পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. o ও লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। কেননা ইস্রায়েলসন্তানগণ আপনাদের যে যে যজ্ঞীয় পশু মাঠে লইয়। গিয়া বলিদান করে, সে সমস্ত সদাপ্রভুর উদ্দেশে সমাগমতাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিয়া সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলি বলিয়া বলিদান করিতে হইবে। আর যাজক সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর বেদির উপরে তাহদের রক্ত প্রক্ষেপ করিবে, এবং মেদ সদাপ্রভুর উদেশে সৌরভার্থে দগ্ধ করবে। তাহাতে তাহার যে ছাগদের অনুগমনে ব্যভিচার করিয়া আসিতেছে, তাহাদের উদ্দেশে আর বলিদান করিবে না। ইহা তাহাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি হইবে । আর তুমি তাহাদিগকে বল, ইস্রায়েল-কুলজাত কোন ব্যক্তি কিম্ব। তাহদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি হোম কিম্ব বলিদান করে, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবার জন্ত তাহ সমাগম-তাম্বুর দ্বারসমীপে না আনে, তবে সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। আর ইস্রায়েল-কুলজীত কোন ব্যক্তি, কিম্বা তাঁহাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি কোন প্রকার রক্ত ভোজন করে, তবে আমি সেই রক্তভোক্তার প্রতি বিমুখ হইব, ও তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব । কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্ত প্রায়শ্চিত্ত করণার্থ আমি তাহ বেদির উপরে তোমাদিগকে দিয়াছি : কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত-সাধক ৷ এই জন্ত আমি ইস্রায়েল-সন্তানগণকে কহিলাম, তোমাদের মধ্যে কেহ রক্ত ভোজন করিবে না, ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশীও রক্ত ভোজন করিবে না । তার ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কোন ব্যক্তি কিম্বা তাহাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি মৃগয়াতে কোন খাদ্য পশু কিম্বা পক্ষী বধ করে, তবে সে তাহার রক্ত ঢালিয়া দিয়া ধূলাতে আচ্ছাদন করবে। ১৪ কেননা প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাহাই তাহার প্রাণস্বরূপ , এই জন্য আমি ইস্রায়েল-সন্তানগণকে কহিলাম, তোমরা কোন প্রাণীর রক্ত ভোজন করিবে না, কেননা প্রত্যেক প্রাণীর রক্তই তাহার প্রাণ ; যে ১৫ কেহ তাহ ভোজন করিবে, সে উচ্ছিন্ন হইবে। আর স্বদেশী কি বিদেশীর মধ্যে যে কেহ স্বয়ংমৃত কিম্বা বিদীর্ণ পশু ভোজন করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে; ১৬ পরে শুচি হইবে । কিন্তু যদি বস্ত্র ধৌত না করে ও স্নান না করে, তবে সে আপন অপরাধ বহন করিবে । অশুচি সহবাস সম্বন্ধে নিষেধ বিধি। Sb 。リ মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে এই কথা ৩ বল, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তোমরা যেখানে D o Y S. >ペ 3 2 বাস করিয়াছ, সেই মিসর দেশের আচারানুযায়ী আচরণ । লেবীয় পুস্তক। [ ১ ৭ ; ৫ – ১৮ ; ২৩ } করিও না ; এবং যে কনান দেশে আমি তোমাদিগকে লইয়। যাইতেছি, তথাকারও আচারানুযায়ী আচরণ করিও না, ও তাহাদের বিধি অনুসারে চলিও না । ৪ তোমরা আমারই শাসন সকল মান্ত করিও, আমারই বিধি সকল পালন করিও, এবং সেই পথে চলিও - ও আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। অতএব তোমরা আমার বিধি সকল ও আমার শাসন সকল পালন করিবে ; যে কেহ এই সকল পালন করে, সে এই সকলের দ্বারা বাচিবে ; আমি সদাপ্রভু। তোমরা কেহ আত্মীয় কোন ব্যক্তির আবরণীয় অনাবৃত করিবার জন্ত তাহার নিকটে যাইও না . ৭ আমি সদাপ্রভু। তুমি আপন পিতার আবরণীয় অর্থাৎ আপন মাতার আবরণীয় অনাবৃত করিও না : সে তোমার মাতা ; তাহার আবরণীয় অনাবৃত করিও ৮ না । তোমার পিতৃভাষার আবরণীয় অনাবৃত করিও ৯ না, তাহ তোমার পিতার আবরণীয়। তোমার ভগিনী, তোমার পিতৃকন্ত। কিম্ব তোমার মাতৃকস্তা, গৃহজাত হউক কিম্ব। অন্যত্র জাত হউক, তাহদের আবরণীয় ১০ অনাবৃত করিও না । তোমার পৌত্রীর কিম্ব দৌহিত্রীর আবরণীয় অনাবৃত করিও না ; কেননা তাহা তোমারই ১১ আবরণীয়। তোমার বিমাতৃকস্তার আবরণীয়, যে তোমার পিতা হইতে জন্মিয়াছে, যে তোমার ভগিনী, ১২ তাহার আবরণীয় অনাবৃত করিও না । তোমার পিতৃস্বসার আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পিতার ১৩ আত্মীয়া। তোমার মাতৃঘসার আবরণীয় অনাবৃত করিও ১৪ না, সে তোমার মাতার আত্মীয়া । তোমার পিতৃব্যের আবরণীয় অনাবৃত করিও না, তাহার পত্নীর নিকট ১৫ গমন করিও না, সে তোমার পিতৃব্য । তোমার পুত্রবধুর আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পুত্রের ১৬ ভাৰ্য্য, তাহার আবরণীয় অনাবৃত করিও না । তোমার ভ্রাতৃপত্নীর আবরণীয় অনাবৃত করিও না ; তাহ ১৭ তোমার ভ্রাতার আবরণীয়। কোন স্ত্রীর ও তাহার কস্তার আবরণীয় অনাবৃত করিও না, এবং আবরণীয় অনাবৃত করিবার জন্ত তাহার পৌত্রীকে বা দৌহিত্রীকে লইও না ; তাহার পরস্পর আত্মীয়া ; এ কুকৰ্ম্ম । ১৮ আর স্ত্রীর সপত্নী হুইবার জন্য তাহার জীবৎকালে আবরণীয় অনাবৃত করণার্থে তাহার ভগিনীকে বিবাহ ১৯ করিও না। এবং কোন স্ত্রীর অশৌচকালে তাহার আবরণীয় অনাবৃত করিতে তাহার নিকটে যাইও না । ২• আর তুমি আপন সজাতীয়ের স্ত্রীতে গমন করিয়৷ ২১ আপনাকে অশুচি করিও না। আর তোমার বংশজাত কাহাকেও মোলক দেবের উদ্দেশে অগ্নির মধ্য দিয়া গমন করাইও না, এবং তোমার ঈশ্বরের নাম অপবিত্র ২২ করিও না ; আমি সদাপ্রভু। স্ত্রীর স্তায় পুরুষের সহিত ২৩ সংসর্গ করিও না, তাহ ঘূণাই কৰ্ম্ম । আর তুমি কোন পশুর সহিত শয়ন করিয়া আপনাকে অশুচি করিও না; এবং কোন স্ত্রী কোন পশুর সহিত শয়ন করিতে তাহার সম্মুখে দাড়াইবে না ; এ বিপরীত কৰ্ম্ম । ૭ 100