পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 8bデ অন্ত বংশে যাইবে না ; ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে আপন আপন পিতৃবংশের অধিকারভুক্ত থাকিবে। ৮ আর ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে যেন আপন আপন পৈতৃক অধিকার ভোগ করে, এই জন্ত ইস্রায়েলসন্তানগণের কোন বংশের মধ্যে অধিকারিণী প্রত্যেক কন্যা আপন পিতৃবংশীয় গোষ্ঠীর মধ্যে কোন এক ৯ পুরুষের স্ত্রী হইবে । এইরূপে এক বংশ হইতে অন্ত বংশে অধিকার যাইবে না, কারণ ইস্রায়েল-সন্তানগণের প্রত্যেক বংশ আপন আপন অধিকারভুক্ত থাকিবে । গণনাপুস্তক—দ্বিতীয় বিবরণ। [ ○S ; セー> ; 2 ుసె ১• মেশিকে সদাপ্ৰভু যেরূপ আজ্ঞা করিলেন, সলফা১১ দের কন্যাগণ তদ্রুপ কৰ্ম্ম করিল। ফলতঃ মহল, তিস1, হগল, মিল্ক ও নোয়, সলফাদের এই কস্তাগণ আপন ১২ আপন পিতৃব্য-পুত্রদের সহিত বিবাহিত হইল। যোষেফের পুত্র মনঃশির সন্তানদের গোষ্ঠীর মধ্যে তাহদের বিবাহ হইল ; তাহাতে তাহদের অধিকার তাহদের পিতৃগোষ্ঠীর সম্পৰ্কীয় বংশেই রহিল। সদাপ্রভু যিরাহের নিকটস্থ যাদনের সমীপে মোয়াবের তলভূমিতে মোশি দ্বারা ইস্রায়েল-সন্তানগণকে এই সমস্ত আজ্ঞ ও বিচার আদেশ করিলেন । 3○ দ্বিতীয় বিবরণ। মোশির প্রথম বক্তৃত। প্রান্তরযাত্রী ইস্রায়েলীয়দের ইতিহাস । S যর্দনের পূর্বারস্থিত প্রান্তরে, সুফের সন্মুখস্থিত অরবি তলভূমিতে, পারণ, তোফল, লাবন, হৎ সেরোৎ ও দীষহিবের মধ্যস্থান মেশি সমস্ত ইস্রায়েল২ কে এই সকল কথা কহিলেন । সেয়ীর পক্বত দিয়া হোরেব অবধি কাদেশ-বর্ণেয় পৰ্য্যন্ত যাইতে এগার ৩ দিন লাগে। সদাপ্রভু যে যে কথা ইস্রায়েল-সন্তানগণকে বলিতে মোশিকে আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে মোশি চল্লিশ বৎসরের একাদশ মাসে, মাসের প্রথম ৪ দিনে তাহাদিগকে কহিতে লাগিলেন। হিন্থবোননিবাসী ইমোরীয়দের রাজা সীহেনকে, এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের রাজা ওগকে আঘাত করিলে ৫ পর, যদিনের পূর্বপারে মোয়াব দেশে মোশি এই ব্যবস্থ৷ ব্যাখ্যা করিতে লাগিলেন ; তিনি বলিলেন, ৬ আমাদের ঈশ্বর সদ্যপ্ৰভু হোরেলে আমাদিগকে বলিয়াছিলেন, তোমরা এই পৰ্ব্বতে অনেক দিন অব৭ স্থিতি করিয়াছ ; এখন ফির, তোমরা যাত্রা কর, ইমোরীয়দের পর্বতময় দেশ এবং তন্নিকটবৰ্ত্তী সকল স্থান, আরাবী তলভূমি, পাহাড় অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণ প্রদেশ ও সমুদ্রতীর, মহানদী ফরৎ নদী পৰ্য্যন্ত ৮ কনানীয়দের দেশে ও লিবানোনে প্রবেশ কর। দেখ, আমি সেই দেশ তোমাদের সম্মুখে দিয়াছি ; তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইসহাক ও যাকেবিকে এবং তাহীদের পরে তাহীদের বংশকে যে দেশ দিতে সদাপ্রভু দিব্য করিয়াছিলেন, তোমরা সেই দেশে প্রবেশ করিয় তাহ। অধিকার কর । ৯ তৎকালে আমি তোমাদিগকে এই কথা বলিয়াছিলাম, তোমাদের ভার বহন করা এক আমার 14S ১০ অসাধ্য। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করিয়াছেন, আর দেখ, তোমরা অদ্য আকাশের তারার ১১ দ্যায় বহুসংখ্যক হইয়াছ ; তোমরা যেরূপ আছ, তোমাদের পিতৃগণের ঈশ্বর সদা প্ৰভু তাহ হইতে তোমাদের আরও সহস্র গুণ বৃদ্ধি করুন, আর তোমাদিগকে যেরূপ ১২ বলিয়াছেন, তদ্রুপ আশীৰ্ব্বাদ করুন। আমি কেমন করিয়া একা তোমাদের বোঝা, তোমাদের ভার ও ১৩ তোমাদের বিবাদ সহ করতে পারি ? তোমরা আপন আপন বংশের মধ্যে জ্ঞানবান, বুদ্ধিমান ও পরিচিত লোকদিগকে মনোনীত কর, আমি তাহাদিগকে তোমা১৪ দের অধ্যক্ষরূপে নিযুক্ত করিব । তোমরা আমাকে উত্তর করিলে, বলিলে, তুমি যাহা বলিতেছ, তাহাই করা ১৫ ভাল। তাই আমি তোমাদের বংশসমূহের প্রধান, জ্ঞানবান ও পরিচিত লোকদিগকে গ্রহণ করিয়৷ তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশানুসারে সহস্ৰপতি, শতপতি, পঞ্চাশৎপতি, দশপতি ও কৰ্ম্মচারী করিয়া নিযুক্ত করিলাম। আর তৎকালে তোমাদের বিচারকত্তাদিগকে এই আজ্ঞ করিলাম, তোমরা তোমাদের ভ্রাতাদের কথা শুনিয়া বাদীর ও তাহার ভ্রাতার কি সহবাসী বিদেশীর মধ্যে দ্যায্য বিচার ১৭ করিও। তোমরা বিচারে কাহারও মুখাপেক্ষা করিবে না; সমভাবে ক্ষুদ্র ও মহান উভয়ের কথা শুনিবে ; মনুষ্যের মুখ দেখিয়া ভয় করিবে না, কেননা বিচার ঈশ্বরের ; এবং যে কথা তোমাদের পক্ষে কঠিন, তাহা আমার কাছে আনিবে, আমি তাহ শুনিব । ১৮ সেই সময়ে তোমাদের সমস্ত কৰ্ত্তব্য কৰ্ম্মের বিষয়ে আমি আজ্ঞা করিয়াছিলাম । পরে আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে হোরেব হইতে প্রস্থান করিলাম, এবং ইমোরীয় >○ Sసి