পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ७ ; 8१ - > >~ ; २२ । ] এবং তাহাত ধূপ দিয়া শীঘ্র মণ্ডলীর নিকটে গিয়া তাহীদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর ; কেননা সদা ভুর সম্মুখ হইতে ক্রোধ নির্গত হইল, মহামার আরম্ভ ৪৭ হইল। আর মোশি যেমন বলিলেন, অমনি হারোণ [ অঙ্গীরধানী ] লইয়া সমাজের মধ্যে দৌড়িয়া গেলেন ; আর দেখ, লোকদের মধ্যে মহামারী আরম্ভ হইয়াছিল, কিন্তু তিনি ধূপ দিয়া লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত ৪৮ করিলেন। তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাড়াই৪৯ লেন ; তাহাতে মহামারী নিবৃত্ত হইল। যাহার কোরহের ব্যাপারে মারা পড়ে, তাহারা ছাড়া আর চোঁদ সহস্ৰ সাত শত লোক ঐ মহামারীতে মারা পড়িল । ৫• পরে হারোণ সমাগম-তামুর দ্বারে মোশির নিকটে ফিরিয়া আসিলেন । এইরূপে মহামারী নিবৃত্ত হইল । লেবীয় ও যাজকদের বিষয়ে বিধি । Šፃ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রা য়েল সন্তানগণকে বলিয়। তাহদের পিতৃকুলানুসারে সমস্ত অধ্যক্ষ হইতে এক এক পিতৃকুলের জন্য এক এক যষ্টি, এইরূপে বার যষ্টি গ্রহণ কর ; প্রত্যেকের ৩ যষ্টিতে তাহার নাম লেখ । আর লেবির যষ্টিতে হারোণের নাম লেখ ; কেনন তাহদের এক এক পিতৃ৪ কুলাধ্যক্ষের নিমিত্ত এক এক যষ্টি হইবে। আর সমাগম-তাম্বুতে যে স্থানে আমি তোমাদের সহিত সাক্ষাৎ করি, সেই স্থানে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে সে সকল ৫ রাখিবে। পরে এইরূপ হইবে, যে ব্যক্তি আমার মনোনীত, তাহার যষ্টি মুকুলিত হইবে, তাহাতে ইস্রায়েলসন্তানগণ তোমাদের প্রতিকূলে যে যে বচস করে, তাহা আমি আপনার নিকট হইতে নিবৃত্ত করিব । পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই সকল কহিলে তাহাদের বংশাধ্যক্ষগণ তাহদের পিতৃকুলানুসারে এক এক অধ্যক্ষের নিমিত্তে এক এক যষ্টি, এইরূপে বার যষ্টি, তাহাকে দিলেন ; এবং হারোণের যষ্টি তাহদের ৭ যষ্টি সকলের মধ্যে ছিল । তাহাতে মোশি ঐ সকল যষ্টি লইয়া সাক্ষ্য-তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। ৮ পরদিবসে মোশি সাক্ষ্য-তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, লেবি বংশ সম্পৰ্কীয় হারোণের যষ্টি অঙ্কুরিত, ৯ মুকুলিত ও পুষ্পিত হইয়। বাদাম ফল ধরিয়াছে। তখন মোশি সদাপ্রভুর সম্মুখ হইতে ঐ সকল যষ্টি বাহির করিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সাক্ষাতে অনিলেন, এবং তাহার। তাহ দেখিয় প্রত্যেকে আপন ১• আপন যষ্টি গ্রহণ করিলেন। পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি হারোণের যষ্টি পুনৰ্ব্বার সাক্ষ্য-সিন্দুকের সম্মুখ রাখ, তাহ বিদ্রোহ-সন্তানদের বিরুদ্ধে চিহ্নের জন্তা রাখা যাউক ; এইরূপে আমার বিরুদ্ধে ইহাদের ১১ বচদ নিবৃত্ত কর, যেন ইহার না মরে। মোশি তাহ। করিলেন ; সদাপ্রভু তাঁহাকে যেরূপ আজ্ঞ দিয়াছিলেন, তিনি সেইরূপই করিলেন। তার ইস্রায়েল সন্তানগণ মোশিকে কহিল, দেখ, о. т. 9 ] wo 》, গণনাপুস্তক । 为&为 আমরা মারা পড়ি, বিনষ্ট হই, সকলেই বিনষ্ট হই । ১৩ যে কেহ নিকটে যায়, সদাপ্রভুর আবাসের নিকটে যায়, সেই মরে ; আমরা কি সকলেই মারা পড়িল ? ১৮ _তখন দাপ্রভু ইরোক কহিলেন, তুমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ ও তোমার পিতৃকুল, তোমরা ধৰ্ম্মধাম-ঘটিত অপরাধ বহন করবে, এবং তুমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ তোমাদের ২ যাজকত্বপদ-ঘটিত অপরাধ বহন করিবে । আর তোমার ভ্রাতৃগণ, যে লেবি বংশ তোমার পিতৃবংশ, তাহাদিগ কেও সঙ্গে আনিবে, তাহার তোমার সহিত যোগ দিয়? তোমার পরিচর্য্য করিবে ; কিন্তু তমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ, তোমরা সাক্ষ্য-তাম্বুর সম্মুখে থাকিবে । ৩ আর তাহার তোমার রক্ষণীয় ও সমস্ত তাম্বুর রক্ষণীয় রক্ষা করিবে ; কিন্তু তাহদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এই জন্য তাহার। পবিত্র স্থানের পাত্রের ও ৪ বেদির নিকটে যাইবে না। তাহার তোমার সহিত যোগ দিয়া তাম্বুর সমস্ত সেবাকৰ্ম্মের জন্ত সমাগম-তমুর রক্ষণীয় রক্ষা করিবে, এবং অন্ত গোষ্ঠীভুক্ত কেহ তোমা৫ দের নিকটে যাইবে না। আর হস্রায়েল সন্তানগণের প্রতি যেন আর ক্রোধ উপস্থিত না হয়, এই জন্ত তোমরা পবিত্র স্থানের রক্ষণীয় ও বেদির রক্ষণীয় রক্ষ ৬ করবে। আর দেখ, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে আমি তোমাদের ভ্রাতা লেৰীয়দিগকে গ্রহণ করিলাম : তাহার তোমাদের জন্য দানরূপে সমাগম-তাম্বুর সেবা৭ কৰ্ম্ম করণার্থে সদাপ্রভুকে দত্ত হইয়াছে। অতএব তুমি ও তোমার সহিত তোমার পুত্ৰগণ তোমরা বেদি সম্পকীয় সকল বিষয়ে ও তিরস্করিণীর ভিতরের বিষয়ে নিজ যাজকত্ব পালন করিবে ও সেবকৰ্ম্ম করিবে, আমি দানরূপে যাজকত্বপদ তোমাদিগকে দিলাম, কিন্তু যে অন্ত গোষ্ঠীভুক্ত লোক নিকটবৰ্ত্ত হইবে, তাহার প্রাণদণ্ড হইবে । আর সদাপ্রভু হারোণকে কহিলেন, দেখ, আমার উত্তোলনীয় উপহারের, এমন কি, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষেক প্রযুক্ত তোমাকে ও তোমার সন্তান৯ গণকে চিরস্থায়ী অধিকারার্থে সে সমস্ত দিলাম। অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এই সকল তোমার হইবে ; আমার উদ্দেশে তাহদের আনীত প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সকল তোমার ও তোমার পুত্ৰগণের পক্ষে অতি ১• পবিত্র হইবে । তুমি তাহ অতি পবিত্র বস্তু বলিয়া ভক্ষণ করিবে, প্রত্যেক পুরুষ তাহা ভক্ষণ করিবে, ১১ তাহ তোমার পক্ষে পবিত্র হইবে। এই সমস্তও তোমার হইবে ; ইস্রায়েল-সন্তানগণের দানরূপ উত্তোলনীয় উপহার, তাহদের সমস্ত দোলনীয় উপহার ; আমি চিরস্থায়ী অধিকারার্থে সে সমস্ত তোমাকে ও তোমার পুত্রগণকে ও তোমার কন্যগণকে দিলাম ; তোমার কুলের ty ১২ প্রত্যেক শুচি ব্যক্তি তাহ ভক্ষণ করবে। তাহার 129