$ 8 8 ১৩ য়াছে। তখন ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্ৰোধ প্রজলিত হইল, আর তিনি চল্লিশ বৎসর পর্য্যন্ত, সদাপ্রভুর দৃষ্টিতে কুকৰ্ম্মকারী সমস্ত লোকের নিঃশেষ ন৷ হওয়া পৰ্য্যন্ত, তাহাদিগকে প্রান্তরে ভ্রমণ করাইলেন । ১৪ আর দেখ, ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভয়ানক ক্রোধ আরও বৃদ্ধি করিবার জন্ত, পাপিষ্ঠ লোকদিগের ংশ যে তোমরা, তোমরা আপনা দর পিতৃগণের স্থলে ১৫ উঠিয়াছ । কেননা যদি তোমরা তাহার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাও, তবে তিনি পুনৰ্ব্বার ইস্রায়েলকে প্রান্তরে পরিত্যাগ করিবেন, তাহতে তোমরা এই সকল লোককে বিনষ্ট করিবে । তখন তাহারা তাহার নিকটে আসিয়া কহিল, আমরা এই স্থানে আমাদের পশুগণের জন্ত মেষবাথান ও আমাদের বালক বালিকাদের জন্ত নগর ১৭ নিৰ্ম্মাণ করিব। আর আমরা যাবৎ ইস্রায়েল-সন্তানগণকে স্বস্থানপ্রাপ্ত না করি, তাবৎ সসজ হইয়া তাইtদের অগ্রে অগ্ৰে গমন করিব ; কেবল আমাদের বালকবালকরা দেশনিবাসীদের ভয়ে প্রাচীরবেষ্টিত ১৮ নগরে বাস করিবে । ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে যাবৎ আপন আপন অধিকার না পায়, তাবৎ আমরা আপন আপন পরিবারের নিকটে ফিরিয়া আসিব না । ১৯ কিন্তু আমরা যদিনের পারে বা তাহার ওদিকে উহাদের সহিত অধিকার গ্রহণ করিব না, কারণ যদিনের এই ২০ পূর্বপারে আমাদের অধিকার মিলিয়াছে। মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এই কাৰ্য্য কর, যদি ২১ সসজ্জ হইয় সদাপ্রভুর সম্মুখে যুদ্ধার্থে গমন কর ; এবং তিনি যাবৎ আপন শক্রগণকে আপনার সম্মুখ হইতে অধিকারচু্যত না করেন, তাবৎ যদি তোমরা প্রত্যেকে ২২ সসজ্জ হইয়। সদাপ্রভুর সম্মুখে যদন পার হও ; তবে দেশ সদাপ্রভুর বশীভূত হইলে পর তোমরা ফিরিয়া আসিবে, এবং সদাপ্রভুর ও ইস্রায়েলের নিকটে নির্দোষ হইবে, আর সদাপ্রভুর সম্মুখ এই দেশ তোমাদের অধিকার ২৩ হইবে । কিন্তু যদি তদ্রুপ না কর, তবে, দেখ, তোমরা সদাপ্রভুর কাছে পাপ করিলে, এবং নিশ্চয় জানিও, ২৪ তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে । তোমরা আপন আপন বালকবালিকাদের জন্ত নগর, ও মেষদের জন্ত বাথান নিৰ্ম্মাণ কর, এবং আপনাদের ওষ্ঠ-নিগত ২৫ বাক্যানুসারে কৰ্ম্ম কর । তখন গাদ-সন্তানগণ ও রূবেণসন্তানগণ মোশিকে কহিল, আমাদের প্রভু যে আজ্ঞ। করিলেন, আপনকার দাস আমরা তাহাই করিব । ২৬ আমাদের বালকবালিকার, আমাদের স্ত্রীলোকের, আমাদের পাল সকল ও আমাদের সমস্ত পশুধন এই ২৭ স্থানে গিলিয়দের নগরসমূহে থাকিবে। আর আমাদের প্রভুর বাক্যানুসারে আপনকার এই দাসের, সসজ্জ প্রত্যেক জন যুদ্ধ করিতে সদাপ্রভুর সম্মুখে পার হইয়৷ যাইবে । তখন মোশি তাহীদের বিষয়ে ইলিয়াসর যাজককে, নুনের পুত্ৰ যিহোশূয়কে ও ইস্রায়েল-সন্তানগণের বংশ ১৬ ミゲ গণনাপুস্তক । [ ○ 、お >○ーベ)に); 8 。 ২৯ সকলের পিতৃকুলপতিগণকে আজ্ঞা করিলেন। মোশি তাহাদিগকে কহিলেন, গাদ-সন্তানগণ ও রূবেণসন্তানগণ, যুদ্ধের নিমিত্ত সসজ্জ প্রত্যেক জন যদি তোমাদের সহিত সদাপ্রভুর সম্মুখে যদিন পার হয়, তবে তোমাদের সম্মুখ দেশ বশীভুত হইলে পর তোমরা ৩০ অধিকারার্থ তাহাদিগকে গিলিয়দ দেশ দিবে। কিন্তু যদি তাহার। সসজ্জ হইয়া তোমাদের সহিত পার ন৷ হয়, তবে তাহরী তোমাদের মধ্যে কনান দেশে ৩১ তাধিকার পাইবে । পরে গাদ-সন্তানগণ ও রূবেণসন্তানগণ উত্তর করিল, সদাপ্রভু আপনকার এই দাসদিগকে যাহ। বলিয়াছেন, তাহাই আমরা করিব । ৩২ অমর সসজ্জ হুইয়। সদাপ্রভুর সম্মুখে পার হইয়া কনন দেশে যাইব ; আর যদিনের পূর্বপারে আমা৩৩ দের অধিকারে আমাদের স্বত্ব স্থির রহিল। পরে মোশি তাহtiদগকে, অথাৎ গাদ-সন্তানগণকে, রূবেণ-সন্তানগণকে ও যোফেফের পুত্র মনঃশের অৰ্দ্ধ বংশকে ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমাশুদ্ধ তথাকার নগর সকল ৩৪ অর্থাৎ দেশের চতুৰ্দ্দিকৃস্থ নগরসমূহ দিলেন। আর ৩৫ গাদ-সন্তানগণ দীবোন, আটারোৎ ও অরোয়ের, এবং ৩৬ অটুরোৎ-শোফন, যাসের ও যগ্বিহ, এবং বৈৎ-নিম্র ও বৈৎ হারণ, এই সকল প্রাচীরবেষ্টিত নগর ও ৩৭ মেষবাথান নিৰ্ম্মাণ করিল। আর রূবেণ-সন্তানগণ ৩৮ হিন্থবোন, ইলিয়ালী ও কিরিয়াথয়িম, এবং পরিবৰ্ত্তিতনাম। নবো ও বাল্-মিয়োন, এবং সির্ম, এই সকল নগর নিৰ্ম্মাণ করিয়া আপনাদের নিৰ্ম্মিত নগরগুলির ৩৯ অন্ত নাম রাখল। আর মনঃশির পুত্র মার্থীরের সন্তানগণ গিলিয়দে গিয় তাহ হস্তগত করিল, এবং সেই স্থাননিবাসী ইমেরীয়দিগকে অধিকারচু্যত ৪০ করিল। আর মোশি মনঃশির পুত্র মার্থীরকে গিলিয়দ ৪১ দিলেন, এবং সে তথায় বাস করিল। আর মনঃশির সন্তান যায়ীর গিয়া তথাকার গ্রাম সকল হস্তগত করিল, এবং তাহদের নাম হবেবাৎ-যায়ীর [ যায়ীরের ৪২ গ্রামসমূহ ] রাখিল । আর নোবহ গিয়া কন্যৎ ও তাহার পল্লী সকল হস্তগত করিল, এবং আপন নামানুসারে তাহার নাম নোবহ রাখিল । ইস্রায়েলীয়দের উত্তরণ-স্থানাবলির নাম । ぐ)○ ইস্রায়েল-সন্তানগণ মোশির ও হারোণের অধীনে আপন আপন সৈন্তশ্রেণী ক্রমে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিল, তাহদের উত্তরণ-স্থান ২ সকলের বিবরণ এই । মোশি সদাপ্রভুর আজ্ঞায় তাহীদের যাত্রানুসারে সেই উত্তরণ-স্থানগুলির বিবরণ লিখিলেন। তাহদের যাত্রানুসারে উত্তরণ-স্থান সকলের ৩ বিবরণ এই । প্রথম মাসে, প্রথম মাসের পঞ্চদশ দিবসে তাহার। রামিষেষ হইতে প্রস্থান করিল ; নিস্তারপকেবর পরদিন ইস্রায়েল-সন্তানগণ মিশ্রীয় সকল লোকের ৪ সাক্ষাতে উদ্ধহস্তে বাহির হইল। সেই সময়ে মিশ্ৰীয়ের, 144
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।