পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *、; >oー>○; >b I ] ১• দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম,

  • এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের, এবং কর্তৃত্ব তাহার খ্রষ্টের অধিকার হইল ; কেননা যে আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত, এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারী তাহাকে জয় করিয়াছে ; আর তাহারা মৃত্যু পৰ্য্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই । অতএব, হে স্বৰ্গ ও তন্নিবাসিগণ, আনন্দ কর ; পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে ; কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে ; সে আতিশয় রাগাপন্ন, সে জানে যে তাহার কাল সংক্ষিপ্ত । পরে যখন ঐ নাগ দেখিল, সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইয়াছে, তখন, যে স্ত্রী পুত্রসন্তানটা প্রসব করিয়াছিল,সে ১৪ সেই গ্রীলোকটার প্রতি তাড়না করিতে লাগিল । তখন সেই স্ত্রীলোকটাকে বৃহৎ ঈগল পক্ষীর দুই পক্ষ দত্ত হইল, যেন সে প্রান্তরে নিজ স্থানে উড়িয়া যায়, যেখানে ঐ নাগের দৃষ্টি হইতে দূরে “এক কাল ও দুই কাল ও ১৫ অৰ্দ্ধ কাল' * পর্যন্ত সে প্রতিপালিত হয়। পরে সেই সৰ্প আপন মুখ হইতে স্ত্রীলোকটর পশ্চাৎ নদীবৎ জলধারা উদগীরণ করিল, যেন তাহাকে জলস্রোতে ১৬ ভাসাইয়া দিতে পারে। আর পৃথিবী সেই স্ত্রীকে সাহায্য করিল, পুথিবী আপন মুখ খুলিয়া নাগের মুখ ১৭ হইতে উদগীর্ণ নদী কবলিত করিল। আর সেই স্ত্রীর প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ। ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল ।

আর সে সমুদ্রের বালুকার উপরে দাড়াইল ।

  • >

3 R > 3 ) ア দুই অদ্ভুত পশুর দর্শন । SO আর আমি দেখিলাম, “ সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠতেছে ; তাহার দশ শৃঙ্গ” ও সপ্ত মস্তক ; এবং তাহার শৃঙ্গগুলিতে দশ কিরীট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর-নিন্দার কতিপয় নাম । * ২ সেই যে পশুকে আমি দেখিলাম, সে “ চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায়, এবং মুখ সিংহমুখের নায় ” ; আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান ৩ করিল। পরে দেখিলাম, তাহার ঐ সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের

  • मृोबिरग्रव्न १ २ २e ॥ ४२ ; १ ॥ + দানিয়েল ৭ ; ৩-৮, ২১ ।

প্রকাশিত বাক্য ।

  • 8अ

প্রতীকার করা হইল ; আর সমুদয় পৃথিবী চমৎকার ৪ জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। আর তাহার নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল ; আর তাহার। সেই পশুর ভজন করিল, কহিল, এই পশুর তুল্য কে ? এবং ইহার সহিত ৫ কে যুদ্ধ করিতে পারে ? অার এমন এক মুখ তাঁহাকে দত্ত হইল, যাহা দৰ্প ও ঈশ্বর-নিন্দ করে, এবং তাহাকে বিয়াল্লিশ মাস পর্য্যন্ত কাৰ্য্য করিবার ক্ষমতা দেওয়া ৬ গেল। তাহাতে সে ঈশ্বরের নিন্দ করিতে মুখ খুলিল, তাহার নামের ও তাহার তাম্বুর, এবং স্বৰ্গবাসী সকলের ৭ নিন্দ করিতে লাগিল। আর পবিত্ৰগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল ; এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ৮ ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল। তাহাতে পৃথিবী-নিবাসীদের সমস্ত লোক তাহার ভজনা করিবে, যাহাঁদের নাম জগৎপত্তনের সময়াবধি হত মেষশাবকের ৯ জীবন-পুস্তকে লিখিত নাই । যদি কাহারও কাণ থাকে, ১০ সে শুনুক । যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে, সে বন্দিত্বে যাইবে ; যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে, তাহাকে খড়গ দ্বারা হত হইতে হইবে। এস্থলে পবিত্রগণের ধৈয্য ও বিশ্বাস দেখা যায় । পরে আমি আর এক পশুকে দেখিলাম, সে স্থল হইতে উঠিল, এবং মেষশাবকের ন্যায় তাহার দুই ১২ শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিত । সে ঐ প্রথম পশুর সমস্ত কর্তৃত্ব তাহার সাক্ষাতে পরিচালন করে ; এবং যে প্রথম পশুর মৃত্যুজনক আঘাতের প্রতীকার করা হইয়াছিল, পৃথিবীকে ও তন্নিবাসী১৩ দিগকে তাহার ভজন করায় । আর সে মহৎ মহৎ চিহ্ন-কাৰ্য্য করে ; এমন কি, মনুষ্যদের সাক্ষাতে ১৪ স্বৰ্গ হইতে পৃথিবীতে অগ্নি নামায়। এইরূপে সেই পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন-কাৰ্য্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে, তদ্বারা সে পৃথিবী-নিবাসীদের ভ্রান্তি জন্মায় ; সে পৃথিবী-নিবাসী দিগকে বলে, “যে পশু খড়গ দ্বারা আহত হইয়াও বাচিয়াছিল, ১৫ তাহার এক প্রতিমা নিৰ্ম্মাণ কর " আর তাহাকে এই ক্ষমতা দত্ত হইল যে, সে ঐ পশুর প্রতিমার মধ্যে নিশ্বাস প্রদান করে, যেন ঐ পশুর প্রতিম! কথা কহিতে পারে, ও এমন করিতে পারে যে, যত লোক সেই পশুর প্রতিমার ভজন না করিবে, ১৬ তাহাদিগকে বধ করা হয়। আর সে ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, সকলকেই দক্ষিণ ১৭ হস্তে কিম্বা ললাটে ছবি ধারণ করায় ; আর ঐ পশুর ছাব অর্থাৎ নাম কিম্বা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে, তাহার ক্রয় বিক্রয় করিবার ১৮ অধিকার বদ্ধ করে । এস্থলে জ্ঞান দেখা যায়। যে বুদ্ধিমান, সে ঐ পশুর সংখ্যা গণনা করুক ; কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা ছয় শত ছেষটি । > y 243