১৫ ; ২৪ – ১ ৬ ; ১৩ । ] আজ্ঞা করিয়াছেন, সেই সকল যদি পালন না কর, ২৪ এবং তাহ যদি মণ্ডলীর অগোচরে প্রমাদবশতঃ হইয়া থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমের জন্ত এক গোবৎস ও বিধিমতে তাহার সহিত ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলির জন্ত এক ২৫ ছাগ উৎসর্গ করিবে । আর যাজক ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর জন্ত প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহাদিগকে ক্ষমা করা যাইবে, কেননা উহ। প্রমাদ, এবং তাহার সেই প্রমাদ প্রযুক্ত আপনাদের উপহার, সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহার, ও সদাপ্রভুর সম্মুখে ২৬ পাপার্থক বলি অনিল । তাহাতে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে ও তাহদের মধ্যে প্রবাসী বিদেশীদিগকে ক্ষমা করা যাইবে ; কেননা সকল লোক ২৭ প্রমাদবশতঃ ঐ কৰ্ম্ম করিল। আর যদি কোন এক ব্যক্তি প্রমাদবশতঃ পাপ করে, তবে সে পাপার্থক বলি২৮ রূপে একবর্ষীয় এক ছাগবৎসা আনিবে। আর যাজক সদাপ্রভুর সাক্ষাতে ঐ প্রমাদী ব্যক্তির জন্য তাহার প্রমাদকৃত পাপপ্রযুক্ত প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহার প্রায়শ্চিত্ত হইলে তাহার পাপ ক্ষম হইবে। ২৯ ইস্রায়েল-সন্তানগণের স্বজাতীয় হউক, কিম্বা তাহদের মধ্যে প্রবাসী বিদেশী হউক, তোমাদের জন্ত প্রমাদার ৩০ একই ব্যবস্থা হইবে। কিন্তু স্বজাতীয় কি বিদেশী যে ব্যক্তি উদ্ধহস্তে পাপ করে,সে সদাপ্রভুর নিন্দ করে; সেই ব্যক্তি আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। ৩১ কেনন। সে সদাপ্রভুর বাক্য অবজ্ঞা করিল ও তাহার আজ্ঞা লঙ্ঘন করিল ; সেই ব্যক্তি একেবারে উচ্ছিন্ন হইবে, তাহার অপরাধ তাহারই উপরে বৰ্ত্তিবে । ৩২ ইস্রায়েল-সন্তানগণ যখন প্রান্তরে ছিল, তখন বিশ্রামদিনে এক জনকে কাষ্ঠ সংগ্ৰহ করিতে দেখিল । ৩৩ যাহার। তাহাকে কাষ্ঠ সংগ্ৰহ করিতে দেখিয়াছিল, তাহার মোশি, হারোণ ও সমস্ত মণ্ডলীর নিকটে ৩৪ তাহাকে আনিল। আর তাহার। তাহাকে রুদ্ধ করিয়া রাখিল ; কেননা তাহার প্রতি কি কৰ্ত্তব্য, তাহ ব্যক্ত ৩৫ হয় নাই। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, সেই ব্যক্তির প্রাণদণ্ড অবগু হইবে ; সমস্ত মণ্ডলী তাহাকে ৩৬ শিবিরের বাহিরে প্রস্তরাঘাতে বধ করিবে। পরে মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে সমস্ত মণ্ডলী তাহাকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাত করিল ; তাহাতে সে মরিয়া গেল। ৩৭,৩৮ পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তাহারা পুরুষানুক্রমে আপন আপন বস্ত্রের কোণে থোপ দিউক, ও ৩৯ কোণস্থ থোপে নীল স্বত্র বদ্ধ করুক। তোমাদের জন্ত সেই খোপ থাকিবে, যেন তাহ দেখিয়া তোমরা সদাপ্রভুর সমস্ত আজ্ঞ। স্মরণ করিয়া পালন কর, এবং আপনাদের যে হৃদয় ও চক্ষুর অনুগমনে তোমরা ব্যভিচারী হইয়া থাক, তদনুগমনে ভ্রমণ না কর ; ৪• যেন আমার সমস্ত আজ্ঞ। স্মরণ কর, ও পালন কর, গণনাপুস্তক ।
- 、●
৪১ এবং আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র হও । আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর ; আমি তোমাদের ঈশ্বর হইবার জন্ত তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। কোরহ ও তাহার দলের বিদ্রোহ ও বিনাশ । SW。 লেবির সন্তান কহাৎ, তাহার সন্তান যিমূহর, সেই যিমূহরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ-সন্তানগণের মধ্যে ইলীয়াবের পুত্র দাখন ও ২ অীরাম, এবং পেলতের পুত্র ওন দল বাধিল ; আর ইস্রায়েল-সন্তানদের দুই শত পঞ্চাশ জনের সহিত মোশির সম্মুখে উঠিল ; ইহারা মণ্ডলীর অধ্যক্ষ, সমাজে ৩ সমাহত ও প্রসিদ্ধ লোক ছিল । তাহারা মোশি ও হারোণের বিরুদ্ধে একত্র হইয় তাহাদিগকে কহিল, তোমরা বড়ই অভিমানী ; কেনন। সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র, এবং সদাপ্রভু তাহদের মধ্যবৰ্ত্ত ; তবে তোমরা কেন পদাপ্রভুর সমাজের উপরে আপনাদিগকে উন্নত করিতেছ ? ৪ তখন মোশি তাহ শুনিয়া উবুড় হইয়া পড়িলেন। ৫ আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবৰ্ত্ত করেন, তাই সদাপ্ৰভু প্রাতঃকালে জানাইবেন ; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবৰ্ত্তা করবেন। ৬ হে কোরহ ও কোরহের দলস্থ সকলে, এক কৰ্ম্ম কর; ৭ তোমরা অঙ্গারধানী লও, এবং তাহাতে অগ্নি দিয়৷ কল্য সদাপ্রভুর সম্মুখে তাহার উপরে ধূপ দেও ; তাহাতে সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, সেই ব্যক্তি পবিত্র হইবে ; হে লেবির সন্তানগণ, তোমরা ৮ বড়ই অভিমানী । পরে মোশি কোরহকে কহিলেন, হে লেবির সন্তানগণ, বিনয় করি, আমার কথা শুন । ৯ ইহা কি তোমাদের কাছে ক্ষুদ্র বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদিগকে ইস্রায়েল-মণ্ডলী হইতে পৃথক্ করিয়৷ সদাপ্রভুর আবাসের সেবাকর্ম করণার্থে ও মণ্ডলীর সম্মুখে দাড়াইয় তাহার পরিচর্য্য করণার্থে আপনার ১০ নিকটবত্তী করিয়াছেন ; আর তোমাকে ও তোমার সহিত তোমার সমস্ত ভ্রাতাকে তথাৎ লেবির সন্তানগণকে আপনার নিকটবৰ্ত্তী করিয়াছেন ? আর তোমরা ১১ কি যাজকত্বেরও চেষ্টা করিতেছ ? অতএব তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই প্রতিকূলে একত্র হইয়াছ ; আর হারোণ কে যে, তোমরা তাহার প্রতিকুলে বচস কর । ১২ পরে মোশি ইলীয়াবের পুত্র দাখন ও আবীরামকে ডাকিতে লোক পাঠাইলেন, কিন্তু তাহারা কহিল, ১৩ আমরা যাইব না ; ইহা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমাদিগকে প্রান্তরে মারিবার জন্য দুগ্ধমধুপ্রবাহী দেশ হইতে আনিয়াছ ? তুমি কি আমাদের উপরে সর্বতো 127