পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o S. সাত দিন পর্য্যন্ত সদাপ্রভুর উদ্দেশে কুটারোৎসব হইবে। ৩৫ প্রথম দিবসে পবিত্র সভা হইবে ; তোমরা কোন ৩৬ শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না । সাত দিন তোমরা সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে ; পরে অষ্টম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে ; আর তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে , এটী পৰ্ব্বসভা ; তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না । এই সকল সদাপ্রভুর পর্ব। এই সকল পৰ্ব্ব তোমরা পবিত্র সভা বলিয়। ঘোষণা করিবে, এবং প্রতিদিন যেমন কৰ্ত্তব্য, তদনুসারে সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পেয় ৩৮ নৈবেদ্য উৎসগ করবে। সদাপ্রভুর বিশ্রামদিন হইতে, সদাপ্রভুর উদেশে দাতব্য তোমাদের দান হইতে, তোমাuদর সমস্ত মনত হইতে ও তোমাদের স্ব ইচ্ছায় দত্ত সমস্ত নৈবেদ্য হইতে এই সকল ভিন্ন । আবার সপ্তম মাসের পঞ্চদশ দিবসে ভূমির ফল ংগ্ৰহ করিলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে ; প্রথম দিবস বিশ্রামপৰ্ব্ব ও ৪০ অষ্টম দিবস বিশ্রামপৰ্ব্ব হইবে । আর প্রথম দিবসে তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খর্জর-পত্র, জড়ান গাছের শাখা এবং নদীতীরস্থ বাইসী-বৃক্ষ লইয়৷ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে সাত দিন আনন্দ ৪১ করিবে । আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশে সেই উৎসব পালন করিবে ; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি ; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করিবে । ৪২ তোমরা সাত দিন কুটীরে বাস করিও ; ইস্রায়েল৪৩ বংশজাত সকলে কুটার বাস করিবে । ইহাতে তোমাদের ভাবী বংশ জানিতে পরিবে যে, আমি ইস্রায়েলসন্তানগণকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়া কুটার বাস করাইয়াছিলাম ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর । তখন মোশি ইস্রায়েল-সন্তানগণের কাছে সদাপ্রভুর পৰ্ব্বগুলির কথা কহিলেন । নানা বিষয় সম্বন্ধীয় আদেশ । ર8 আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আজ্ঞ কর ; তাহার। আলোর জন্ত তোমার নিকটে উখলিতে প্রস্তুত নিৰ্ম্মল জিত-তৈল আনিবে, তদ্বারা নিয়ত প্রদীপ জ্বালান ৩ থাকিবে। হারোণ সমাগম-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের তিরস্করিণীর বাহিরে সন্ধ্য। অবধি প্রভাত পৰ্য্যন্ত সদাপ্রভুর সম্মুখে নিয়ত তাহ সাজাইয়। রাখিবে ; ইহা ৪ তোমাপের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি । সে নিৰ্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ঐ প্রদীপ সকল সজাইয়। রাখিবে। ৫ আর তুমি স্বগ সুজি লহয় বারগীনি পিষ্টক পাক © ጓ vరిసి 88 লেবীয় পুস্তক। [ ২৩ ; ৩৫ – ২ ৪ ; ২৩ ৷ করিলে ; তাহার প্রত্যেক পিষ্টক এক ঐফার) দুই দশ৬ মাংশ হইবে। পরে তুমি এক এক পংক্তিতে ছয় ছয়খানি, এইরূপে দুই পংক্তি করিয়৷ সদাপ্রভুর সম্মুখে ৭ নিৰ্ম্মল মেজের উপরে তাহ রীথিবে। প্রত্যেক পংক্তির উপরে বিশুদ্ধ কুন্দুরু দিবে ; তাহ সেই রূচীর স্মরণার্থক অংশ বলিয়া সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহার ৮ হইবে। যাজক নিয়ত প্রতি বিশ্রামবারে সদাপ্রভুর সম্মুখে তাহ সাজাইয়। রাখিবে, তাহ ইস্রায়েল-সন্তান৯ গণের পক্ষে চিরস্থায়ী নিয়ম । আর তাহ হারোণের ও তাহার পুত্ৰগণের হইবে ; তাহার কোন পবিত্র স্থানে তাহ ভোজন করিবে ; কেননা সদাপ্রভুর উদ্দেশে অগ্নকৃত উপহারের মধ্যে তাহ তাহার জন্ত আতি পবিত্র ; এ চিরস্থায়ী বিধি । ১০ আর ইস্রায়েলীয় স্ত্রীর, কিন্তু মিস্ত্রীয় পুরুষের এক পুত্র বাহির হইয়। ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল : এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয় স্ত্রীর পুত্র ও ইস্রা১১ য়েলের কোন পুরুষ বিবাদ করিল। তখন সেই ইস্রায়েলীয় স্ত্রীর পুত্ৰ সদাপ্রভুর নামের নিন্দ করিয়৷ শাপ দিল, তাহাতে লোকেরা তাহকে মোশির নিকটে লইয়৷ গেল। তাহার মাতার নাম শলেমাৎ, সে দান১২ বংশীয় দিব্রির কন্য। লোকের সদাপ্রভুর মুখে স্পষ্ট আদেশ পাইবার অপেক্ষায় তাহাকে রুদ্ধ করিয়৷ ১৩.১৪ রাখিল । পরে সুদীপ্ৰভু মেশিকে কহিলেন, তুমি ঐ শাপদায়ীকে শিবিরের বাহিরে লইয়া যাও ; পরে যাহারা তাহার কথা শুনিয়াছে, তাহার। সকলে তাহার মস্তকে হস্তীৰ্পণ করুক, এবং সমস্ত মণ্ডলী প্রস্তরাঘাতে ১৫ তাহকে বধ করুক। আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, যে কেহ আপন ঈশ্বরকে শাপ দেয়, সে আপন ১৬ পাপ বহন করিবে। আর যে সদাপ্রভুর নামের নিন্দ। করে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে । সমস্ত মণ্ডলী তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে ; বিদেশী হউক ব! স্বদেশীয় হউক, সেই নামের নিন্দ করিলে উহার ১৭ প্রাণদণ্ড হইবে। আর যে কেহ কোন মনুষ্যকে বধ ১৮ করে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে ; আর যে কেহ পশু বধ করে, সে তাহার শোধ দিবে ; প্রাণের পরি১৯ শোধে প্রাণ। যদি কেহ সজাতীয়ের গাত্রে ক্ষত করে, তবে সে যেমন করিয়াছে, তাহার প্রতি তেমনি করা ২০ যাইবে । ভঙ্গের পরিশোধে ভঙ্গ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত ; মনুষ্যের যে যেমন ক্ষত করে, ২১ তাহার প্রতি তেমনি করা যাইবে । যে জন পশু বধ করে, সে তাহার শোধ দিবে ; কিন্তু যে জন মনুষ্যকে ২২ বধ করে, তাহার প্রাণদণ্ড হইবে । তোমাদের স্বদেশীয় ও বিদেশীয় উভয়েরই জন্য একরূপ শাসন হইবে ; কেনন। ২৩ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই কথা বলিলেন, তাহাতে তাহার সেই শপদায়ীকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ করিল ; মোশিকে সদাপ্ৰভু যেমন আজ্ঞ দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সেইরূপ করিল। 106