> &、や ১৪ ভোগ করিবে । তোমরা যে চল্লিশ দিন দেশ নিরীক্ষণ করিয়াছ, সেই দিনের সংখ্যানুসারে চল্লিশ বৎসর, এক এক দিনের জন্ত এক এক বৎসর, তোমরা আপনাদের অপরাধ বহন করিবে, আর আমার বিপক্ষত৷ ৩৫ কেমন, তাহা জ্ঞাত হইবে। আমি সদাপ্রভু বলিয়াছি, আমার বিপরীতে চক্রান্তকারী এই সমগ্র দুষ্ট মণ্ডলীর প্রতি আমি ইহা অবস্থা করিব ; এই প্রান্তরে তাহার নিঃশেষিত হইবে, এখানেই তাহারা মরিবে । তার দেশ নিরীক্ষণ করিতে মোশি যে লোকদিগকে পাঠাইয়াছিলেন, যাহারা ফিরিয়া আসিয়া ঐ দেশের অখ্যাতি করিয়া তাহার প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে ৩৭ দিয়া বচস করাইয়াছিল, দেশের অখ্যাতিকারী সেই ৩৮ ব্যক্তিরা সদাপ্রভুর সম্মুখে মহামারীতে মরিল । যে ব্যক্তির দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিল,তাহদের মধ্যে কেবল নুনের পুত্র বিহোশূয় ও যিফুল্লির পুত্র কালেব ৩৯ জীবিত থাকিলেন । তখন মোশি সমস্ত ইস্রায়েলসন্তানকে সেই কথা কহিলেন, এবং লোকের অতিশয় শোক করিল। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া পৰ্ব্বতের শৃঙ্গে আরোহণ করিতে উদ্যত হইয়া কহিল, দেখ, এই আমরা, সদাপ্রভু যে স্থানের কথা বলিয়াছেন, আমরা সেই ৪১ স্থানে যাই, কেননা আমরা পাপ করিয়াছি । তাহাতে মোশি কহিলেন, এখন সদাপ্রভুর আজ্ঞালজঘন কেন ৪২ করিতেছ ? ইহা ত সফল হইবে না । তোমরা উঠিয়া যাইও না, কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নাই, গেলে ৪৩ তোমরা শক্রসম্মুখে পরাস্ত হইবে। কেনন অমালেকীয়ের ও কনানীয়ের সে স্থানে তোমাদের সম্মুখে আছে ; তোমরা খড়েগ পতিত হইবে, কেননা তোমরা সদাপ্রভুর পশ্চাৎ হইতে ফিরিয়াছ, তাই সদাপ্রভু তোমাদের সহ৪৪ বৰ্ত্তী হইবেন না । তথাপি তাহারা দুঃসাহসী হইয়া পৰ্ব্বতশৃঙ্গে আরোহণ করিতে লাগিল ; কিন্তু সদাপ্রভুর সাক্ষ্যসিন্দুক ও মোশি শিবির হইতে সরিলেন ৪৫ না । তখন ঐ পৰ্ব্বতবাসী আমালেকীয়ের ও কনানীয়েরা নামিয়া আসিয় তাহাদিগকে আঘাত করিল, ○○ 28 o ও হর্ম পৰ্য্যন্ত তাহাদিগকে তাড়াইয়া দিল । ভিন্ন ভিন্ন আদেশ । る(。 আর সদ্যপ্ৰভু মেশিকে কহিলেন, তুমি ইস্রা য়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, তোমাদের সেই নিবাস৩ দেশে প্রবেশ করিলে পর যখন তোমরা মানত পুর্ণ করণার্থে কিম্বা স্ব ইচ্ছায় দত্ত নৈবেদ্যার্থে কিম্বা তোমাদের নিরূপিত পর্বে গোমেধাদি পাল হইতে সদাপ্রভুর উদ্দেশে সৌরভ করিবার জন্ত সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে হোম কিম্বা বলি উৎসর্গ করিবে ; ও তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদেশে এক হিনের চতুর্থাংশ তৈলে মিশ্রিত স্থজির (এক ঐফার) দশমাংশ ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, এবং তুমি গণনাপুস্তক । [ ১ ৪ ; ৩৪ – ১৫ : ২৩ ৷ হোমবলির সহিত অথবা বলির জন্ত, প্রত্যেক মেষ৫ শাবকের জষ্ঠ, পেয় নৈবেদ্য বলিয়৷ এক হিনের ৬ চতুথাংশ দ্রাক্ষারস প্রস্তুত করিবে। অথবা এক মেষের জন্য তুমি ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া এক হিনের তৃতীয়াংশ তৈলমিশ্রিত হুক্ষ সুজির এক ঐফর দুই দশমাংশ ৭ প্রস্তুত করিবে, এবং পেয় নৈবেদ্যের জন্ত এক হিনের তৃতীয়াংশ দ্রাক্ষারস সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে ৮ উৎসর্গ করবে। তার যখন তুমি সদাপ্রভুর উদ্দেশে হোম বলির জন্ত বা মানত পূরণ জন্ত বলিদানার্থে, কিম্বা ৯ মঙ্গলার্থক বলির জন্ত গোবৎস উৎসর্গ করিবে, তখন গোবৎসের সহিত অৰ্দ্ধ হিন তৈলে মিশ্রিত এক ঐফার্য ১• তিন দশমাংশ সুজির ভক্ষ্য-নৈবেদ্য আনিবে। আর পেয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত ১১ উপহার জন্য অৰ্দ্ধ হিন দ্রাক্ষারস আনিবে। এক এক গোবৎস, মেষ, মেষবৎস ও ছাগবৎসের জন্য এইরূপ ১২ করিতে হইবে । তোমরা যত পশু উৎসর্গ করিবে, তাহাদের সংখ্যানুসারে প্রত্যেকের জন্ত এইরূপ করিবে। ১৩ দেশজাত লোক সকল সদাপ্রভুর উদেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার নিবেদন করিবার সময়ে এই নিয়ম১৪ নুসারে এই সকল প্রস্তুত করবে। আর তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী কিম্বা তোমাদের মধ্যে তোমাদের পুরুষানুক্রমে বাসকারী কোন ব্যক্তি যদি সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে অগ্নিকৃত উপহার নিবেদন করিতে চাহে, তবে তোমরা যেরূপ, সেও তদ্রুপ ১৫ করিবে । সমাজের জন্ত, তোমরা এবং তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী লোক, উভয়ের জন্ত একই ব্যবস্থা হইবে ; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি ; সদাপ্রভুর সমক্ষে তোমরা ও বিদেশীয়ের, ১৬ উভয়ে সমান। তোমাদের ও তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয়দের জন্ত একই ব্যবস্থা ও একই শাসন হইবে । ১৭,১৮ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশে লইয়া যাইতেছি, সে দেশে প্রবেশ ১৯ করিলে পর তোমরা সেই দেশের খাদ্য ভক্ষণ কালে সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে। ২০ তোমরা উত্তোলনীয় উপহারের জন্ত তোমাদের ছানা ময়দার অগ্রিমাংশ বলিয়া এক এক পিষ্টক নিবেদন করিবে ; যেমন থামারের উত্তোলনীয় উপহার উত্তোলন ২১ করিয়া থাক, ইহাও সেইরূপ করিবে । তোমরা পুরুষানুক্রমে আপন আপন ছান ময়দার অগ্রিমাংশ হইতে সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে । আর তোমরা যদি প্রমাদবশতঃ পাপ কর, মোশির কাছে সদাপ্রভু এই যে সকল আজ্ঞা দিয়াছেন, এই সকল ২৩ যদি পালন না কর, এমন কি, সদাপ্রভু যে দিনে তোমাদিগকে আজ্ঞা দিয়াছেন, তদবধি তোমাদের পুরুষপরম্পরার জন্ত সদাপ্ৰভু মোশির হস্তে তোমাদিগকে যত ૨ર 126
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।