○ @ シ তোমার ঈশ্বর সদাপ্রভু যে তোমার ধাৰ্ম্মিকতার জন্ত অধিকারাথে তোমাকে এই উত্তম দেশ দিবেন, তাহ। নয় ; কেননা তুমি শক্তগ্রীব জাতি। ৭ তুমি প্রান্তরের মধ্যে আপন ঈশ্বর গদাপ্রভুকে যেরূপ । অসন্তুষ্ট করিয়াছিল, তাহী স্মরণে রাপিও, ভুলিয়। যাইও ন : মিসর দেশ হইতে বাহির হইয়া আসিবার দিন অবধি এই স্থানে আগমন পৰ্য্যন্ত তোমরা সদাপ্রভুর ৮ বিরুদ্ধাচারী হইয় অসিতেছ। তোমরা হোরেবেও সদপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলে, এবং সদাপ্রভু বুদ্ধ হইয় তোমাদিগকে বিনাশ করিতে উদ্যত হইয়াছিলেন । ৯ যখন আমি সেই দুই প্রস্তরফলক, অর্থাৎ তোমাদের সহিত সদাপ্রভুর কৃত নিয়মের দুই প্রস্তরফলক, গ্ৰহ৭ার্থে পৰ্ব্বতে উঠিয়াছিলাম, তখন চল্লিশ দিবীরত্র পৰ্ব্বতে অবস্থিতি করিয়াছিলাম, অন্ন ভক্ষণ কি জল ১• পান করি নাই। আর সদাপ্রভু আমাকে ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত সেই দুই প্রস্তরফলক দিয়াছিলেন ; পৰ্ব্বতে সমাজের দিবসে অগ্নির মধ্য হইতে সদাপ্রভু তোমাদিগকে যাহা যাহা বলিয়াছিলেন, সেই সমস্ত ১১ বাক্য ঐ দুই প্রস্তরে লিখিত ছিল । সেই চল্লিশ দিবরাত্রর শেষে সদাপ্রভু ঐ দুইখন প্রস্তরফলক অর্থাৎ ১২ নিয়মের প্রস্তরফলক আমাকে দিলেন । আর সদাপ্রভু আমাকে কহিলেন, উঠ, এ স্থান হইতে শীঘ্ৰ নামিয়। যাও ; কেননা তোমার যে প্রজাদিগকে তুমি মিসর হইতে বা হর করিয়া তানিয়াছ, তাহারা ভ্ৰষ্ট হইয়াছে : আমার আজ্ঞাপিত পথ হইতে শীঘ্রই বিপথগামী হইয়ছে, আপনাদের জন্ত ছাচে ঢাল এক প্রতিম নিৰ্ম্মাণ ১৩ করিয়tছ। সদাপ্রভু আমাকে আরও কহিলন, আমি এই লোকদিগকে দেখিয়াছি, আর দেখ, ইহর। ১৪ শক্তগ্রীব জাতি ; তুমি আমার নিকট হইতে সর, আমি ইহাদিগকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নীচে হইতে ইহাদের নাম লোপ করি ; আর আমি তোমাকে ইহা ১৫ দের অপেক্ষ বলবন ও বৃহৎ জাতি করিব । তখন আমি ফিরিয়া পৰ্ব্বত হইতে নামিয়া আসিলাম, পৰ্ব্বত অগ্নিতে জলিতেছিল। তখন আমার দুই হস্তে নিয়মের ১৬ দুইখন প্রস্তরফলক ছিল। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেগ, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছিলে, তাপনাদের জন্ত ছাচে ঢাল। এক গাবৎস নিৰ্ম্মাণ করিয়াছিলে; সদাপ্রভুর আজ্ঞাপিত ১৭ পথ হইতে শীঘ্রই বিপথগামী হইয়ছিলে । তাহতে আমি সেই দুইখান প্রস্তরফলক ধরিয়া আপনার দুই হস্ত হইতে ফেলিয়া তোমাদের সাক্ষাতে ভাঙ্গিলাম । ১৮ আর তোমরা সদা প্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়৷ যে পাপ করিয়াছিল, তাহর অসন্তোষজনক তোমাদের সেই সমস্ত পাপের জন্ত আমি পূর্বকার দ্যয় চল্লিশ দিবীরত্র সদlপ্রভুর সম্মুখে উবুড় হইয়৷ রহি১৯ লীম, অন্ন ভক্ষণ কি জল পান করি নাই । কেনন। সদাপ্রভু তোমাদিগকে বিনষ্ট করিতে কেপবিষ্ট হওয়াতে আমি তাহার ক্রোধে ও প্রচণ্ডতায় ভীত হইয়া দ্বিতীয় বিবরণ। [ ఎ ; * — о ; е і ছিলাম ; কিন্তু সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন ২• শুনিলেন। তার সদাপ্রভু হারোণকে বিনষ্ট করশার্থে তাহার উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন, কিন্তু আমি ২১ সেই সময়ে হারোণের জন্তও প্রাথনা করিলাম। আর তোমাদের পপি, সেই যে গোবৎস তোমরা নিৰ্ম্মাণ করিয়াছিলে, তাহ লইয়া অগ্নিত পোড়াইয়া দিলাম, ও যে পৰ্য্যন্ত তাহ ধূলিবৎ স্বক্ষ ন হইল, তাবৎ পিনিয়া উত্তমরূপে চূর্ণ করিলাম ; পরে পকত হইতে প্রবাহিত জলস্রোতে তাহার ধূলি নিক্ষেপ করিলাম। ২২ আর তোমরা তবিয়েরাতে, মৎসাতে ও কিব্রোৎ২৩ হত্তবাতে সদাপ্রভুকে অসন্তুষ্ট করিলে। তাহার পর সদাপ্রভু যে সময়ে কাদেশ-বর্ণেয় হইতে তোমাদিগকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা উঠিয়া যাও, তামি তোমাদিগকে যে দেশ দিয়াছি, তাহ অধিকার কর : তৎকালে তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচারী হইলে, তাহীতে বিশ্বাস করিলে না, ও ২৪ তাহার রবে কর্ণপাত করিলে না। তোমাদের সহিত আমার পরিচয়-দিন অবধি তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ। যাহা হউক, আমি উবুড় হইয়া রহিলাম ; ঐ চল্লিশ দিবীরত্র আমি সদাপ্রভুর সম্মুখে উবুড় হইয়া রহিলাম : কেননা সদাপ্রভু তোমাদিগকে বিনষ্ট করিবার কথ ২৬ বলিয়াছিলেন। আর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করিলাম, হে প্ৰভু সদাগ্রভু, তুমি আপনার অধিকারস্বরূপ যে প্রজালোকদিগকে আপন মহত্ত্বে মুক্ত করিয়াছ ও বলবান হস্ত দ্বার মিসর হইতে বাহির করিয়া অনিয়াছ, তাই দিগকে বিনষ্ট করিও না । তোমার দাসগণকে, আব্রাহাম, ইসহাক ও যাকোবকে স্মরণ কর ; এই লোকদের কঠিন্তের, দুষ্টতার ও পাপের ২৮ প্রতি দৃষ্টিপাত করিও না ; পাছে তুমি আমাদিগকে যে দেশ হইতে বাহির করিয়া আনিয়াছ, সেই দেশীয় লোকের এই কথা বলে, সদাপ্রভু উহাদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সে দেশে লইয়া যাইতে পারেন নাই, এবং তাহাদিগকে ঘৃণা করিয়াছেন বলিয়াই তিনি প্রান্তরে বধ করিবার নিমিত্তে তাহা২৯ দিগকে বাহির করিয়া অনিয়ছেন । ইহারাই ত তোমার প্রজা ও তোমার অধিকার ; ইহাদিগকে তুমি আপন মহাশক্তি ও বিস্তারিত বহু দ্বারা বাহির করিয়া ভানিয়াছ । So সেই সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন, তুৰি প্রথমর মত দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া আমার নিকটে পৰ্ব্বতে উঠিয়া তাইস, এবং কাঠের এক ২ সিন্দুক নিৰ্ম্মাণ কর। তোম। কর্তৃক ভগ্ন প্রথম দুই প্রস্তরফলকে যে যে বাক্য ছিল, তাহ আমি এই দুই প্রস্তরফলকে লিখিব, পরে তুমি তাহ সেই সিন্দুক ৩ রাখিবে। তাঁহাতে আমি শিটাম কাঠের এক সিন্দুক নিৰ্ম্মাণ করিলাম, এবং প্রথমের দ্যায় দুইখন প্রস্তরফলক তক্ষণ করিয়া সেই দুইখান প্রস্তরফলক হস্ত ミQ R 업 | "S
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।