১ ১ , ১৯ – ১ ২ ; ১২ । ] পাইবে ; কেননা তোমরা সদাপ্রভুর কর্ণগোচরে রোদন করিয়াছ, বলিয়াছ, আমাদিগকে মাংস ভোজন করিতে কে দিবে ? বরং মিসর দেশে আমাদের মঙ্গল ছিল : অতএব সদাপ্রভু তোমাদিগকে মাংস দিবেন, তোমরা ১৯ খাইবে । এক দিন কি দুই দিন কি পাচ দিন কি দশ ২• দিন কি বিশ দিন তাহ খাইবে, এমন নয় ; সম্পূর্ণ এক মাস পর্য্যন্ত, যাবৎ তাহা তোমাদের নাসিক হইতে নির্গত না হয় ও তোমাদের ঘৃণিত না হয়, তাবৎ খাইবে ; কেননা তোমরা আপনাদের মধ্যবৰ্ত্তী সদাপ্রভুকে অগ্রাহ করিয়াছ, এবং তাহার সম্মুখে রোদন করিয়া এই কথা বলিয়াছ, “আমরা কেন মিসর হইতে ২১ বাহির হইয়া আসিয়াছি ?” তখন মোশি কহিলেন, আমি যে লোকদের মধ্যে আছি, তাহারা ছয় লক্ষ পদাতিক ; আর তুমি কহিতেছ, আমি সম্পূর্ণ এক ২২ মাস খাইবার মাংস তাহাদিগকে দিব । পর্য্যাপ্তি জন্ত কি মেষপাল ও গোপাল মারিতে হইবে ? ন। তাহদের পর্যাপ্তি জন্ত সমুদ্রের সমস্ত মৎস্ত সংগ্ৰহ ২৩ করিতে হইবে ? সদাপ্রভু মোশিকে কহিলেন, সদাপ্রভুর হস্ত কি সঙ্কুচিত হইয়াছে ? তোমার কাছে আমার বাক্য ফলিবে কি না, এখন দেখিবে । তখন মোশি বাহিরে গিয়া সদাপ্রভুর বাক্য লোকদিগকে কহিলেন ; এবং লোকদের প্রাচীনবর্গের মধ্যে সত্তর জনকে একত্র করিয়া তাম্বুর চতুষ্পাশ্বে উপস্থিত ২৫ করিলেন। আর সদাপ্রভু মেঘে নামিয় তাহার সহিত কথা কহিলেন, এবং যে আত্মা তাহার উপরে ছিলেন, তাহার কিয়দংশ লইয়া সেই সত্তর জন প্রাচীনের উপরে অধিষ্ঠান করাইলেন : তাহাতে আত্মা তাহদের উপরে অধিষ্ঠান করিলে তাহারা ভাবোক্তি প্রচার করিলেন, ১৬ কিন্তু তৎপশ্চাৎ তার করিলেন না । কিন্তু শিবিরমধ্যে দুইটী লোক অবশিষ্ট ছিলেন, এক জনের নাম হলুদদ, অীর এক জনের নাম মেদদ ; আত্মা তাহাদের উপরে অধিষ্ঠান করিলেন : তাহারা ঐ লিখিত লোকদের মধ্যে ছিলেন বটে, কিন্তু বাহিরে তাম্বুর নিকটে যান নাই ; তাহারা শিবিরমধ্যে ভাবে৷ক্তি প্রচার করিতে লাগি২৭ লেন । তাহাতে এক যুবা দৌড়িয়া গিয়া মোশিকে কহিল, ইল্দদ ও মেদদ শিবিরে ভাবোক্তি প্রচার ২৮ করিতেছে। তখন নুনের পুত্ৰ যিহোশূয়, মোশির পরিচারক, যিনি তাহার এক জন মনোনীত লোক, তিনি কহিলেন, হে আমার প্রভু মোশি, তাহাদিগকে বারণ ২৯ করুন। মোশি তাহাকে কহিলেন, তুমি কি আমার পক্ষে ঈর্ষা করিতেছ ? সদাপ্রভুর যাবতীয় প্রজ। ভাববাদী হউক, ও সদাপ্রভু তাহদের উপরে আপন আত্মা ৩০ অধিষ্ঠান করাউন । পরে মোশি ও ইস্রায়েলের প্রাচীন গণ শিবিরে প্রস্থান করিলেন । পরে সদাপ্রভুর নিকট হইতে বায়ু নির্গত হইয়া সমুদ্র হইতে ভারুই পক্ষী আনিয়া শিবিরের উপরে ফেলিল , শিবিরের চারিদিকে এপার্শ্বে এক দিবসের পথ, ওপার্শ্বে এক দিবসের পথ পৰ্য্যন্ত ফেলিল, সেগুলি <8 vరి) গণনাপুস্তক । তাহাদের । > 、○ ৩২ ভূমির উপরে দুই হস্ত উৰ্দ্ধ হইয়া রহিল। তার লোকেরা সেই সমস্ত দিবারাত্র ও পরদিন সমস্ত দিবস উঠিয়া ভারুই পক্ষী সংগ্ৰহ করিল ; তাহীদের মধ্যে কেহ দশ হোমরের নূ্যন সংগ্ৰহ করিল না ; পরে আপনাদের নিমিত্তে শিবিরের চারিদিকে তাহা ৩৩ ছড়াইয়। রাখিল । কিন্তু মাংস তাহাদের দন্তের মধ্যে থাকিতে, কাটিবার পূর্বেই লোকদের প্রতি সদাপ্রভুর ক্ৰোধ প্রজ্বলিত হইল ; আর সদাপ্রভু লোকদিগকে ৩৪ ভারী মহামারী দ্বারা আঘাত করিলেন। আর মোশি সেই স্থানের নাম কিব্রোৎ-হত্তাব লোভের কবরসমূহ রাখিলেন, কেননা সেই স্থানে তাহার লোভীদিগকে ৩৫ কবর দিল । কিব্রোৎ-হত্তবা হইতে লোকেরা হৎসেরোতে যাত্রা করিল ; এবং তাহারা হৎসেরোতে অবস্থিতি করিল। হারোণ ও মরিয়মের বচস । 3 & মোশি যে কুশীয় স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারেীণ মোশির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক ২ কুশীয় স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন । তাহারা কহিলেনসদাপ্রভু কি কেবল মোশির সহিত কথা কহিয়াছেন ? আমাদের সহিত কি কহেন নাই ? অার এ কথা ৩ সদাপ্রভু শুনিলেন। ভূমণ্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষ। মোশি লোকটী অতিশয় মৃদুশীল ছিলেন। ৪ পরে সদাপ্রভু হঠাৎ মোশি, হারোণ ও মরিয়মকে কহিলেন, তোমরা তিন জন বাহির হইয়া সমাগমতাম্বুর নিকটে আইস , তাহারা তিন জন বাহির হইয়৷ ৫ আসিলেন । তখন প্ৰভু মেঘস্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাড়াইলেন, এবং হারোণ ও মরিয়মকে ডাকিলেন ; তাহাতে তাহারা উভয়ে বাহির হইয়া আসিলেন । ৬ তিনি কহিলেন, তোমরা আমার বাক্য শুন ; তোমঃদের মধ্যে যদি কেহ ভাববাদী হয়, তবে আমি সদপ্রভু তাহার নিকটে কোন দর্শন দ্বারা আপনার পরিচয় দিব, স্বপ্নে তাহার সহিত কথা কহিব। ৭ আমার দাস মোশি তদ্রুপ নয়, সে আমার সমস্ত বাটার ৮ মধ্যে বিশ্বাসের পাত্র । তাহার সহিত আমি সম্মুখাসম্মুখি হইয়া কথা কহি, গুঢ় বাক্য দ্বারা নয়, কিন্তু প্রকাগুরূপে ; এবং সে সদাপ্রভুর মূৰ্ত্তি দর্শন করিবে ; অতএব আমার দাসের প্রতিকূলে, মোশির প্রতিকূলে, ৯ কথা কহিতে তোমরা কেন ভীত হইলে না ? ফলে তাহীদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ; ও ১• তিনি প্রস্থান করিলেন । আর তাম্বুর উপর হইতে মেম্ব প্রস্থান করল ; আর দেখ, মরিয়মের হিমবৎ কুণ্ঠ হইয়ছে ; এবং হারেীণ মরিয়মের দিকে মুখ ফিরাইলেন, ১১ আর দেখ, তিনি কুপ্তগ্রস্ত । তখন হারোণ মেশিকে কহিলেন, হায়, আমার প্রভু, বিনয় করে, পাপের ফল আমাদিগকে দিবেন না, এ বিষয়ে আমরা নিবোধের ১২ কৰ্ম্ম করিয়াছি, এ বিষয়ে পাপ করিয়াছি। মাতৃগৰ্ত্ত 123
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।