s ९ ९ ২৩ আর পদহিঙ্গুরের পুত্ৰ গমলীয়েল মনঃশি-সন্তান২৪ গণের বংশের সেনাপতি ছিলেন। গিদিয়োনির পুত্র অবদান বিস্তামীন-সন্তানগণের বংশের সেনাপতি ২৫ ছিলেন। পরে সমস্ত শিবিরের পশ্চাতে আপন সৈন্তের সহিত দান-সন্তানগণের শিবিরের পতাকা চলিল । অস্মীশদ্বয়ের পুত্র অহীয়েষর তাহাদের সেনাপতি ২৬ ছিলেন। আর অক্রণের পুত্র পগীয়েল আশের সন্তান২৭ গণের বংশের সেনাপতি ছিলেন। ঐননের পুত্ৰ অহারঃ নপ্তালি-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন । ২৮ ইস্রায়েল-সন্তানগণের যাত্রার এই নিয়ম ছিল ; তাহারা এইরূপে যাত্রা করিত। আর মোশি আপন শ্বশুর মিদিয়োনীয় রয়েলের পুত্ৰ হোববকে কহিলেন, সদাপ্রভু আমাদিগকে যে স্থান দিতে প্রতিজ্ঞ করিয়াছেন, আমরা সেই স্থানে যাত্রা করিতেছি । তুমিও আমাদের সহিত আইস, আমরা তোমার মঙ্গল করিব, কেননা সদাপ্রভু ইস্রায়েলের ৩০ পক্ষে মঙ্গল প্রতিজ্ঞ করিয়াছেন। তিনি তাহাকে কহিলেন, আমি যাইব না, আমি আপন দেশে ও আপন ৩১ জ্ঞাতিদের নিকটে যাইব । মোশি কহিলেন, বিনয় করি, আমাদিগকে ত্যাগ করিও না, কেননা প্রান্তরের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয় তুমি জান, ৩২ তার তুমি আমাদের চক্ষুঃস্বরূপ হইবে । আর যদি তুমি আমাদের সঙ্গে যাও, তবে এই ফল হইবে, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করিবেন, আমরা তোমার প্রতি তাহাই করিব । পরে তাহার। সদাপ্রভুর পর্বত হইতে তিন দিনের পথ গমন করিল, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহদের জন্ত বিশ্রাম স্থানের অন্বেষণাথে তিন দিনের পথ ৩৪ তাহদের অগ্রগামী হইল। তার শিবির হইতে স্থানাস্তরে গমন সময়ে সদাপ্রভুর মেঘ দিবসে তাহাদের ৩৫ উপরে থাকিত । আর সিন্দুকের অগ্রসর হইবার সময়ে মোশি বলিতেন, হে সদাপ্রভু, উঠ, তোমার শক্ৰগণ ছিন্নভিন্ন হউক, তোমার বিদ্বেষিগণ তোমার ৩৬ সম্মুখ হইতে পলায়ন করুক। আর উহার বিশ্রামকালে তিনি বলিতেন, হে সদাপ্রভু, ইত্ৰীয়েলের সহস্ৰ সহস্ত্রের অযুত অযুতের কাছে ফিরিয়া আইল । লোকদের বাচসা ও দণ্ড । ఇసి ఇ3 5 SS কর্ণগোচরে মন্দ কথা কহিতে লাগিল ; আর সদপ্রভু তাহ শুনিলেন, ও তাহার ক্ৰোধ প্রজ্বলিত হইয়। উঠিল । তাহাতে তাহদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিয়া শিবিরের প্রান্তভাগ গ্রাস করিতে লাগিল । ২ তখন লোকের মোশির নিকটে ক্ৰন্দন করিল ; তাহতে মোশি সদাপ্রভুর নিকটে প্রথনা করিলে সেই অগ্নি ৩ নিৰ্ব্বাণ হইল । তখন তিনি ঐ স্থানের নাম তবের [জলন। রাখিলেন, কেননা সদাপ্রভুর অগ্নি তাহদের মধ্যে জ্বলিয়ছিল । গণনাপুস্তক । আর লোকেরা বচসকারীদের মত সদাগ্রভুর [ ১ ০ ; ২৩ – ১ ১ ; ১৮ ? ৪ আর তাহীদের মধ্যবৰ্ত্তী মিশ্রিত লোকের লোভাক্রান্ত হইয়া উঠিল ; আর ইস্রায়েল-সন্তানগণও পুনবৰ্বার রোদন করিয়া কহিল, কে আমাদিগকে ভক্ষ৫ ণার্থে মাংস দিবে ? আমরা মিসর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম, তাহ এবং সশ, খরবুজ, পর, ৬ পলাণ্ডু ও লণ্ডন মনে পড়িতেছে। এখন আমাদের প্রাণ শুষ্ক হইল ; কিছুই নাই ; আমাদের সম্মুখে এই মন্নি৷ ৭ ব্যতীত আর কিছু নাই –ঐ মান্না ধনিয়া বীজের ছায়, ৮ ও তাহ দেখিতে গুগগুলের স্থায় ছিল । লোকের ভ্রমণ করিয়া তাহা কুড়াইত, এবং যাতায় পিষিয়া কিম্ব। উখলিতে চুর্ণ করিয়৷ বহুগুণাতে সিদ্ধ করিত, ও তদ্বারা পিষ্টক প্রস্তুত করিত : তৈলপক্ক পিষ্টকের দ্যায় তাহার ৯ আম্বাদ ছিল । রাত্রিতে শিবিরের উপরে শিশির পড়িলে ঐ মান্ন। তাহার উপরে পড়িয়া থাকিত – ১০ মোশি লোকদের রোদন শুনিলেন, তাহার গোষ্ঠী সকলের মধ্যে প্রত্যেকে আপন আপন তাম্বু দ্বারে কাদিতেছিল ; আর সদাপ্রভুর ক্ৰোধ অতিশয় প্রজলিত হইল ; মোশিও অসন্তুষ্ট হইলেন। আর মোশি সদাপ্রভুক কহিলেন, তুমি কি নিমিত্ত আপন দাসকে এত ক্লেশ দিয়াছ ? কি নিমিত্তই বা আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই নাই যে, তুমি এই সকল লোকের ১২ ভার আমার উপরে দিতেছ ? আমি কি এই সমস্ত লোক গৰ্ত্তে ধারণ করিয়াছি ? তামি কি ইহাদিগকে প্রসব করিয়াছি ? সেই জন্ত তুমি ইহাদের পুৰ্ব্বপুরুষদের কাছে যে দেশের বিষয়ে দিব্য করিয়াছিলে, সেই দেশ পৰ্য্যন্ত আমাকে কি দুগ্ধপোষ্য শিশু বহনকারী পালকের দ্যায় ইহাদিগকে বক্ষে করিয়া বহন করিতে ১৩ বলিতেছ ? এই সমস্ত লোককে দিবার জন্ত আসি কোথায় মাংস পাইব ? ইহারা ত আমার কাছে রোদন করিয়া বলিতেছে, আমাদিগকে মাংস দেও, আমরা ১৪ থাইব । এত লোকের ভার সহ করা একাকী আমার অসাধ্য ; কেননা তাহ আমার শক্তির অতিরিক্ত । মি যদি আমার প্রতি এরূপ ব্যবহার কর, তবে বনয় করি, আমি তোমার দৃষ্টিতে যদি অনুগ্রহ পাইয়া থাকি, আমাকে একবারে বধ কর ; আমি যেন আমার ভূগতি না দেখি । তখন সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি যাহাদিগকে লোকদের প্রাচীন ও অধ্যক্ষ বলিয়া জন, ইস্রায়েনের এমন সত্তর জন প্রাচীন লোককে আমার কাছে সংগ্ৰহ কর । তাহাদিগকে সমাগম-তাম্বুর নিকটে আন ; তাহার তোমার সহিত সেই স্থানে দাড়াইবে । পরে তামি সেই স্থানে নামিয়া তোমার সহিত কথা কহিব, এবং তোমার উপরে যে আত্মা অধিষ্ঠান করেন, তাহার কিয়দংশ লইয়া তাহদের উপরে অধিষ্ঠান করাইব, তাহাতে তুমি যেন একাকী লোকদের ভর বহন না কর, এই জন্ত তাহার তোমার সহিত লোকদের ভার ১৮ বহিবে । আর তুমি লোকদিগকে বল, তোমরা কল্যের জন্ত আপনাদিগকে পবিত্র কর, মাংস ভোজন করিতে ত > 6. o >や S a 122
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।