“S S o সেচন করিতে ; কিন্তু তুমি যে দেশ অধিকার করিতে ১১ যাইতেছ, তাহ! তদ্রুপ নয়। তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়। যাইতেছ, সে পৰ্ব্বত ও উপত্যক-বিশিষ্ট দেশ, এবং আকাশের বৃষ্টির জল পান ১২ করে ; সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে : বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্য্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদtপ্রভুর দৃষ্টি থাকে। আর আমি আদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞ। দিতেছি, তোমরা যদি যত্নপূর্বক তাহ শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর ১৪ সদাপ্রভুকে প্রেম ও তাহার সেবা কর, তবে আমি যথাসময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব, তাহাতে তুমি আপন শস্য, দ্রাক্ষা১৫ রস ও তৈল সংগ্ৰহ করিতে পারিবে। আর আমি তোমার পশুগণের জন্ত তোমার ক্ষেত্রে তৃণ দিব, এবং ১৬ তুমি ভক্ষণ করিয়৷ তৃপ্ত হইবে। আপনাদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়, এবং তোমরা পথ ছাড়িষা অন্ত দেবগণের সেবা কর ও তাঁহাদের ১৭ কাছে প্ৰণিপাত কর : করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে, ও তিনি আকাশ রোধ করবেন, তাহাতে বৃষ্টি হইবে না, ও ভূমি নিজ ফল প্রদান করিবে না, এবং সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই উত্তম দেশ হইতে তোমরা ত্বরায় উচ্ছিন্ন হইবে । অতএব তোমরা আমার এই সকল বাক্য আপন আপন হৃদয়ে ও প্রাণে রাখিও, এবং চিহ্নরূপে আপন আপন হস্তে বাধিয়। রাখিও, এবং সে সকল ভূষণ১৯ রূপে তোমাদের দুই চক্ষুর মধ্যে থাকিবে। আর তোমরা গৃহে উপবেশন ও পথে গমন কালে এবং শয়ন ও গাত্রোথনি কালে ঐ সকল কথার প্রসঙ্গ করিয়া ২৩ আপন আপন সন্তানদিগকে শিক্ষা দিও। আর তুমি আপন গৃহ-দ্বারের পার্শ্বকাষ্ঠে ও আপন দ্বারে তাহ ২১ লিখিয়া রাখিও। তাহাতে সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে যে ভূমি দিতে দিব্য করিয়াছেন, সেই ভূমি-ত তোমাদের আয়ুঃ ও তোমাদের সন্তানদের আয়ুঃ ভূমণ্ডলের উপরে আকাশমণ্ডলের আয়ুর ন্যায় বৃদ্ধি পাইবে । এই যে সমস্ত আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা যদি যত্বপূৰ্ব্বক তাহ পালন করিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, তাহার সমস্ত পথে চল, ২৩ ও তাঁহাতে আসক্ত থাক ; তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচু্যত করি বেন ; এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বল২৪ বান জাতিদের উত্তরাধিকারী হইবে । তোমাদের পী যে যে স্থানে পড়িবে, সেই সেই স্থান তোমাদের হইবে; প্রান্তর ও লিবানোন অবধি, নদী অর্থাৎ ফরৎ নদী অবধি পশ্চিম সমুদ্র পর্য্যন্ত তোমাদের সীমা হইবে । రి Σ σ' చె দ্বিতীয় বিবরণ । [ s > ; SS – S & ; a ২৫ তোমাদের সম্মুখে কেহই দাড়াইতে পারিবে না; তোমরা যে দেশে পাদবিক্ষেপ করবে, সেই দেশের সব্বত্র তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যানুসারে তোমাদের হইতে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত কfরবেন । ২৬ দেখ, আদ্য আমি তোমাদের সম্মুখ আশীৰ্ব্বাদ ও ২৭ অভিশাপ রাখিলাম । অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞাতে যদি কৰ্ণপাত কর, তবে আশী২৮ র্বাদ পাইবে। আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কর্ণপাত না কর, এবং আমি অদ্য তোমাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা করিলাম, যদি সেই পথ ছাড়িয়া তোমাদের অজ্ঞাত তান্ত দেবগণের পশ্চাৎ গমন কর, তবে অভিশাপগ্ৰস্ত হইবে । আর তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে প্রবেশ করাইবেন, তখন তুমি গরিষ্টীম পৰ্ব্বতে ঐ আশীৰ্ব্বাদ, এবং এবল পৰ্ব্বতে ঐ অভিশাপ স্থাপন ৩০ করিবে । সেই দুই পৰ্ব্বত যদ্দনের ওপারে, সূৰ্য্যাস্তপথের ওদিকে, অরবি তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিলুগলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে ৩১ কি নয় ? কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সে দেশ অধিকার করণার্থে তোমরা তথায় প্রবেশ করিবার জন্ত যদিন পার হইয়া যাইবে, দেশ অধিকার করিবে, ও তথায় বাস ৩২ কfরবে। আর আমি অদ্য তোমাদের সন্মুখ যে সকল বিধি ও শাসন রাখিলাম সে সকল যত্বপূর্বক পালন করিবে । ঈশ্বরীয় ব্যবস্থার পুনরুক্তি । ঈশ্বরের বিশেষ আরাধনাস্থান নিরূপণ। S૨ তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারার্থে দিয়াছেন, সেই দেশে এই সকল বিধি ও শাসন, যত দিন পৃথিবীতে জীবিত ২ থাকিবে, যত্নপূর্বক পালন করিতে হইবে । তোমরা যে যে জাতিকে অধিকারচুতি করিবে, তাহারা উচ্চ পৰ্ব্বতের উপরে, পাহাড়ের উপরে ও হরিৎপর্ণ প্রত্যেক বৃক্ষের তলে যে যে স্থানে আপন আপন দেবতাদের সেবা করিয়াছে, সেই সকল স্থান তোমরা একেবারে ৩ বিনষ্ট করিবে । তোমরা তাহীদের যজ্ঞবেদি সকল উৎপাটন করিবে, তাহাদের স্তম্ভ সকল ভগ্ন করিবে, তাহাদের আশের মূৰ্ত্তি সকল অগ্নিতে পোড়াইয়া দিবে, তাহীদের ক্ষোদিত দেবপ্রতিমা সকল ছেদন করিবে, এবং সেই স্থান হইতে তাহীদের নাম লোপ করিবে । ৪ তামরা আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি তদ্রুপ করিবে ৫ না। কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করবেন, তাহার সেই নিবাসস্থান তোমরা অন্বেষণ २३> 160
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।