পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ & レ ১৪ ভাবে কর্তৃত্বও করিবে ? আর, তুমি ত আমাদিগকে দুগ্ধমধুপ্রবাহী দেশে আন নাই, শস্তক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের অধিকারও দেও নাই। তুমি কি এই লোকদের চক্ষু উৎপাটন করিবে ? আমরা যাইব না। ১৫ তখন মোশি অতিশয় ক্রুদ্ধ হইয়া সদাপ্রভুকে কহি লেন, উহাদের নৈবেদ্য গ্রাহ করিও না ; আমি উহাদের হইতে একটী গর্দভও লই নাই, আর উহাদের এক জনেরও হিংসা করি নাই । পরে মোশি কোরহকে কহিলেন, তুমি ও তোমার দলস্থ সকলে, তোমরা কল্য হারোণের সহিত সদাপ্রভুর ১৭ সম্মুখে উপস্থিত হইবে ; প্রত্যেক জন অঙ্গারধানী লইয়া তাহার উপরে ধুপ দিয়া সদাপ্রভুর সম্মুখে আপন আপন অঙ্গারধানী উপস্থিত করিবে ; দুই শত পঞ্চাশটা অঙ্গরধানী উপস্থিত করিবে ; এবং তুমি ও ১৮ হারোণ আপন আপন অঙ্গরধানী লইবে । পরে তাহারা প্রত্যেকে অপেন আপন অঙ্গীরধানী লইয়া তাহার মধ্যে অগ্নি রাখিয়া ধূপ দিয়া মোশি ও হারোণের ১৯ সহিত সমাগম-তাম্বুর দ্বারে দাড়াইল । আর কোরহ সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাহদের প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে সমবেত করিল। তখন সদাপ্রভুর প্রতাপ সমস্ত মণ্ডলীর প্রত্যক্ষ হইল । ২• পরে সদা ভু মোশি ও হারোণকে কহিলেন, ২১ তোমরা এই মণ্ডলীর মধ্য হইতে পৃথক হও ; আমি ২২ এক নিমিষে ইহাদিগকে সংহার করি। র্তাহার। উবুড় হইয় পড়িলেন, ও কহিলেন, হে ঈশ্বর, হে যাবতীয় শরীরস্থ আত্মার ঈশ্বর, এক জন পাপ করিলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে কোপাবিষ্ট ২৩,২৪ হইবে ? তখন সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি মণ্ডলীকে বল, তোমরা কোরহের, দাখনের ও অবৗ২৫ রামের আবাসের চতুদিক্ হইতে উঠিয়া যাও। আর মোশি উঠিয়৷ দাখনের ও অবীরামের নিকটে গেলেন, এবং ইস্রায়েলের প্রাচীনবর্গ তাহার পশ্চাৎ গেলেন । ২৬ পরে তিনি মণ্ডলীকে কহিলেন, বিনয় করি, তোমর এই দুষ্ট লোকদের তাম্বুর নিকট হইতে উঠিয়া যাও, ইহাদের কিছুই স্পর্শ করিও না, পাছে ইহাদের সমস্ত ২৭ পাপে বিনষ্ট হও । তাহাতে তাহার কোরহের, দাখনের ও অবরোমের আবাসের চারিদিক্ হইতে উঠিয় গেল, আর দাখন ও অবীরাম বাহির হইয়া আপন আপন স্ত্রী, পুত্র ও শিশুগণের সহিত আপন আপন তাম্বুদ্বারে দাড়াহয় রহিল। পরে মোশি কহিলেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কার্য্য করিতে পাঠাইয়াছেন, আমি স্বেচ্ছানুসারে করি ২৯ নাই, তাহা তোমরা ইহাতেই জানিতে পারবে। সাধারণ লোকদের মরণের স্যায় যদি এই মনুষ্যের মরে,কিম্ব। সাধারণ লোকদের শাস্তির দ্যায় যদি ইহাদের শাস্তি ৩• হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নাই। কিন্তু সদা প্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়৷ ইহাদিগকে ও ইহাঙ্গের সর্ববস্ব গ্রাস করে, আর o ২৮ গণনাপুস্তক । [ ১ ৬ ; ১৪ – ৪৬ ৷ ইহুরি জীবদ্দশায় পাতালে নামে, তবে ইহার যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে, তাহা তোমরা জানিতে পরিবে । ৩১ পরে মোশির এই সমস্ত কথা সমাপ্ত হইবামাত্র ৩২ তাহদের অধঃস্থিত ভূমি বিদীর্ণ হইল, আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে এবং ৩৩ তাহদের সকল সম্পত্তি গ্রাস করিল। তাহাতে তাহার। ও তাহদের সমস্ত পরিজন জীবদ্দশায় পাতালে নামিল, এবং পুথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল ; এই৩৪ রূপে তাহারী সমাজের মধ্য হইতে লুপ্ত হইল। আর তাহাঁদের রবে চারিদিকের সমস্ত ইস্রায়েল পলায়ন করিল, কেননা তাহারা বলিল, পাছে পৃথিবী আমা৩৫ দিগকে গ্রাস করে। আর সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যাহার ধুপ নিবেদন করিয়াছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করিল। ৩৬,৩৭ পরে সদাপ্ৰভু মোশিকে কহিলেন, তুমি হারোণ যাজকের পুত্র ইলয়াসরকে বল, সে দাহস্থান হইতে ঐ সকল অঙ্গরধানী উঠাইয়। লউক, এবং তাহার অগ্নি দুরে ঝাড়িয় ফেলুক, কেনন। সেই সকল অঙ্গরধানী ৩৮ পবিত্র। আর ঐ যে পাপীরা আপন আপন প্রাণের প্রতিকূলে পাপ করিয়াছিল, তাহদের অঙ্গারধানী সকল পিটাইয়া যজ্ঞবেদির আচ্ছাদনার্থ পাত প্রস্তুত কর। হউক, কেনন। তাহারা সদাপ্রভুর সম্মুখে সে সকল নিবেদন করিয়াছিল ; অতএব সে সকল পবিত্র ; আর সে সকল ইস্রায়েল-সন্তানগণের পক্ষে চিহ্ন হইবে। ৩৯ তাহাতে যাহারা পুড়িয়া মরিল, তাহার পিত্তলের যে যে অঙ্গারধানী নিবেদন করিয়াছিল, ইলীয়াসর যাজক সে সকল গ্রহণ করিলেন ; এবং তাহ পিটাইয়া যজ্ঞবেদির ৪০ আচ্ছাদনর্থ পাত প্রস্তুত করা গেল - উহা ইস্রায়েলসন্তানগণের স্মরণার্থে হইল যেন হারোণ বংশজাত ভিন্ন অস্ত গোষ্ঠীভুক্ত কোন মনুষ্য সদাপ্রভুর সম্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এবং কোর হর ও তাহার দলের মত না হয় ; সদাপ্রভু মোশির দ্বারা তাহাকে এইরূপ আজ্ঞা দিয়াছিলেন । তথাপি পর দিনে হস্রায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে বচসা করিয়া কহিল, ৪২ তোমরাই সদাপ্রভুর প্রজাদিগকে বধ করিলে। আর মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে একত্র হইলে তাহারা সমাগম-তাম্বুর দিকে মুখ ফিরাইল, আর দেখ, মেঘ তাহ আচ্ছাদন করিয়াছে, এবং সদাপ্রভুর প্রতাপ ৪৩ প্রত্যক্ষ হইয়াছে। তখন মোশি ও হারোণ সমাগম৪৪ তাম্বুর সম্মুখে উপস্থিত হইলেন । আর সদাপ্রভু মোশি৪৫ কে কহিলেন, তোমরা এই মণ্ডলীর মধ্য হইতে উঠিয়৷ যাও, আমি এক নিমিষে ইহাদিগকে সংহার করিব । ৪৬ তখন তাহারা উবুড় হইয়া পড়িলেন। আর মোশি হারোণকে কহিলন, তোমার অঙ্গরধানী লও, ও যজ্ঞবেদির উপর হইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দেও, 83 128