| | 6 و سراة بس- لاو و ون ه ৬ মর জন্মিয়ছিল। কিন্তু সদাপ্রভুর সম্মুখে ইতর অগ্নি ৬২ নিবেদন করাতে নাদব ও অবাঁহ মারা পড়ে। এই সকলের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ গণিত হইলে তেইশ সহস্ৰ জন হইল ; ইস্রায়েলসন্তানগণের মধ্যে তাহাদিগকে কোন অধিকার দত্ত ন হওয়াতে তাহার। ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হয় নাই । এই সকল লোক মোশি ও ইলিয়াসর যাজক কর্তৃক গণিত হইল। তাহার ফিরহের নিকটস্থ যদ্দন-সমীপে মোয়াবের তলভূমিতে ইস্রায়েল সন্তানগণকে গণন ৬৪ করিলেন । কিন্তু মোশি ও হারেীণ যাজক যখন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিয়াছিলেন, তখন যাহার তাহদের কর্তৃক গণিত হইয়াছিল, তাহ৬৫ দের এক জনও ইহাদের মধ্যে ছিল না । কারণ সদাপ্রভু তাহদের বিষয়ে বলিয়াছিলেন, তাহার প্রান্তরে মরিবেই মরিবে ; আর তাহীদের মধ্যে যিফুল্লির পুত্র কালেব ও নুনের পুত্ৰ যিহেশুয় ব্যতিরেকে এক জনও অবশিষ্ট রহিল না। পৈতৃক সম্পত্তিতে কস্তাদের অধিকার । २१ পরে যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠীভুক্ত সলফাদের কষ্ট্যাগণ আসিল । সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মার্থীরের সন্তান, মার্থীর মনঃশির সন্তান। সেই কন্যাদের নাম এই এই, ২ মহল, নোয়, হগল, মিল্ক ও তিসা। তাহার মোশির সম্মুখে ও ইলিয়াসর যাজকের সম্মুখে এবং অধ্যক্ষগণের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারে দাড়াইয়৷ ৩ এই কথা কহিল ; আমাদের পিতা প্রান্তরে মরিয়াছেন ; তিনি কোরহের দলের মধ্যে, সদাপ্রভুর প্রতিকুলে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না ; কিন্তু তিনি নিজ পাপে মরিয়াছেন, এবং তাহার পুত্র হয় ৪ নাই। আমাদের পিতার পুত্ৰ নাই বলিয় তাহার গোষ্ঠী হইতে তাহার নাম কেন লোপ পাইবে ? অামাদের পিতৃকুলের ভ্রাতৃগণের মধ্যে আমাদিগকে অধি৫ কার দিউন । তখন মোশি সদাপ্রভুর সম্মুখে তাহীদের ৬ বিচার উপস্থিত করিলেন। আর সদাপ্রভু মেশিকে ৭ কহিলেন, সলফাদের কষ্ঠাগণ যথার্থ কহিতেছে ; তুমি উহাদের পিতৃকুলের ভ্রাতাদিগের মধ্যে অবশ্য উহা দিগকে স্বত্বাধিকার দিবে, ও উহাদের পিতার অধি৮ করে উহাদিগকে সমর্পণ করিবে । আর ইস্রায়েলসন্তানগণকে বল, কেহ যদি অপুত্ৰক হইয়। মরে, তবে তোমরা তাহার অধিকার তাহার কন্যাকে দিবে। ৯ যদি তাহার কষ্ঠ না থাকে, তবে তাহার ভ্রাতৃগণকে ১০ তাহার অধিকার দিবে। যদি তাহার ভ্রাত না থাকে, তবে তাহার পিতৃব্যদিগকে তাহার অধিকার দিবে। ১১ যদি তাহার পিতৃব্য না থাকে, তবে তাহার গোষ্ঠীর মধ্যে নিকটস্থ জ্ঞাতিকে তাহার অধিকার দিবে, সে তাহ অধিকার করিবে ; সদাপ্রভু মোশিকে যেমন ○○ গণনাপুস্তক । > ○> আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে ইহা ইস্রায়েল-সন্তানগণের পক্ষে বিচার বিধি হইবে। মোশি ও যিহোশূয়ের বিষয়। পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি এই অবারীম পৰ্ব্বতে উঠ, আর যে দেশ আমি ইস্রায়েল সন্তান১৩ গণকে দিয়াছি, তাহ দেখ। দেখিলে পর তোমার ভ্রাত হারোণের ন্যায় তুমিও আপন পিতৃগণের নিকটে ১৪ সংগৃহীত হইবে। কেননা সৗন প্রান্তরে মণ্ডলীর বিবাদে তোমরা জলের বিষয়ে লোকদের সাক্ষাতে আমাকে পবিত্ররূপে মান্ত না করিয়া আমার কথার বিদ্রোহীচরণ করিয়াছিলে । এ সীন প্রান্তরের কাদেশস্থ মরীবার জল । ১৫,১৬ আর মোশি সদাপ্রভুকে কহিলেন, সৰ্ব্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন এক ১৭ ব্যক্তিকে নিযুক্ত করুন, যে তাহদের সম্মুখে বাহিরে যায়, ও তাহদের সম্মুখে ভিতরে আইসে, এবং তাঁহাদিগকে বাহিরে লইয়া যায়, ও ভিতরে লইয়া আইসে : যেন সদাপ্রভুর মণ্ডলী তরক্ষক মেষপালের ন্যায় না ১৮ হয়। তখন সদ প্ৰভু মেশিকে কহিলেন, নুনের পুত্ৰ যিহোশূয় আত্মাবিষ্ট লোক ; তুমি তাহাকে লইয়। ১৯ তাহার মস্তকে হস্তপণ কর ; এবং ইলিয়াসর যাজকের ও সমস্ত মণ্ডলীর সন্মুখে তাহাকে উপস্থিত করিয়া ২০ তাহীদের সাক্ষাতে তাহীকে আদেশ দেও। আর তাহাকে তোমার সম্মানের ভাগী কর, যেন ইস্রায়েলসন্তানগণের সমস্ত মণ্ডলী আজ্ঞাবহ হয় । আর সে ইলিয়াসর যাজকের সম্মুখে দাড়াইবে, এবং ইলিয়াসর তাহার জন্ত সদাপ্রভুর সম্মুখে উরামের বিচার দ্বার জিজ্ঞাসা করিবে ; সে ও তাহার সহিত সমস্ত ইস্রায়েল সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তাহার অজ্ঞায় বাহিরে ২২ যাইবে, ও তাঁহার আiজয় ভিতরে আসিবে। পরে মোশি সদা ভুর আজ্ঞামত কৰ্ম্ম করিলেন, তিনি যিহেশূয়কে লইয়। ইলিয়াসর যাজকের সম্মুখে ও সমস্ত ২৩ মণ্ডলীর সম্মুখে উপস্থিত করিলেন ; এবং তাহার মস্তকে হস্তীর্পণ করিয়া তাহাকে আদেশ দিলেন; যেমন মোশির দ্বারা সদাপ্রভু বলিয়াছিলেন। নিত্য নৈমিত্তিক বলিদানাদির নিয়ম। २bञ्” পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, আমার উপহার, অামার উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত তামীর ভক্ষ্য-নৈবেদ্য, যথাসময়ে আমার উদ্দেশে ৩ নিবেদন করিতে হইবে। আর তুমি তাহাদিগকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়৷ এই সকল নিবেদন করিবে ; প্রতিদিন নিত্য৪ হোমার্থে একবর্ষীয় নির্দোষ দুইটী মেষবৎস ; একটা মেষবৎস প্রাতঃকালে উৎসর্গ করিবে, আর একটী মেষ৫ বৎস সন্ধ্যাকালে উৎসর্গ করবে। আর ভক্ষ্য-নৈবে 것, 139
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।