পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ७ ; > ० - 8> । ] বস্ত ও বহুবংশ করিব, ও তোমাদের সহিত আমার ১• নিয়ম স্থির করিব। আর তোমরা সঞ্চিত পুরাতন শস্ত ভোজন করিবে, ও নূতনের সম্মুখ হইতে পুরাতন ১১ শস্ত বাহির করিবে । আর আমি তোমাদের মধ্যে আপন আবাস রাখিব, আমার প্রাণ তোমাদিগকে ১২ ঘৃণা করিবে না। আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব, ও তোমাদের ঈশ্বর হইব, এবং তোমরা ১৩ আমার প্রজী হইবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর : আমি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছি, তাহদের দাস থাকিতে দিই নাই ; আমি তোমাদের যোয়ালি-কণষ্ঠ ভাঙ্গিয়া সোজাভাবে তোমাদিগকে গমন করাইয়াছি । ১৪ কিন্তু যদি তোমরা আমার কথা না শুন, ও আমার ১৫ এই সকল আজ্ঞা পালন না কর, যদি তামার বিধি অগ্রাহ কর, ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এইরূপে তোমরা আমার আজ্ঞা পালন ন৷ করিয়া আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের ১৬ প্রতি এই ব্যবহার করিব ; তোমাদের জন্য বিহ্বলতা, যক্ষ্মী ও কম্পজর নিরূপণ করিব, যাহাতে তোমাদের চক্ষু ক্ষীণ হইয় পড়িবে, ও প্রাণ ব্যথা পাইবে ; এবং তোমাদের বীজ বপন বৃথা হইবে, কেননা তোমাদের ১৭ শক্রগণ তাহ। ভক্ষণ করিবে । আর আমি তোমাদের প্রতি বিমুখ হইব ; তাহাতে তোমরা আপন শক্রগণের সম্মুখে আহত হইবে ; যাহার তোমাদিগকে দ্বেষ করে, তাহার তোমাদের উপরে কর্তৃত্ব করিবে, এবং কেহ তোমাদিগকে না তাড়াইলেও তোমরা পলায়ন করিবে। ১৮ আর যদি তোমরা ইহাতেও আমার বাক্যে মনোযোগ ন কর, তবে আমি তোমাদের পাপপ্রযুক্ত তোমা১৯ দিগকে সাত গুণ অধিক শাস্তি দিব । আমি তোমাদের বলের গৰ্ব্ব চূর্ণ করিব, ও তোমাদের আকাশ লৌহের মত ও তোমাদের ভূমি পিত্তলের মত করিব। ২০ তাহাতে তোমাদের বল নিরর্থক নিঃশেষিত হইবে, কেননা তোমাদের ভূমি শস্ত উৎপন্ন করিবে না, ও ২১ দেশস্থ বৃক্ষ সকল স্ব স্ব ফল দিবে না। আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর, ও আমার কথা শুনিতে ন চাও, তবে আমি তোমাদের পাপানুসারে ২২ তোমাদিগকে আরও সাত গুণ আঘাত করিব। আর তোমাদের মধ্যে বনপশু পাঠাইব ; তাহার তোমাদের সন্তান হরণ করবে,তোমাদের পশুপাল বিনষ্ট করিবে, তোমাদিগকে সংখ্যায় নূ্যন করিবে ; আর তোমাদের ১৩ রাজপথ সকল ধ্বংসিত হইবে । ইহাতেও যদি আমার উদ্দেশে শাসিত না হও, কিন্তু আমার বিপরীত আচরণ ২৪ কর, তবে আমিও তোমাদের বিপরীত আচরণ করিব, ও তোমাদের পাপপ্রযুক্ত আমিই তোমাদিগকে সাত ২৫ বার আঘাত করিব । আমি নিয়মলঙ্ঘনের প্রতিফল দিবার জন্য তোমাদের উপরে খড়গ আনিব, তোমরা আপন আপন নগরমধ্য একত্রীভূত হইবে, আমি তোমাদের মধ্যে মহামারী পাঠাইব, এবং তোমরা শক্র লেৰীয় পুস্তক। 2 o o ২৬ হস্তে সমৰ্পিত হইবে। আমি তোমাদের অন্নরূপ যষ্টি ভাঙ্গিলে দশ জন স্ত্রীলোক এক তুন্দুরে তোমাদের রুটী পাক করিবে, ও তোমাদের রুট তেল করিয়৷ তোমাদিগকে দিবে, কিন্তু তোমরা তাহ খাইয়া তৃপ্ত হইবে না । ২৭ আর এই সকলেতেও যদি তোমরা আমার কথ৷ ২৮ ন শুন, আমার বিপরীত আচরণ কর, তবে আমি ক্রোধে তোমাদের বিপরীত আচরণ করিব, এবং আমিই তোমাদের পাপপ্রযুক্ত তোমাদিগকে সাত গুণ ২৯ শাস্তি দিব। আর তোমরা আপন আপন পুত্ৰগণের মাংস ভোজন করিবে, ও আপন আপন কস্তাগণের ৩• মাংস ভোজন করিবে । আর আমি তোমাদের উচ্চস্থল সকল ভগ্ন করিব, তোমাদের স্বৰ্য্যপ্রতিমা সকল নষ্ট করিব, ও তোমাদের পুত্তলিকাদের শবের উপরে তোমাদের শব ফেলিয়া দিব ; এবং আমার প্রাণ ৩১ তোমাদিগকে ঘৃণা করিবে । আর আমি তোমাদের নগর সকল উৎসন্ন করিব, তোমাদের ধৰ্ম্মধাম সকল ংস করিব, ও তোমাদের সৌরভের আস্ত্ৰাণ লইব না। ৩২ আর আমি দেশ ধ্বংস করিব, ও তত্রবাসী তোমা৩৩ দের শক্রগণ তদ্বিষয়ে চমৎকৃত হইবে। আর আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব, ও তোমাদের পশ্চাতে খড়গ নিস্কোষ করিব, তাহীতে তোমাদের দেশ ধ্বংসস্থান ও তোমাদের নগর সকল ৩৪ উৎসন্ন হইবে । তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকিবে ও তোমরা শক্রগণের দেশে বাস করিবে, তত দিন ভূমি স্বীয় বিশ্রামকাল ভোগ করবে ; তৎকালে ভূমি বিশ্রাম পাইবে, ও স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে । ৩৫ যত কাল দেশ ধ্বংসস্থান হইয়া থাকিবে, তত কাল বিশ্রাম করিবে ; কেননা যখন তোমর দেশে বাস করিতে, তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ৩৬ ভোগ করিত না । আর তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, আমি শক্রদেশে তাহদের হৃদয়ে বিষন্নত। প্রেরণ করিব, এবং চালিত পত্রের শব্দ তাহাদিগকে তাড়াইয়া লইয়। যাইবে ; লোকে যেমন খড়েগর মুখ হইতে পলায়, তাহারা তদ্রুপ পলাইবে, এবং কেহ না তাড়াইলেও পতিত হইবে । কেহ না তাড়াইলেও তাহার। যেমন খড়েগর সম্মুখে, তেমনি এক জন অন্তের উপরে পতিত হইবে ; এবং শক্রদের সন্মুখে দাড়াইতে ৩৮ তোমাদের ক্ষমতা হইবে না। আর তোমরা জাতিগণের মধ্যে বিনষ্ট হইবে, ও তোমাদের শক্রদের দেশ ৩৯ তোমাদিগকে গ্রাস করিবে । আর তোমাদের মধ্যে যাহার অবশিষ্ট থাকিবে, তাহারা আপন আপন অপরাধে শক্রদেশে ক্ষয় পাইবে, এবং আপনাদের পিতৃপুরুষদেরও অপরাধে তাহদের সহিত ক্ষয় পাইবে। ৪• আর তাহাদিগকে স্বীকার করিতে হইবে যে, আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন এবং আমার বিপরীত আচরণ করাতে তাহদের অপরাধ ও তাহদের পিতৃ৪১ পুরুষদের অপরাধ হইয়াছে, এবং আমিও তাঁহাদেৱ 39 109