७४ ; २८ - ७९ ; २२ 1] বস্ত্র ধৌত করিবে ; তাহতে শুচি হইবে ; পরে শিবিরে প্রবেশ করিবে । ২৪,২৬ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ও ইলিয়াসর যাজক এবং মণ্ডলীর পিতৃকুলপতিগণ যুদ্ধে ধৃত জীবগণের, অর্থাৎ বন্দি মনুষ্যদের ও পশুদের সংখ্য ২৭ গ্ৰহণ কর । আর যুদ্ধে ধৃত সেই জীবগণকে দুই অংশ করিয়া, যে যোদ্ধারা যুদ্ধে গিয়াছিল, তাহদের ও ২৮ সমস্ত মণ্ডলীর মধ্যে বিভাগ কর। আর যুদ্ধে গমনকারী যোদ্ধাদের নিকট হইতে সদাপ্রভুর নিমিত্তে কর গ্রহণ কর : মনুষ্য, গোরু, গর্দভ ও মেষ, এই সকলের মধ্যে ২৯ পাচ পাঁচ শত জীবের প্রতি এক এক জীব তাহীদের অৰ্দ্ধাংশ হইতে লইয়া সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় ৩• উপহার বলিয়া ইলিয়াসর যাজককে দেও। আর তুমি ইস্রায়েল-সন্তানগণের অৰ্দ্ধাংশের মধ্যে মনুষ্য, গোরু, গর্দভ ও মেধাদি সমস্ত পশুর মধ্য হইতে পঞ্চাশ পঞ্চাশ জীবের প্রতি এক এক জীব লও, এবং সদাপ্রভুর আবাসের রক্ষণীয় রক্ষণকারী লেবীয়দিগকে দেও। ৩১ মেশিকে সদাপ্রভু যেমন আজ্ঞা করিলেন, মোশি ও হ২ ইলিয়াসর যাজক সেইরূপ করিলেন। যোদ্ধৃগণ কর্তৃক লুটিত বস্তু সকল ছাড়া ঐ ধৃত জীবসমূহ ছয় লক্ষ পচা৩৩,৩৪ ত্তর সহস্ৰ মেষ, ও বাহাত্তর সহস্ৰ গোরু, ও একষটি ৩৫ সহস্র গর্দভ, আর বত্ৰিশ সহস্র মনুষ্য, অর্থাৎ শয়নে ৩৬ পুরুষের পরিচয় অপ্রাপ্ত স্ত্রীলোক ছিল। তাহাতে যাহার যুদ্ধে গিয়াছিল, তাহদের প্রাপ্য অৰ্দ্ধাংশের সংখ্যা হইল তিন লক্ষ সাঁইত্রিশ সহস্ৰ পাঁচ শত মেষ । ২৭ সেই মেষ হইতে সদাপ্রভুর লভ্য কর হইল ছয় শত ৩৮ পচাত্তরটা মেষ । আর গোরু ছিল ছত্রিশ সহস্ৰ, ত৯ তাহদের মধ্যে সদাপ্রভুর কর হইল বাহাত্তরটা । আর গর্দভ ছিল ত্রিশ সহস্ৰ পাচ শত, তাহদের মধ্যে সদা৪• প্রভুর কর হইল একষট্রিট। আর মনুষ্য ছিল ষোল সহস্ৰ, তাহদের মধ্যে সদাপ্রভুর কর হইল বত্ৰিশটা ৪১ প্রাণী। সদাপ্রভু মেশিকে যেমন আজ্ঞা করিলেন, তদনুসারে মোশি সেই কর অর্থাৎ সদাপ্রভুর উত্তোলনীয় ৪২ উপহার ইলিয়াসর যাজককে দিলেন । আর মোশি যে অৰ্দ্ধাংশ যোদ্ধাদের নিকট হইতে লইয়া ইস্রায়েল-সন্তান৪৩ গণকে দিয়াছিলেন, মণ্ডলীর সেই অৰ্দ্ধাংশ সংখ্যাতে ৪৪ তিন লক্ষ সঁইত্রিশ সহস্ৰ পাঁচ শত মেষ, ছত্রিশ সহস্ৰ ৪৫-৪৬ গোরু, ত্রিশ সহস্ৰ পাচ শত গর্দভ, ও ষোল সহস্ৰ ৪৭ মনুষ্য ছিল। পরে মোশি ইস্রায়েল-সন্তানগণের সেই অৰ্দ্ধাংশ হইতে মনুষ্যের ও পশুর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ জীবের প্রতি এক এক জীব লইয়া সদাপ্রভুর আবাসের রক্ষণীয় রক্ষাকারী লেবীয়দিগকে দিলেন, যেমন সদাপ্রভু মেশিকে আজ্ঞা করিলেন। ৪৮ পরে সৈন্যসহস্ত্রের উপরে কর্তৃত্বকারী সহস্রপতির ৪৯ ও শতপতির মোশির নিকটে আসিলেন ; আর তাহারা মোশিকে কহিলেন, আপনকার এই দাসগণ আমাদের অধীন যোদ্ধাদের সংখ্যা গ্রহণ করিয়াছে, আমাদের ৫• মধ্যে এক জনও কমে নাই। আর আমরা প্রতিজন গণনাপুস্তক । > 8 ○ স্বর্ণভিরণ, নূপুর, বলয়, অঙ্গুরীয়ক, কুণ্ডল ও হার, এই যে সকল পাইয়াছি, তাহ হইতে সদাপ্রভুর সম্মুখে আমাদের প্রাণের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে সদা৫১ প্রভুর উদ্দেশে উপহার আনিয়াছি। তখন মোশি ও ইলিয়াসর যাজক তাহদের হইতে সেই স্বর্ণ, শিল্পিকৃত ৫২ আভরণ, লইলেন। তার সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, সহস্ৰপতিদের ও শতপতিদের উত্তোলনীয় উপহারের সমস্ত স্বর্ণ ষোল সহস্ৰ সাত শত পঞ্চশ শেকল পরিমিত ৫৩ হইল। যোদ্ধার প্রত্যেকে আপনাদের নিমিত্তে লুটিত ৫৪ দ্রব্য লইয়াছিল। পরে মোশি ও ইলিয়াসর যাজক সহস্ৰপতিদের ও শতপতিদের নিকট হইতে সেই স্বর্ণ গ্রহণ করিলেন, এবং সদাপ্রভুর সম্মুখে ইস্রায়েলসন্তানগণের স্মরণার্থক চিহ্নরূপে তাহ সমাগম তাম্বুত অনিলেন । যর্দনের পূর্বপারস্থ দেশের বিভাগ । ○ & রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের অতি বিস্তর পশুধন ছিল ; তাহারা যাসের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করিল, আর দেখ, সে স্থান ২ পশুপালনের স্থান। পরে গাদ-সন্তানগণ ও রূবেণসন্তানগণ আসিয়া মেশিকে, ইলিয়াসর যাজককে ৩ ও মণ্ডলীর অধ্যক্ষগণকে কহিল, আটারোৎ, দীবোন, যাসের, নিম্র, হিন্থবোন, ইলিয়ালী, সেবাম, নবো ও ৪ বিয়েন, এই যে দেশকে সদাপ্রভু ইস্রায়েল-মণ্ডলীর সম্মুগে আঘাত করিয়াছেন, ইহা পশুপালনের উপযুক্ত দেশ, আর আপনকার এই দাসগণের পশু আছে । ৫ তাহারা আরও বলিল, আমরা যদি আপনকার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনকার দাসদিগকে অধিকারার্থে এই দেশ দিতে আজ্ঞা হউক, আমাদিগকে ৬ যদিনের পারে লইয়া যাইবেন না। তখন মোশি গাদসন্তানগণকে ও রূবেণ-সন্তানগণকে কহিলেন, তোমাদের ভ্রাতৃগণ যুদ্ধ করিতে যাইবে, আর তোমরা কি এই ৭ স্থানে বসিয়া থাকিবে ? আর সদাপ্রভুর দত্ত দেশে পার হইয়া যাইতে ইস্রায়েল-সন্তানগণের মন কেন নিরাশ ৮ করিতেছ ? তোমাদের পিতার, যখন আমি দেশ দেখিতে কাদেশ-বর্ণেয় হইতে তাহাদিগকে পঠাইয়া৯ ছিলাম, তখন তাহাই করিয়াছিল ; তাহারা ইস্কোলের উপত্যক পৰ্য্যন্ত গমন করিয়৷ দেশ দেখিয়া সদাপ্রভুর দত্ত দেশে যাইতে ইস্রায়েল-সন্তানগণের মন নিরাশ ১• করিয়াছিল। আর সেই দিন সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইলে তিনি শপথ করিয়া বলিয়াছিলেন, ১১ আমি অব্রাহীমকে, ইসহাককে ও যাকোবকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, মিসর হইতে আগত পুরুষদের মধ্যে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক কেহই সেই দেশ দেখিতে পাইবে না ; কেননা তাহারা সম্পূর্ণরূপে ১২ আমার অনুগত হয় নাই ; কেবল কনিসীয় যিফুল্লির পুত্র কলেব ও নুনের পুত্ৰ যিহোশূয় উহা দেখিবে, কারণ তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হই 143
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।