভাষার ও রাজার বিষয়ে তোমাকে আবার ভাববাণী বলিতে হইবে। SS পরে যষ্টির নায় এক নল আমাকে দত্ত হইল : এক জন কহিলেন, উঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদি ও যাহার। তাহার মধ্যে ভজনা করে, তাহাদিগকে ২ পরিমাণ কর। কিন্তু মন্দিরের বহিঃস্থিত প্রাঙ্গণ বাদ দেও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে ; বিয়াল্লিশ মাস পর্য্যন্ত তাহারা পবিত্র ৩ নগরকে পদতলে দলন করিবে । আর আমি আপনার দুই সাক্ষীকে কাৰ্য্য দিব, র্তাহারা চটপরিহিত হইয়া এক সহস্র দুই শত ঘাটি দিন পয্যন্ত ভাববাণী বলিবেন। ৪ তাহারা সেই দুই জিতত্ত্বক্ষ ও দুই দীপৰ্ব্বক্ষস্বরূপ, যাহার। পৃথিবীর প্রভুর সম্মুখে দাড়াইয়া আছেন। S
- নfহমিয় ৯ ; ৬ । দানিয়েল ১২ ; + ( বা ) কান্স আর থাকিবে না ।
- .
او - دپ و 1 ه د-وا و tfrfrr = s ه د-د د ,دى ,ه ; 8 S s{Rf Tw 241