পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९.१ ; २¢- * ; २७ t] সেই ভুমি যাহার পৈতৃক অধিকার, তাহার হস্তে ২৫ ফিরিয়া আসিবে। আর তোমার নিরূপণীয় সমস্ত মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে হইবে ; বিংশতি গেরীতে এক শেকল হয় । কেবল প্রথমজাত পশুবৎস সকল সদাপ্রভুর উদ্দেশে প্রথমজাত হওয়াতে কেহই তাহ পবিত্র করিতে পারিবে ২৭ না ; গোরু হউক, মেষ হউক, তাহ সদাপ্রভুর । যদি সেই পশু অশুচি হয়, তবে সে তোমার নিরূপণায় মূল্যের পঞ্চমাংশ অধিক দিয় তাহ মুক্ত করিতে পারে, মুক্ত না হইলে তাহ তোমার নিরূপণীয় মূল্যে বিক্রয় করা যাইবে । আর কোন ব্যক্তি আপনার সর্বস্ব হইতে, মনুষ্য কি পশু কি অধিকৃত ক্ষেত্র হইতে, যে কিছু সদাপ্রভুর উদশ বজ্জিত করে, তাহ বিক্রীত কিম্বা মুক্ত হইবে ২৬ Rbア লেবীয় পুস্তক—গণনাপুস্তক ।

  • > *

২৯ পবিত্র। মনুষ্যদের মধ্যে যে কেহ বজ্জিত হয়, তাহাকে মুক্ত করা যাইবে না ; সে নিতান্ত বধ্য হইবে। আর ভুমির শস্ত কিম্ব বৃক্ষের ফল হউক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর ; তাহ সদাপ্রভুর ৩১ উদেশে পবিত্র । আর যদি কেহ আপন দশমাংশ হইতে কিঞ্চিৎ মুক্ত করিতে চাহে, তবে সে তাহার পঞ্চমাংশ ৩২ অধিক দিবে। আর গোমেষপালের দশমাংশ, পাচনিৱ নীচে দিয়া যাহা কিছু যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম ৩৩ পশু সদাপ্রভুর উদেশে পবিত্র হইবে । তাহ ভাল কি মন্দ, ইহার অনুসন্ধান সে করিবে না, ও তাহার পরিবর্ত করিবে না ; কিন্তু যদি সে কোন প্রকারে তাহার পরিবর্ত করে, তবে তাহ ও তাহার বিনিময় উভয়ই পবিত্র হইবে ; তাহ মুক্ত করা যাইবে না। সদাপ্রভু সীনয় পৰ্ব্বতে ইস্রায়েল-সন্তানগণের জন্য মোশিকে এই সকল আদেশ করিলেন । و ع wog গণনাপুস্তক। না ; প্রত্যেক বর্জিত বস্তু সদাপ্রভুর উদ্দেশে অতি ইস্রায়েলীয়দের গোষ্ঠী গণনা । S মিসর দেশ হইতে লোকদের বাহির হইয়া আসিবার পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের প্রথম দিবসে সদাপ্রভু সীনয় প্রান্তরে সমাগম-তাম্বুতে ২ মোশিকে কহিলেন, তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুলানুসারে, নাম-সংখ্যানুসারে ইস্রায়েলসন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষের মস্তকের ৩ সংখ্যা গ্রহণ কর । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য, তাহীদের সৈন্ত অনুসারে তুমি ও হারেীণ তাহাদিগকে গণনা ৪ কর । আর প্রত্যেক বংশ হইতে এক এক জন, আপন আপন পিতৃকুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হইবে। ৫ আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ুরের পুত্ৰ ও ইলযুর । শিমিয়োনের পক্ষে স্বরাশদিয়ের পুত্ৰ শলু৭ মায়েল। যিহদার পক্ষে অক্ষ্মীনাদবের পুত্ৰ নহশোন । ৮.৯ ইষাথরের পক্ষে স্বয়ারের পুত্ৰ নথনেল । সবুলনের ১• পক্ষে হেলেনের পুত্র ইলীয়াব। যোষেফের পুত্রদের মধ্যে ইক্রয়িমের পক্ষে অন্মাহুদের পুত্র ইলীশামা, মনঃশির ১১ পক্ষে পদাহস্তরের পুত্ৰ গমলীয়েল । বিদ্যমীনের পক্ষে ১২ গিদিয়োনির পুত্র অবদান। দানের পক্ষে অস্ট্রীশদয়ের ১৩ পুত্র অহীয়েষর। আশেরের পক্ষে অক্রণের পুত্র পগ১৪ য়েল । গাদের পক্ষে দুয়েলের পুত্র ইলীয়াসফ। 111 ১৫,১৬ নপ্তালির পক্ষে ঐননের পুত্র অহীরঃ । ইহার মণ্ডলীর সমাহত লোক, আপন আপন পিতৃবংশের অধ্যক্ষ ; ইহারা ইস্রায়েলের সহস্ৰপতি ছিল । ১৭ তখন মোশি ও হারোণ উল্লিখিত নামা ব্যক্তিদিগকে ১৮ সঙ্গে লইলেন । আর দ্বিতীয় মাসের প্রথম দিবসে সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া মস্তকের সংখ্যামতে বিংশতি বৎসর ও ততাধিক বয়স্ক লোকদের নাম-সংখ্যানুসারে ১৯ তাহদের গোষ্ঠী ও পিতৃকুল লিখিলেন। এইরূপে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সীনয় প্রান্তরে তাহাদিগকে গণনা করিলেন । ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তাহার সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের ২১ মস্তক ও নাম-সংখ্যানুসারে রূবেণ বংশের গণিত লোক ছেচল্লিশ সহস্ৰ পাচ শত । শিমিয়োন সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয় । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে ২৩ শিমিয়ান বংশের গণিত লোক উনষষ্টি সহস্র তিন শত । ২৪ গদ-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয় । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন২৫ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে গাদ বংশের গণিত লোক পয়তাল্লিশ সহস্র ছয় শত পঞ্চাশ । যিহদা-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয় । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন

  • o

ー&R ミや