९ ० ; २० - ९ > ; २8 ॥ ] আবরণীয় অনাবৃত করা হয়, তাহারা উভয়েই আপন ২• আপন অপরাধ বহন করিবে । আর যদি কেহ আপন পিতৃব্যার সহিত শয়ন করে, তবে আপন পিতৃব্যের আবরণীয় অনাবৃত করে ; তাহার। আপন আপন পাপ ২১ বহন করিবে, নিঃসন্তান হইয়৷ মরিবে । আর যদি কেহ আপন ভ্রাতৃপত্নীকে গ্রহণ করে, তাহ অশুচি কৰ্ম্ম ; আপন ভ্রাতৃপত্নীর আবরণীয় অনাবৃত করাতে তাহার। নিঃসন্তান থাকিবে । তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত শাসন মাস্ত করিও, পালন করিও ; যেন আমি তোমাদের বাসার্থে তোমাদিগকে যে দেশে লইয়া যাইতেছি, সেই ২৩ দেশ তোমাদিগকে উদগীরণ না করে। আর আমি তোমাদের সন্মুখ হইতে যে জাতিকে দূর করিতে উদ্যত, তাহার আচারানুযায়ী আচরণ করিও না ; কেননা তাহারা ঐ সকল ক্রিয় করিত, এই জন্ত আমি তাহা২৪ দিগকে ঘৃণা করিলাম। কিন্তু আমি তোমাদিগকে বলিয়াছি, তোমরাই তাহীদের দেশ অধিকার করিবে, আমি তোমাদিগকে অধিকারার্থে সেই দুগ্ধমধুপ্রবাহী দেশ দিব ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর ; আমি অন্ত জাতি সকল হইতে তোমাদিগকে পৃথক্ করিয়াছি। ২৫ অতএব তোমরা শুচি অশুচি পশুর ও শুচি অশুচি পক্ষীর প্রভেদ করিবে ; আমি যে যে পশু, পক্ষী ও ভূচর কীটাদি জন্তুকে অশুচি বলিয়া তোমাদের হইতে পৃথক্ করিলাম, সে সকলের দ্বার তোমরা আপনাদের ২৬ প্রাণকে ঘৃণাৰ্ছ করিও না । আর তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু পবিত্র, এবং আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক্ করিয়াছি, যেন তোমরা আমারই হও । আর পুরুষের কিম্বা স্ত্রীর মধ্যে যে কেহ ভূতড়িয়৷ কিম্বা গুণী হয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে ; লোকে তাহাদিগকে প্রস্তরাঘাতে বধ করিবে ; তাহদের রক্ত তাহাদের প্রতি বৰ্ত্তিবে । যাজকগণ ও বলিদান সম্বন্ধীয় নানা বিধি । ૨S আর সদাপ্ৰভু মোশিকে কহিলেন, তুমি হারোণের পুত্র যাজকগণকে কহ, তাহাদিগকে বল, স্বজাতীয় মৃতের জন্ত তাহার কেহ অশুচি ২ হইবে না । কেবল আপনার নিকটবত্তী গোত্র অথাৎ আপন মাতা, কি পিতা, কি পুত্র, কি কন্যা, কি ৩ ভ্রাতা মরিল অশুচি হইবে। আর নিকটস্থ যে অনুঢ় ভগিনীর স্বামী হয় নাই, এমন ভগিনী মরিলে সে ৪ অশুচি হইবে । আপন লোকদের মধ্যে প্রধান বলিয়৷ সে আপনাকে অপবিত্র করণার্থে অশুচি হইবে না । ৫ তাহার। আপন আপন মস্তক মুণ্ডন করিবে না, আপন আপন দাড়ির কোণও মুণ্ডন করিবে না, ও অপেন ৬ আপন শরীরে অস্ত্রাঘাত করিবে না। তাহারা আপন ঈশ্বরের উদেশে পবিত্র হইবে, ও আপন ঈশ্বরের নাম ২২ ネ" লেবীয় পুস্তক । У o О অপবিত্র করিবে না ; কেননা তাহারী সদাপ্রভুর অগ্নিকৃত উপহার, আপনাদের ঈশ্বরের ভক্ষা, উৎসর্গ ৭ করে ; অতএব তাহারা পবিত্র হইবে । তাহার বেষ্ঠা কিম্বা ভ্রষ্ট। স্ত্রীকে বিবাহ করিবে না, এবং স্বামিত্যক্ত। স্ত্রীকেও বিবাহ করিবে না, কেননা যাজক আপন ৮ ঈশ্বরের উদ্দেশে পবিত্র । অতএব তুমি তাইকে পবিত্র রাখিবে ; কারণ সে তোমার ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করে ; সে তোমার নিকটে পবিত্র হইবে ; কেননা ৯ তোমাদের পবিত্রকারী সদাপ্রভু আমি পবিত্র। আর কোন যাজকের কন্ত। যদি ব্যভিচার ক্রিয় দ্বারা অীপনাকে অপবিত্র করে, তবে সে আপন পিতাকে অপবিত্র করে ; তাহাকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে। আর আপন ভ্রাতাদের মধ্যে প্রধান যাজক, যাহার মস্তকে অভিষেক-তৈল ঢাল গিয়াছে, যে ব্যক্তি হস্তপূরণ দ্বারা পবিত্র বস্ত্র পরিধান করিবার অধিকারী হইয়াছে, সে আপন মস্তক মুক্তকেশ করিবে না ও ১১ আপন বস্ত্র চিরিবে না । আর সে কোন শবের নিকটে যাইবে না, আপন পিতার কি আপন মাতার জন্তও ১২ সে আপনাকে অশুচি করিবে না, এবং ধৰ্ম্মধাম হইতে বাহিরে যাইবে না, এবং আপন ঈশ্বরের ধৰ্ম্মধাম অপবিত্র করিবে না, কেননা তাহার ঈশ্বরের অভিষেকতৈলের সংস্কার তাহার উপরে আছে ; আমি সদt১৩ প্রভু। আর সে কেবল অনুঢ়াকে বিবাহ করিবে। ১৪ বিধবা, কি ত্যক্ত, কি ভ্রষ্ট। স্ত্রী, কি বেষ্ঠা, ইহাদের কাহাকেও বিবাহ করিবে না ; সে আপন লোকদের ১৫ মধ্যে এক কুমারীকে বিবাহ করিবে । সে আপন লোকদের মধ্যে আপন বংশ অপবিত্র করিবে না, কেনন। আমি সদাপ্রভু তাহার পবিত্রকারী । ১৬,১৭ আর সদাপ্ৰভু মেশিকে কহিলেন, তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যাহার গাত্রে দোষ থাকে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ ১৮ করিতে নিকটবৰ্ত্তী না হউক । যে কোন ব্যক্তির দোষ আছে, সে নিকটবৰ্ত্তী হইবে না ; অন্ধ, কি খঞ্জ, ১৯ কি খাদা, কি অধিকাঙ্গ, কি ভগ্নপদ, কি ভগ্নহস্ত, কি ২০ কুজ, কি বামন, কি ছানিপড়া, কি শ্বিত্ররোগী, কি ২১ পামাবিশিষ্ট, কি ভগ্নমুগ্ধ ; কোন দোষবিশিষ্ট যে পুরুষ হারোণ যাজকের বংশের মধ্যে আছে, সে সদt প্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিতে নিকটবৰ্ত্তী হইলে না ; তাহার দোষ আছে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করিতে নিকটবৰ্ত্তী হইবে না । ২২ সে আপন ঈশ্বরের ভক্ষ্য, অতি পবিত্র বস্তু ও পবিত্র ২৩ বস্তু ভোজন করিতে পারিবে ; কিন্তু তিরস্করিণীর নিকটে প্রবেশ করিবে না, ও বেদির নিকটবৰ্ত্তী হইবে না, কেননা তাহার দোষ আছে ; সে আমার পবিত্র স্থান সকল অপবিত্র করিবে না, কেননা আমি ২৪ সদাপ্রভু সে সকলের পবিত্রকারী। মোশি হারোণকে, তাহার পুত্ৰগণকে ও সমস্ত ইস্রায়েল-সন্তানকে এই কথা কহিলেন । У о 103
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।