ॐ ॐ रै করিয়াছিলাম ; পরে মিশ্ৰীয়ের আমাদের প্রতি ও আমাদের পিতৃপুরুষদের প্রতি অসদুব্যবহার করিতে ২৬ লাগিল। তখন আমরা সদাপ্রভুর উদ্দেশে ক্ৰন্দন করেলাম, আর তিনি আমাদের রব শুনিলেন, এবং দূত প্রেরণ করিয়া আমাদিগকে মিসর হইতে বাহির করি। আনিলেন ; আর দেখ, আমরা তোমার দেশের প্রান্ত১৭ স্থিত কাদেশ নগরে তাছি। অামি বিনয় করি, তমি আপন দেশের মধ্য দিয়া তামাদিগকে যাইতে দেও . আমরা শস্তক্ষেত্র কি দ্রাক্ষাক্ষেত্ৰ দিয়া যাইব না, কুপের জলও পান করিব না ; কেবল রাজপথ দিয়া যাইব । যে পৰ্য্যন্ত তোমার সীমা উত্তীর্ণ ন হই, তাবৎ দক্ষিণ ১৮ কি বামে ফিরিব না। ইদোম তাহাকে কহিল, তুমি আমার দেশের] মধ্য দিয়া যাইতে পাইবে না, গেলে ১৯ অামি খড়গ লইয়া তোমার বিরুদ্ধে বাহির হইব। তখন ইস্রায়েল-সন্তানগণ তাহীকে কহিল, আমরা রাজপথ দিয়া যাইব ; আমি কি আমার পশুগণ, আমরা যদি তোমার জল পান করি, তবে আমি তাহার মূল্য দিব ; আর কিছু নয়, কেবল আমাকে পায় হঁটিয়া যাইতে ২০ দেও। সে উত্তর করিল, তুমি যাইতে পাইবে না। পরে ইদোম অনেক লোক সঙ্গে লইয়া মহাবলে তাঁহা২১ দের প্রতিকূলে বাহির হইল। এইরূপে ইদোম ইত্তায়েলকে আপন সীমার মধ্য দিয়া যাইতে দিতে অসম্মত হইল ; অতএব ইস্রায়েল তাহার নিকট হইতে অন্ত পথে গমন করিল। হারোণের মৃত্যু। ২২ আর ইস্রায়েল সন্তানগণ অর্থাৎ সমস্ত মণ্ডলী কাদেশ হইতে প্রস্থান করিয়া হোর পর্বতে উপস্থিত হইল। ২৩ তখন ইদোম দেশের সীমার নিকটস্থ হোর পর্বতে ২৪ সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, হারোণ আপন লোকদের নিকটে সংগৃহীত হইবে ; কেননা আমি ইস্রায়েল-সন্তানগণকে যে দেশ দিয়াছি, সেই দেশে সে প্রবেশ করিবে না ; কারণ মরীব। জলের নিকটে ২৫ তোমরা আমার আজ্ঞার বিরুদ্ধাচারী হইয়াছিলে। তুমি হারেণকে ও তাহর পুত্র ইলীয়াসরকে হোর পর্বতের ২৬ উপরে লইয়া যাও। আর হারোণকে তাহার বস্ত্র ত্যাগ করাইয় তাহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাও ; হরোণ সে স্থানে [ আপন লোকদের কাছে ] ২৭ সংগৃহীত হইবে, সেখানে মরিবে। তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুযায়ী কৰ্ম্ম করিলেন ; তাহারা সমস্ত মণ্ড২৮ লীর সাক্ষাতে হোর পর্বতে উঠিলেন। পরে মোশি হারোণকে তাহার বস্ত্র ত্যাগ করাইয় তাহার পুত্র ইলীয়াসরকে তাহ পরিধান করাইলেন ; এবং হারোণ সে স্থানে পর্বতশৃঙ্গে মরিলেন ; পরে মোশি ও ইলয়াসর ২৯ পৰ্ব্বত হইতে নামিয়া আসিলেন । আর যখন সমস্ত | মণ্ডলী দেখিল যে, হীরোণ মরিয়া গিয়াছেন, তখন সমস্ত | ইস্রায়েল-কুল হারোণের জন্ত ত্রিশ দিন পর্য্যন্ত শোক করিল। গণনাপুস্তক । 3 [ ২ 0 ; ১৬ – ২ ১ ; ১৪ : সর্পাঘাতে বিনাশ ও তৎপ্রতীকার । তার দক্ষিণ প্রদেশনিবাসী কনান বংশীয় অরাদের রাজা শুনিতে পাইলেন যে, ইস্রায়েল তথারীমের পথ দিয়া আসিতেছে ; তখন তিনি ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলেন, ও তাহাদের কতকগুলি লোককে ২ ধরিয়া বান্দ করিলেন । তাহাতে ইস্রায়েল সদাপ্রভুর উদেশে মানত করিয়া কহিল, যদি তুমি এই লোকদিগকে আমার হস্তে সমর্পণ কর, তবে আমি তাহদের নগর সকল নিঃশেষে বিনষ্ট করিব। তখন সদ্যপ্ৰভু ইস্রায়েলের রবে কর্ণপাত করিয়৷ সেই কনানীয়দিগকে সমৰ্পণ করিলেন : তাহাতে ইস্রায়েল তাহাদিগকে ও তাহদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করিল, এবং সেই স্থানের নাম হম। [ বিনষ্ট ] রাখিল । ৪ পরে তাহার হোর পর্বত হইতে প্রস্থান করিয়া ইদোম দেশ প্রদক্ষিণ জষ্ঠ স্থফসাগরের দিক যাত্র করিল ; আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল । ৫ আর লোকের ঈশ্বরের প্রতিকুল ও মেশের প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই ? রটাও নাই, জলও নাই ; আর আমাদের ৬ প্রাণ এই লঘু ভক্ষ্য ঘৃণা করে। তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সপ প্রেরণ করিলেন ; তাহার লোকদিগকে দংশন করিলে হস্রায়েলের অনেক লোক ৭ মারা পড়িল । আর লোকের মোশির নিকটে আসিয় কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়। আমরা পাপ করিয়াছি ; তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সৰ্প দূর করেন। তাঁহাতে মাশি লোকদের জন্ত ৮ প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এক জ্বালাদারী সর্প নিৰ্ম্মাণ করিয়া পতাকার উদ্ধে রাখ ; সর্পদষ্ট যে কোন ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত ৯ করিবে, সে বাচিবে। তখন মোশি পিত্তলর এক সপ নিৰ্ম্মাণ করিয়া পতাকার উদ্ধে রাখিলেন : তাহাতে এইরূপ হইল, সৰ্প কোন মনুষ্যকে দংশন করিলে যখন সে ঐ পিত্তলময় সপের প্রতি দৃষ্টি করিল, তখন বাচিল । ইস্রায়েলীয়দের নানা স্থানে যাত্রা। ১০ পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া ওবেীতে শিবির ১১ স্থাপন করিল। আর ওবোৎ হইতে যাত্রা করিয়া হুর্য্যোদয়ের দিকে মোয়াবের সম্মুখস্থিত প্রস্তরে হয়-আবারমে :২ শিবির স্থাপন করিল। তথা হইতে যাত্র করিয়া সেরদ ৩ উপত্যকাতে শিবির স্থাপন করিল। তথা হইতে যাত্র করিয়া ইমোরীয়দের সীমা হইতে নির্গত অর্ণেনের অন্ত পারে প্রান্তরে শিবির স্থাপন করিল ; কেননা মোয়াবের ও ইমেরীয়দের মধ্যবৰ্ত্তী অর্ণেন মেয়াবের সীমা। ১৪ এই জন্য সদাপ্রভুর যুদ্ধপুস্তকে উক্ত আছে, শুফাতে বাহেব, আর অর্ণেনের উপত্যক সকল, 132
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।