পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ; >¢-७ ; २० । ] ১৫ গণের অধ্যক্ষ হইবে। তাহার সৈন্ত, তাহাদের গণিত লোক পয়তাল্লিশ সহস্র ছয় শত পঞ্চাশ জন । ১৬ রূবেশের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বশুদ্ধ এক লক্ষ একান্ন সহস্ৰ চারি শত পঞ্চাশ জন । তাহারা দ্বিতীয়তঃ অগ্রসর হইবে । পরে সমাগম-তাম্বু লেৰীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবৰ্ত্তী হইয়া অগ্রসর হইবে যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহার তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পাশ্বে পার্শ্বে থাকিয়া চলিবে । পশ্চিম পার্থে আপন সৈন্য অনুসারে ইক্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অন্মাহুদের পুত্র হলৗশাম৷ ১৯ ইক্ৰয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে । তাহার সৈন্ত, তাহাদের গণিত লোক চল্লিশ সহস্ৰ পাচ শত জন । ২• তাহদের পার্থে মনঃশি বংশ থাকিবে, এবং পদাহস্তরের পুত্ৰ গমলীয়েল মনঃশি-সন্তানগণের অধ্যক্ষ হইবে । ২১ তাহার সৈন্ত, তাহদের গণিত লোক বত্ৰিশ সহস্ৰ দুই ২২ শত জন । আর বিদ্যামীন বংশ তথায় থাকিবে, এবং গিদিয়ানির পুত্র অবদান বিদ্যামীন-সন্তানগণের ২৩ অধ্যক্ষ হইবে। তাহার সৈন্ত, তাহদের গণিত লোক ২৪ পয় ত্রশ সহস্ৰ চারি শত জন। ইক্রয়িমের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্ত অনুসারে সকশুদ্ধ এক লক্ষ আট সহস্ৰ এক শত জন । তাহার। তৃতীয়তঃ অগ্রসর হইবে । উত্তর পার্থে আপন সৈন্ত অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীশদয়ের পুত্র অহীয়েষর ২৬ দান-সন্তানগণের অধ্যক্ষ হইবে । তাহার সৈন্ত, তাহদের ২৭ গণিত লোক বাষট্টি সহস্ৰ সাত শত জন । তাহদের পাশ্বে আশের বংশ সন্নিবেশিত হইবে, এবং অক্রণের ২৮ পুত্র পগায়েল আশের-সন্তানগণের অধ্যক্ষ হইবে। তাহার সৈন্ত, তাহদের গণিত লোক একচল্লিশ সহস্ৰ পাচ ২৯ শত জন । নগুলি বংশও তথায় থাকিবে, এবং ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-সন্তানগণের অধ্যক্ষ হইবে । ৩০ তাহার সৈন্ত, তাহদের গণিত লোক তিপান্ন সহস্ৰ ৩১ চারি শত জন । দানের শিবিরের গণিত লোকের। সৰ্ব্ব শুদ্ধ এক লক্ষ সাতান্ন সহস্র ছয় শত জন । তাহারা আপন আপন পতাকা লইয়া শেষে অগ্রসর হইবে । ইহারা ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলানুসারে গণিত লোক : সৈন্ত অনুসারে শিবিরের গণিত লোক সকব৩৩ শুদ্ধ ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাচ শত । কিন্তু লেবীয়ের হস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন ৩৪ সদা প্ৰভু মেশিকে আজ্ঞা করিয়াছিলেন। ইস্রায়েলসন্তানগণ মোশির প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে কৰ্ম্ম ক ব্রত, আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলামুসারে আপনি আপন পতাকার নিকট সন্নিবেশিত হইত ও যাত্র। কারত। 8] > * ১৮ ૨ઉઃ లి: O. Ꭲ. গণনাপুস্তক । > > ○ লেবীয়দের উপরে অর্পিত ভার। ৩ সৗনয় পৰ্ব্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা কহিলেন, সেই দিন হারোণের ও মাশির ২ বংশাবলি এই । হারোণের পুত্ৰগণের এই এই নাম : প্রথমজাত নাদব, পরে অবাঁহ, ইলীয়াসর ও ঈথমর। হারোণের যে পুত্রের অভিষিক্ত যাজক এবং হস্তপূরণ দ্বারা যাজনকৰ্ম্মে নিযুক্ত হইল, তাহদের এই এই ৪ নাম। কিন্তু নাদব ও অবহু সৗনয় প্রান্তরে সদাপ্রভুর উদ্দেশ ইতর অগ্নি নিবেদন করাতে সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করিয়াছিল ; তাহাদের সন্তান ছিল না ; আর ইলীয়াসর ও ঈথামর তাহাদের পিতা হারোণের সাক্ষাতে যাজনকৰ্ম্ম করিত। ৫.৬ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি লেবি বংশকে আনিয়া হারোণ যাজকের সম্মুখে উপস্থিত ৭ কর : তাহারা তাহার পরিচর্য্য করবে ; আর আবাসের সেবাক করিবার জন্য সমাগম তাম্বুর সম্মুখে তাহার ও সমস্ত মণ্ডলীর রক্ষণীয় রক্ষা করবে। আর আবাসের সেবাক করিবার জন্য সমাগম-তাম্বুর সমস্ত দ্রব্য ও ইস্রায়েল-সন্তানগণের রক্ষণীয় রক্ষা করবে। আর তুমি লেবায়দিগকে হারোণের ও তাহার পুত্ৰগণের হস্তে প্রদান করিবে ; তাহারা দত্ত, ইস্রায়েল-সন্তানগণের ১০ পক্ষে তাহাকে দত্ত। আর তুমি হারোণ ও তাহার পুত্রগণকে নিযুক্ত করিবে, এবং তাহারা আপনাদের যাজকত্বপদ রক্ষা করবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেহ নিকটবৰ্ত্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে । ১১.১২ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, দেখ, ইস্রায়েলসন্তানগণের মধ্যে গৰ্ত্ত উন্মোচক সমস্ত প্রথমজাতের পরিবৰ্ত্তে আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে লেবায়দিগকে গ্রহণ করিলাম ; অতএব লেৰীয়ের ১৩ আমারই হইবে । কেননা প্রথমজাত সকলে আমার ; যে দিন আমি মিসর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি, সেই দিন মনুষ্য অবধি পশু পৰ্য্যন্ত হস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করিয়াছি ; তাহারা আমারই হইবে ; আমি সদাপ্রভু। ১৪ আর সৗনয় প্রান্তরে সদ।প্রভু মাশকে কহিলেন, ১৫ তুমি লেবির সন্তানগণকে তাহদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর ; এক মাস ও ততো১৬ ধিক বয়স্ক সমস্ত পুরুষকেই গণনা কর । তখন মোশি যেমন আদেশ পাইলেন, তেমনি সদাপ্রভুর আজ্ঞানুসারে ১৭ তাহাদিগকে গণনা করিলেন। লেবির সপ্তানদের নাম ১৮ গে শান, কহাৎ ও মরারি। আর আপন আপন গোষ্ঠী অনুসারে গেশনের সন্তানদের নাম লিবনি ও শিমিয়ি। ১৯ আর আপন আপন গোষ্ঠী অনুসারে কহাতের সন্তানদের ২০ নাম অম্রাম, যিস্হর, হিব্রাণ ও উধীয়েল । আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী । 113