পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

— ; » e — з о ; S « ) কারণ অশৌচয় জলের নিমিত্তে রাখা যাইবে , এটা পাপার্থক বলি। আর যে ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্ৰহ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্য। পৰ্য্যন্ত অশুচি থাকিবে ; ইহা ইস্রায়েল সন্তানগণর এবং তাহদের মধ্যে প্রবাসকারী বিদেশীর পালনীয় চিরস্থায়ী বিধি হইবে। ১১ যে কেহ কোন মনুষ্যের মৃত দেহ স্পর্শ করে, সে ১২ সাত দিন অশুচি থাকিবে । সে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে ঐ জল দ্বারা আপনাকে মুক্তপাপ করিবে, পরে শুচি হইবে ; কিন্তু যদি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাকে মুক্তপাপ না করে, তবে শুচি হইবে ২৩ না। যে কেহ কোন মনুষ্যের মৃত দেহ স্পর্শ করিয়া আপনাকে মুক্তপাপ না করে, সে সদাপ্রভুর আবাস অশুচি করে ; সেই প্রাণী ইস্রায়েলের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে ; কেনন তাহার উপরে অশৌচন্ন জল প্রক্ষিপ্ত হয় নাই, এই নিমিত্তে সে অশুচি হইবে ; ৪ তাহার অশুচিত। তাহাতে লগ্ন রহিয়াছে। ব্যবস্থা এই ; কোন মনুষ্য যখন তাম্বুর মধ্যে মরে, তখন সেই তাম্বুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাম্বুর ২৫ মধ্যস্থিত সমস্ত লোক সাত দিন অশুচি থাকিবে । আর যাবতীয় খোলা পাত্র, সুত্রাবদ্ধ ঢাকনীরহিত পত্র, ২৬ অশুচি হইবে। আর যে কেহ ক্ষেত্রে খড়গহত কিম্ব৷ মৃত লোকের দেহ কিম্বা মনুষ্যের অস্থি কিম্বা কবর ১৭ পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে। লোকের সেই অশুচি ব্যক্তির জন্ত পাপার্থক বলি দাহনের কিঞ্চিৎ ভষ্ম লইয়৷ পাত্রে রাখিয় তাহার উপরে স্রোতের জল* ১৮ দিবে। পরে কোন শুচি ব্যক্তি এসোব লইয়৷ সেই জল মগ্ন করিয়া ঐ তাম্বুর উপরে, ও সেই স্থানের সমস্ত সামগ্রীর ও সমস্ত প্রাণীর উপরে, এবং অস্থির কিম্বা হত বা মৃত লোকের দেহ কিম্বা কবর স্পর্শকারী ব্যক্তির ১৯ উপরে তাহ ছিটাইয় দিবে। আর ঐ শুচি ব্যক্তি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে অশুচির উপরে সেই জল ছিটাইয়া দিবে ; পরে সপ্তম দিবসে সে তাহাকে মুক্তপাপ করিবে, এবং ঐ ব্যক্তি আপন বস্ত্র ধৌত করিবে ও জলে স্নান করিবে ; পরে সন্ধ্যাকালে শুচি ২• হইবে । কিন্তু যে ব্যক্তি অশুচি হইয় আপনাকে মুক্তপাপ না করে, সে সমাজের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, কেননা সে সদাপ্রভুর ধৰ্ম্মধাম অশুচি করিয়াছে; তাহার উপরে অশৌচস্থ জল প্রক্ষিপ্ত হয় নাই, সে অশুচি। = ১ ইহা তাহদের পালনীয় চিরস্থায়ী বিধি হইবে ; এবং যে কেহ সেই অশৌচন্ন জল ছিটাইয় দেয়, সে আপন বস্ত্র ধৌত করিবে ; এবং যে জন সেই অশৌচস্থ জল ২২ পর্শ করে, সে সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে। আর সেই অশুচি ব্যক্তি যে কিছু স্পর্শ করে, তাহ অশুচি হইবে ; এবং যে প্রাণী তাহ স্পর্শ করে, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে ।

  • (ইব্র) জীবিত জল ।

গণনাপুস্তক । 〉○ > জলাভাবে ইস্রায়েলীয়দের বচস । २० .** ইস্রায়েল সন্তানগণ, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন প্রস্তরে উপস্থিত হইল, এবং লোকের কাদেশে বাস করিল ; আর সেই স্থানে মরিয়মের মৃত্যু হইল ও সেই স্থানে তাহার কবর হইল । ২ সেই স্থানে মণ্ডলীর জন্ত জল ছিল না ; তাহাতে লোকের মোশির ও হারোণের প্রতিকূলে একত্র হইল। ৩ আর তাহার মোশির সহিত বিবাদ করিয়া কহিল, হয়, আমাদের ভ্রাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মরিয়া ৪ গল, তখন কেন আমাদের মৃত্যু হইল না? আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্ত সদাপ্রভুর ৫ সমাজকে কেন এই প্রান্তরে আনলে ? এই কুস্থানে আনিবার জন্ত আমাদিগকে মিসর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে ? এই স্থানে চাস কি ডুমুর কি দ্রীক্ষা কি দাড়িম্ব হয় না, এবং পান করিবার ৬ জুলও নাই। তখন মোশি ও হারোণ সমাজের সাক্ষাৎ হইতে সমাগম তাম্বুর দ্বারে গিয়া উবুড় হইয় পড়িলন ; আর সদাপ্রভুর প্রতাপ উহাদের দৃষ্টিগোচর হইল । ৭.৮ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি যষ্টি লও, এবং তুমি ও তোমার ভ্রাতা হারাণ মণ্ডলীকে একত্র করিয়া তাহদের সাক্ষাতে ঐ শৈলকে বল, তাহতে সে নিজ জল প্রদান করবে ; এইরূপে তুমি তাহদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও ৯ তাহীদের পশুগণকে পান করাইবে । তখন মোশি সদাপ্রভুর অজ্ঞানুসারে তাহার সন্মুখ হইতে ঐ যষ্টি লইলেন। ১০ আর মোশি ও হারেণ সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহিগণ, শুন ; আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে ১১ জল বাহির করিব ? পরে মোশি আপন হস্ত তুলিয়। ঐ যষ্টি দ্বারা শৈলে দুই বার আঘাত করিলেন, তাহতে প্রচুর জল বাহির হইল, এবং মণ্ডলী ও তাহদের পশুগণ পান করিল। পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা ইস্রায়েল-সন্তনগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়৷ মন্ত করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না, এই জন্ত আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না । ১৩ সেই জলের নাম মরীব [বিবাদ ; যেহেতুক ইস্রায়েলসন্তানগণ সদাপ্রভুর সহিত বিবাদ করিল, আর তিনি তাহাঁদের মধ্যে পবিত্ররূপ মস্ত হইলেন । পরে মোশি কাদেশ হইতে ইদোমীয় রাজার নিকটে দূত দ্বারা বলিয়। পাঠাইলেন, তোমার ভ্রাতা ইস্রায়েল কহিতেছে, আমাদের যে সমস্ত কষ্ট ঘটিয়াছে, তাহা তুমি ১৫ জ্ঞাত আছ। আমাদের পিতৃপুরুষরা মিসরে নামি। গিয়াছিলেন, সেই মিসরে আমরা অনেক দিন বাস 38 131