পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○8 মন্ত্রের পুরস্কার হস্তে লইয়া প্রস্থান করিল, এবং বিলি য়মের নিকটে উপস্থিত হইয়া বালকের কথা তাহাকে ৮ কহিল। সে তাহাদিগকে কহিল, তোমরা এই স্থান রাত্রি যাপন কর; পরে সদাপ্রভু আমাকে যাহ। বলিবেন, তদনুযায়ী কথা আমি তোমাদিগকে বলিব ; তাহতে মোয়াবের অধ্যক্ষগণ বিলিয়মের সহিত রাত্রিবাস করিল। ৯ পরে ঈশ্বর বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, ১০ তোমার সঙ্গে এই লোকের কে ? তাহীতে বিলিয়ম ঈশ্বরকে কহিল, মোয়বের রাজা সিপোরের পুত্র ১১ বালক আমার নিকট বলিয়া পঠাইয়াছেন ; দেগ, মিসর হইতে বহির্গত ঐ জাতি ভূতল আচ্ছন্ন করয়াছে। এখন তুমি আসিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দেও, হয় ত আমি তাহীদের সহিত যুদ্ধ করিয়৷ ১২ তাহাদিগকে দূর করিয়া দিতে পারিব। তাহাতে ঈশ্বর বিলিয়মকে কহিলেন, তুমি তাহদের সঙ্গে যাইও না, সেই জাতিকে শাপ দিও না, কেনন তাহার আশী১৩ বৰ্বাদযুক্ত । পরে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া বালকের অধ্যক্ষগণকে কহিল, তোমর স্বদেশে চলিয়া যাও, কেননা তোমাদের সহিত আমার যাত্রায় সদা ভু ১৪ অসন্মত হইলেন। তাহাতে মেয়াবের অধ্যক্ষগণ উঠিয়৷ বালাকের নিকটে গিয়া কহিল, আমাদের সহিত অসিতে বিলিয়ম অসম্মত হইলেন । ১৫ পরে বালীক আবার তাহদের অপেক্ষা বহুসংখ্যক ১৬ ও সন্ত্রান্ত অন্ত অধ্যক্ষগণকে প্রেরণ করিলেন। তাহার বিলিয়মের নিকটে আসিয়া তাহকে কহিল, সিপেপারের পুত্র বালীক এই কথা বলেন, বিনয় করি, আমার নিকটে আসিতে আপনি কিছুতেই নিবারিত হইবেন ১৭ না। কেননা আমি আপনাকে অতিশয় সম্মানিত করিব ; আপনি আমাকে যাহ। যাহা বলিবেন, আমি সকলই করিব ; অতএব বিনয় করি, আপনি আসিয়া আমার ১৮ নিমিত্তে সেই লোকদিগকে শাপ দিউন । তখন বিলিয়ম বালাকের দাসদিগকে উত্তর করিল, যদ্যপি বালক রৌপ্যে ও স্বর্ণে পরিপূর্ণ আপন গৃহ আমাকে দেন, তথাপি আমি অল্প কি অধিক কিছু করিবার জন্ত আমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতে পারিব না। ১৯ এক্ষণে বিনয় করি, তোমরাও এই স্থানে রাত্রি যাপন কর, সদাপ্রভু আমাকে আবার যাহা বলিবেন, তাহ। ২০ তামি জানিব। পরে ঈশ্বর রীত্রিকালে বিলিয়মের নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ঐ লোকেরা যদি তোমাকে ডাকিতে আসিয় থাকে, তুমি উঠ, তাহীদের সহিত যাও ; কিন্তু আমি তোমাকে যাহা বলিব, কেবল ২১ তাহাই তুমি করিবে। তাহাতে বিলিয়ম প্রাতঃকালে উঠিয় আপন গর্দভী সাজ হয়। মেয়াবের অধ্যক্ষদের সহিত গমন করিল। পরে তাহার গমনে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইল, এবং সদাপ্রভুর দূত তাহার বিপক্ষৰূপে পথের মধ্যে দাড়াইলেন। সে আপন গর্দভীতে চড়িয়া যাইতেছিল, ২৩ এবং তাছার দুই দাস তাহার সঙ্গে ছিল। আর সেই ૨૨ গণনাপুস্তক । [ R R ; レー●" ] গর্দভী দেখিল, সদাপ্রভুর দূত নিস্কোষ খড়গহস্তে পথের মধ্যে দাড়াইয় আছেন ; অতএব গর্দভী পথ ছাড়িয়া ক্ষেত্রে গমন করিল ; তাহতে বিলিয়ম গর্দভীকে ২৪ পথে আনিবার জন্ত প্রহার করিল। পরে সদাপ্রভুর দূত দুই দ্রাক্ষাক্ষেত্রের গলি-পথে দাড়াইলেন, এ ২৫ পাশ্বে প্রাচীর, ও পাশ্বে প্রাচীর ছিল। তখন গর্দভী সদাপ্রভুর দূতকে দেখিয় প্রাচীরে গাত্ৰ ধেধিয়া গেল, আর প্রাচীরে বিলিয়মের পদঘর্ষণ হইল ; তাহতে ২৬ সে আবার তাহুকে ও হার করিল। পরে সদাপ্রভুর দূত আরও কিঞ্চিৎ অগ্রসর হইয়া, দক্ষিণে কি বামে ফিরিবার পথ নাই, এমন এক সঙ্কুচিত স্থানে ২৭ দাড়াইলেন। তখন গর্দভী সদাপ্রভুর দূতকে দেখিয়৷ বিলিয়মের নীচে ভূমিতে বসিয়া পড়িল ; তাহাতে বিলিয়মের ক্রোধ প্রজ্বলিত হইলে সে গর্দভীকে ২৮ যষ্টি দ্বার প্রহার করিল। তখন সদাপ্রভূ গর্দভীর মুখ খুলিয়া দিলেন, এবং সে বিলিয়মকে কহিল, আমি তোমার কি করিলাম যে তুমি এই তিন বার আমাকে ২৯ প্রহার করিলে ? বিলিয়ম গর্দভীকে কহিল, তুমি আমাকে বিদ্রুপ করিয়াছ ; আমার হস্তে যদি খড়গ থাকিত, তবে আমি এখনই তোমাকে বধ করিতাম । ৩• পরে গর্দভ বিলিয়মকে কহিল, তুমি জন্মাবধি অদ্য পৰ্য্যন্ত যাহার উপরে চড়িয়া থাক, আমি কি তোমার সেই গর্দভী নহি ? আমি কি তোমার প্রতি এমন ৩১ ব্যবহার করিয়া থাকি ? সে কহিল, না। তখন সদাপ্রভু বিলিয়মের চক্ষু খুলিয়া দিলেন, তাহতে সে দেখিল, সদাপ্রভুর দূত নিস্কোয খড়গহস্তে পথের মধ্যে দাড়াইয়া আছেন ; তখন সে মন্তক নমনপূৰ্ব্বক উবুড় ৩২ হইয় পড়িল । তখন সদাপ্রভুর দূত তাহকে কহিলেন, তুমি এই তিন বার তোমার গর্দভীকে কেন প্রহার করিলে ? দেখ, আমি তোমার বিপক্ষ রূপে বাহির হইয়াছি, কেননা আমার সাক্ষাতে তুমি বিপথে যাই৩৩ তেছ ; আর গর্দভী আমাকে দেখিয়৷ এই তিন বার আমার সম্মুখ হইতে ফিরিল ; সে যদি আমার সম্মুখ হইতে না ফিরিত, তবে আমি নিশ্চয়ই তোমাকে বধ ৩৪ করিতাম, আর উহাকে জীবিত রাথিতাম । তাহতে বিলিয়ম সদাপ্রভুর দূতকে কহিল, আমি পাপ করিয়াছি ; কেনন। আপনি যে আমার বিপরীতে পথে দাড়াইয়া আছেন, তাহ আমি জানি নাই ; কিন্তু এক্ষণে যদি ইহাতে আপনকার অসন্তোষ হয়, তবে আমি ৩৫ ফিরিয়৷ যাই। তাহাতে সদাপ্রভুর দূত বিলিয়মকে কহিলেন, ঐ লোকদের সঙ্গ যাও, কিন্তু আমি যে কথ। তোমাকে বলিব, তুমি কেবল তাহাই বলিবে । পরে বিলিয়ম বালকের অধ্যক্ষদের সহিত গমন করিল। বিলিয়ম আসিয়াছে শুনিয়া বালক তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে মোয়াবের নগরে গমন করিলেন । তাহ ৩৭ দেশসীমার প্রান্তস্থিত অর্ণেনের সীমায় অবস্থিত । আর বালীক বিলিয়মকে কহিলেন, আমি আপনাকে ডাকিয় ○。 134