পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ : ১ – ৩৪ ৷ ] ভিন্ন ভিন্ন পৰ্ব্ব সম্বন্ধীয় নিয়ম । ર૭ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর যে সকল পৰ্ব্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পৰ্ব্ব এই ৷ ৩ ছয় দিন কাৰ্য্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রামপৰ্ব্ব, পবিত্র সভা হইবে, তোমরা কোন কাৰ্য্য করিবে না ; সে দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন । ৪ তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা e ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পৰ্ব্ব এই। প্রথম মাসে, মাসের চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর ৬ উদেশে নিস্তারপৰ্ব্ব হইবে । এবং সেই মাসের পঞ্চদশ দিবসে সদাপ্রভুর উদ্দেশে তাড়াশুষ্ঠ রুটীর উৎসব হইবে ; তোমরা সাত দিন তাড়াশূন্ত রুট ভোজন ৭ করিবে। প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে : ৮ তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না। কিন্তু সাত দিন সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার নিবেদন করিবে ; সপ্তম দিবসে পবিত্র সভা হইবে ; তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না । ৯.১. আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, সেই দেশে প্রবিষ্ট হইয়া তোমর যখন তত্ত্বৎপন্ন শস্ত ছেদন করিবে, তখন তোমাদের কাটা শস্তের অগ্রিমাংশ বলিয়া এক আটি যাজকের ১১ নিকটে আনিবে। সে সদাপ্রভুর সম্মুখে ঐ আটি দোলাইবে, যেন তোমাদের জন্ত তাহ গ্ৰাহ হয় ; ১২ বিশ্রামবারের পরদিন যাজক তাহ দোলাইবে । আর যে দিন তোমরা ঐ আটি দোলাইবে, সে দিন সদাপ্রভুর উদেশে হোমার্থে একবর্ষীয় নির্দোষ এক মেষশাবক ১৩ উৎসর্গ করিবে । তাহার ভক্ষ্য-নৈবেদ্য এক ঐফার ] দুই দশমাংশ তৈল মিশ্রিত স্বক্ষ সুজি ; তাহ সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে ; ও তাহার পেয় নৈবেদ্য এক হিন দ্রাক্ষারসের চতুর্থাংশ ১৪ হইবে। আর তোমরা যাবৎ আপন ঈশ্বরের উদ্দেশে এই উপহার না আন, সেই দিন পর্য্যন্ত রুট কি ভাজা শস্ত কি তাজ শীষ ভোজন করিবে না ; তোমাদের সকল নিবাসে ইহা পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি । আর সেই বিশ্রামবারের পরদিন হইতে, দোলনীয় নৈবেদ্যরূপ আটি আনিবার দিন হইতে, তোমরা পূর্ণ ১৬ সাত বিশ্রামবার গণনা করিবে । এইরূপে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্য্যন্ত তোমরা পঞ্চাশ দিবস গণনা করিয়া সদাপ্রভুর উদ্দেশে নুতন ভক্ষ্যের উপহার ১৭ নিবেদন করিবে । তোমরা আপন আপন নিবাস হইতে দোললীয় নৈবেদ্যার্থে [এক ঐফার] দুই দশমাংশের দুই খান কুটী আনিবে ; হুক্ষ সুজি দ্বারা তাহ & লেৰীয় পুস্তক । У o Q: প্রস্তুত করিও, ও তাড়ীতে পাক করিও ; তাহ সজা১৮ প্রভুর উদ্দেশে আগুপকাংশ হইবে। আর তোমরা সেই রুটার সহিত একবর্ষীয় নির্দোষ সাত মেষশাবক, এক যুব বৃষ ও দুই মেষ উৎসর্গ করিবে ; তাহ সদাপ্রভুর উদ্দেশে হোমবলি হুইবে, এবং তৎসম্বন্ধীয় ভক্ষ্য-নৈবেদ্যের ও পেয় নৈবেদ্যের সহিত সদাপ্রভুর উদ্দেশে ১৯ সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে। পরে তোমরা পাপার্থক বলির জন্ত এক ছাগবৎস, ও মঙ্গলার্থক বলির জন্ত একবর্ষীয় দুই মেষশাবক বলিদান করিবে। ২০ আর যাজক ঐ আশুপক্কাংশের রুটীর সহিত ও দুই মেষশাবকের সহিত সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্যরূপে তাহাদিগকে দোলাইবে ; সে সকল ২১ বাজকের জন্ত সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে। আর সেই দিনেই তোমরা ঘোষণা করিবে ; তোমাদের পবিত্র সভা হুইবে ; তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে নী ; ইহা তোমাদের সকল নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি । আর তোমাদের ভূমির শস্ত ছেদন কালে তোমরা কেহ আপন ক্ষেত্রের কোণস্থ শস্ত নিঃশেষে ছেদন করিবে না, ও আপন শস্ত ছেদনের পরে পতিত শস্ত সংগ্ৰহ করিবে না ; তাহ দুঃখী ও বিদেশীর জন্ত ত্যাগ করিবে ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর । ২৩.২৪ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপৰ্ব্ব এবং তুরীধ্বনিসহযুক্ত ২৫ ঝরণার্থক পবিত্র সতী হইবে । তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে । ২৬,২৭ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আবার ঐ সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিভদিন ; সেই দিন তোমাদের পবিত্র সভা হইবে, ও তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং সদাপ্রভুর উদ্দেশে ২৮ অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। আর সেই দিন তোমরা কোন কাৰ্য্য করিবে না ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত কর২৯ ণার্থে তাহ প্রায়শ্চিত্তদিন হইবে । সেই দিন যে কেহ আপন প্রাণকে দুঃখ না দেয়, সে আপন লোকদের ৩• মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। আর সেই দিন যে কোন প্রাণী কোন কাৰ্য্য করে, তাহাকে আমি তাহার লোক৩১ দের মধ্য হইতে উচ্ছিন্ন করিব । তোমরা কোন কাৰ্য্য করিও না ; ইহা তোমাদের সমস্ত নিবাসে পুরুষানু৩২ ক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে, আর তোমরা অপেন আপন প্রাণকে দুঃখ দিবে ; মাসের নবম দিবস সন্ধ্যাকালে, এক সন্ধ্যা অবধি অপর সন্ধ্য পৰ্য্যস্ত, আপনাদের বিশ্রামদিন পালন করিবে । ৩৩.৩৪ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসম্ভানগণকে বল, ঐ সপ্তম মাসের পঞ্চদশ দিবসাবধি ২২ 105