> o. 3, তাহাতে তোমাদের নিমিত্তে প্রচুর ফল উৎপন্ন হইবে ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তোমরা রক্তের সহিত কোন বস্তু ভোজন করিও না : মোহকের কিম্বা গণকের বিদ্যা ব্যবহার করিও ২৭ না । তোমরা আপন আপন মন্তক প্রান্তের কেশ মণ্ডলাকার করিও না, ও আপন আপন দাড়ির কোণ মুণ্ডন ২৮ করিও না । মৃত লোকের জন্য আপন আপন অঙ্গে অস্ত্রাঘাত করিও না, ও শরীরে গোদানী দিও না ; ২৯ আমি সদাপ্রভু। তুমি আপন কস্তাকে বেগু হইতে দিয়া অপবিত্র করিও না, পাছে দেশ ব্যভিচারী হইয়৷ পড়ে, ও দেশ কুকাৰ্য্যে পুর্ণ হয়। তোমরা আমার বিশ্রামদিন সকল পালন করিও, এবং আমার ধৰ্ম্মধামের সমাদর করিও ; আমি সদাপ্রভু। তোমরা ভূতড়িয়াদের ও গুণীদের অভিমুখ হইও না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনাদিগকে অশুচি করিবে ; আমি সদাপ্রভু তোমাদের ৩২ ঈশ্বর। তুমি পক্ককেশ প্রাচীনের সম্মুখে উঠিয় দাড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে, ও আপন ঈশ্বরের ৩৩ প্রতি ভয় রাখিবে ; আমি সদাপ্রভু। আর কোন বিদেশী লোক যদি তোমাদের দেশে তোমাদের সহিত বাস করে, তোমরা তাহার প্রতি উপদ্রব করিও না । ৩৪ তোমাদের নিকটে তোমাদের স্বদেশীয় লোক যেমন, তোমাদের সহপ্রবাসী বিদেশী লোকও তেমনি হইবে: তুমি তাহাকে আপনার মত প্রেম করিও ; কেননা মিসর দেশে তোমরাও বিদেশী ছিলে ; আমি সদাপ্ৰভু তোমাদের ঈশ্বর । ৩e তোমরা বিচার কিম্বা পরিমাণ কিম্বা বাটখারা কিম্বা ৩৬ কাঠার বিষয়ে অষ্ঠায় করিও না। তোমরা দ্যায্য দাড়ি, স্থায্য বাটখারা, হায্য ঐফ ও হায্য হিন রাখিবে : আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি মিসর দেশ হইতে ৩৭ তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন। আর তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত শাসন মান্ত করিও, পালন করিও ; আমি সদাপ্রভু। ミ? আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে আরও বল, ইস্রায়েল-সন্তানগণের কোন ব্যক্তি কিম্বা ইস্রায়েলের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তবে তাহার প্রাণদণ্ড অবগু হইবে, দেশের লোকেরা তাহাকে প্রস্তরাঘাতে বধ ৩ করবে। আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হইয়। তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব : কেনন। মোলক দেবের উদেশে আপন বংশজাতকে দেওয়াতে সে আমার ধৰ্ম্মধাম অশুচি করে, ও আমার ৪ পবিত্র নাম অপবিত্র করে। আর যে সময়ে সেই ব্যক্তি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকের চক্ষু ও মুদ্রিত করে, তাহাকে বধ না করে, তবে আমি সেই ব্যক্তির প্রতি ও তাহার গোষ্ঠীর প্রতি বিমুখ হইয় ২৬ లిe ○> লেবীয় পুস্তক। [ > → ; २७ - २ ० ; >:० ।। তাহাকে ও মোলক দেবের সহিত ব্যভিচার করণার্থে তাহার অনুগামী ব্যভিচারী সকলকে তাহীদের লোক৬ দের মধ্য হইতে উচছন্ন করিব । তার যে কোন প্রাণী ভূতড়িয়া কিম্বা গুণীদের অনুগমনে ব্যভিচার করিবার জন্ত তাহদের অভিমুখ হয়, আমি সেই প্রাণীর প্রতি বিমুখ হইয়। তাহার লোকদের মধ্য হইতে তাহাকে ৭ উচ্ছিন্ন করিব । তোমরা আপনাদিগকে পবিত্র কর, পবিত্র হও ; কেনন। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। ৮ আর তোমরা আমার বিধি মান্ত করিও, পালন করিও ; ৯ আমি সদাপ্রভু তোমাদের পবিত্রকারী। যে কেহ আপন পিতাকে কিম্ব মাতাকে শাপ দেয়, তাহার প্রাণদণ্ড অবষ্ঠ হইবে ; পিতামাতাকে শাপ দেওয়াতে তাহার ১• রক্ত তাহারই উপরে বৰ্ত্তি-ব । আর যে ব্যক্তি পরের ভাৰ্য্যর সহিত ব্যভিচার করে, যে ব্যক্তি প্রতিবাসীর ভাৰ্য্যার সহিত ব্যভিচার করে, সেই ব্যভিচারী ও সেই ১১ ব্যভিচারিণী, উভয়ের প্রাণদণ্ড অবগু হইবে। আর যে ব্যক্তি আপন পিতৃভাৰ্য্যার সহিত শয়ন করে, সে আপন পিতার আবরণীয় অনাবৃত করে; তাহাদের দুই জনেরই প্রাণদণ্ড অবগু হইবে, তাহদের রক্ত তাহাদের উপরে ১২ বৰ্ত্তিব। এবং যদি কেহ নিজ পুত্রবধুর সহিত শয়ন করে, তবে তাহদের দুই জনের প্রাণদণ্ড অবস্থা হইবে ; তাহার বিপরীত কৰ্ম্ম করিয়াছে ; তাহীদের ১৩ রক্ত তাহাদের উপরে বৰ্ত্তিবে। আর যেমন স্ত্রীর সহিত, তেমনি পুরুষ যদি পুরুষের সহিত শয়ন করে, তবে তাহার দুই জনে ঘৃণাৰ্হ ক্রিয়া করে ; তাহীদের প্রাণদণ্ড অবগু হইবে ; তাহাদের রক্ত তাঁহাদের উপরে ১৪ বৰ্ত্তিবে । আর যদি কেহ কোন স্ত্রীকে ও তাহার মাতাকে রাখে, তবে তাহা কুকৰ্ম্ম : তাহাদিগকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে, তাহাকে ও তাহদের উভয়কে দিতে হুইবে ; যেন তোমাদের মধ্যে কুকাৰ্য ন হয় । ১৫ আর যে কেহ কোন পশুর সহিত শয়ন করে, তাহার প্রাণদণ্ড অবগু হইবে ; এবং তোমরা সেই পশুকেও ১৬ বধ করিবে। আর কোন স্ত্রী যদি পশুর কাছে গিয়া তাহার সহিত শয়ন করে, তবে তুমি সেই স্ত্রীকে ও সেই পশুকে বধ করিবে ; তাহদের প্রাণদণ্ড অবশ্য ১৭ হইবে, তাহীদের রক্ত তাহদের উপরে বৰ্ত্তিবে । আর যদি কেহ আপন ভগিনীকে, পিতৃকস্তাকে কিম্বা মাতৃকন্যাকে, গ্রহণ করে, ও উভয়ে উভয়ের আবরণীয় দেখে, তবে তাহা লজ্জাকর বিষয় ; তাহারা আপন জাতির সন্তানদের সাক্ষাতে উচ্ছিন্ন হইবে , আপন ভগিনীর আবরণীয় অনাবৃত করাতে সে আপন অপরাধ ১৮ বহন করিবে। আর যদি কেহ রজস্বল স্ত্রীর সহিত শয়ন করে ও তাহার আবরণীয় অনাবৃত করে, তবে সেই পুরুষ তাহার রক্তাকর প্রকাশ করাতে, ও সেই স্ত্রী আপন রক্তকর অনাবৃত করাতে তাহারা উভয়ে ১৯ আপন লোকদের মধ্য হইতে উচ্ছন্ন হইবে । আর তুমি আপন মাসীর কিম্ব পিসৗর আবরণীয় অনাবৃত করিও না ; তাহ করিলে আপনার নিকটবৰ্ত্তী কুটুম্বের 102
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।